ETV Bharat / entertainment

মাথায় সিংয়ের মুকুট, পাথরের চোখ! জন্মদিনে কাঁপিয়ে দিল ববির ভয়ঙ্কর রূপ - ববি দেওল

Bobby Deol Birthday: জীবনের 55তম জন্মদিনে দারুণ উপহার পেলেন ববি দেওল ৷ দক্ষিণী ছবি কানগুভা-তে ববির প্রথম ঝলক এসেছে প্রকাশ্যে ৷ হতবাক নেটিজেনরা ৷

Etv Bharat
জন্মদিনে কাঁপিয়ে দেওয়া ববির ভয়ঙ্কর রূপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 5:03 PM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি: গত বছর ব্লকব্লাস্টার ছবি অ্যানিম্যাল-এ রুথলেস আবরার হক চমকে দেয় চলচ্চিত্র প্রেমীদের ৷ কয়েক মিনিটে ববি দেওলের অভিনয় উচ্চ প্রশংসিত হয় সিনে দরবারে ৷ নেতিবাচক চরিত্রে ববির অভিনয় বাড়িয়ে দেয় ছবির মাত্রা ৷ এবার তিনি আরও নৃশংস, আরও ভয়ানক ৷ প্রকাশ্যে ববি দেওলের আপকামিং ছবি কানগুভার পোস্টার ৷ অভিনেতার জন্মদিনে শেয়ার করা হয় ভয়ঙ্কর লুক ৷

শনিবার সোশাল মিডিয়ায় ববি দেওল সেই ঝলক শেয়ার করেছেন ৷ লিখেছেন, "রুথলেস, পাওয়ারফুল, আনফরগটেবল ৷" ছবি দেখলে বোঝা যায়, আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে ববির চরিত্র ৷ ছবিতে দেখা গিয়েছে, ধূসর ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু মহিলা-পুরুষ ঘিরে রয়েছে ববিকে ৷ তাঁদের প্রত্যেকের মাথায় শিং জাতীয় মুকুট ৷ ববির বুকে লাগানো রক্তমাখা হাড়-পাঁজর ৷ লম্বা চুল খোলা, একটা চোখ পাথরের ৷

এই ঝলক দেখে অনুমান করাই যায়, অ্যানিম্যাল ছবির ক্রুরতাকে ছাপিয়ে যাবে ববির এই চরিত্র ৷ জানা গিয়েছে শিবা পরিচালিত ও সূর্য অভিনীত এই ছবিতে ববিকে দেখা যাবে উধিরানের চরিত্রে ৷ সূর্য ও ববি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে ৷ তবে এখনও পর্যন্ত ছবির অন্যান্য় চরিত্রদের ঝলক প্রকাশ্যে আনা হয়নি নির্মাতাদের তরফে ৷

অন্যদিকে, এদিন ভাই ববিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দাদা সানি দেওল থেকে শুরু করে পরিবার ও অনুরাগীরা ৷ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বোন এষা দেওলও ৷ সোশাল মিডিয়ায় ববির সঙ্গে শেয়ার করা নানা মুহূর্তের ছবি শেয়ার করেন সানি ৷ ক্যাপশনে লেখেন, "হ্যাপি বার্থডে মাই লিটল লর্ড ববি ৷" এষা দেওল ইন্সটাস্টোরিতে ববির ছবি শেয়ার করে লিখেছেন, "শুভ জন্মদিন ভাই ৷" উল্লেখ্য, কানগুভা ছাড়া ববির হাতে রয়েছে নন্দামুরি বালাকৃষ্ণার একটি ছবি ৷ এছাড়া রয়েছে দক্ষিণী তারকা পবন কল্যাণ অভিনীত হরি হারা বীরা মাল্লু ৷ বলিউডে ববির হাতে রয়েছে আপনে 2, যেখানে দেওল পরিবারের তিনটি প্রজন্মকে তুলে ধরা হবে ছবির পর্দায় ৷

আরও পড়ুন:

1. দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার

2. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

3. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

হায়দরাবাদ, 27 জানুয়ারি: গত বছর ব্লকব্লাস্টার ছবি অ্যানিম্যাল-এ রুথলেস আবরার হক চমকে দেয় চলচ্চিত্র প্রেমীদের ৷ কয়েক মিনিটে ববি দেওলের অভিনয় উচ্চ প্রশংসিত হয় সিনে দরবারে ৷ নেতিবাচক চরিত্রে ববির অভিনয় বাড়িয়ে দেয় ছবির মাত্রা ৷ এবার তিনি আরও নৃশংস, আরও ভয়ানক ৷ প্রকাশ্যে ববি দেওলের আপকামিং ছবি কানগুভার পোস্টার ৷ অভিনেতার জন্মদিনে শেয়ার করা হয় ভয়ঙ্কর লুক ৷

শনিবার সোশাল মিডিয়ায় ববি দেওল সেই ঝলক শেয়ার করেছেন ৷ লিখেছেন, "রুথলেস, পাওয়ারফুল, আনফরগটেবল ৷" ছবি দেখলে বোঝা যায়, আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে ববির চরিত্র ৷ ছবিতে দেখা গিয়েছে, ধূসর ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু মহিলা-পুরুষ ঘিরে রয়েছে ববিকে ৷ তাঁদের প্রত্যেকের মাথায় শিং জাতীয় মুকুট ৷ ববির বুকে লাগানো রক্তমাখা হাড়-পাঁজর ৷ লম্বা চুল খোলা, একটা চোখ পাথরের ৷

এই ঝলক দেখে অনুমান করাই যায়, অ্যানিম্যাল ছবির ক্রুরতাকে ছাপিয়ে যাবে ববির এই চরিত্র ৷ জানা গিয়েছে শিবা পরিচালিত ও সূর্য অভিনীত এই ছবিতে ববিকে দেখা যাবে উধিরানের চরিত্রে ৷ সূর্য ও ববি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে ৷ তবে এখনও পর্যন্ত ছবির অন্যান্য় চরিত্রদের ঝলক প্রকাশ্যে আনা হয়নি নির্মাতাদের তরফে ৷

অন্যদিকে, এদিন ভাই ববিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দাদা সানি দেওল থেকে শুরু করে পরিবার ও অনুরাগীরা ৷ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বোন এষা দেওলও ৷ সোশাল মিডিয়ায় ববির সঙ্গে শেয়ার করা নানা মুহূর্তের ছবি শেয়ার করেন সানি ৷ ক্যাপশনে লেখেন, "হ্যাপি বার্থডে মাই লিটল লর্ড ববি ৷" এষা দেওল ইন্সটাস্টোরিতে ববির ছবি শেয়ার করে লিখেছেন, "শুভ জন্মদিন ভাই ৷" উল্লেখ্য, কানগুভা ছাড়া ববির হাতে রয়েছে নন্দামুরি বালাকৃষ্ণার একটি ছবি ৷ এছাড়া রয়েছে দক্ষিণী তারকা পবন কল্যাণ অভিনীত হরি হারা বীরা মাল্লু ৷ বলিউডে ববির হাতে রয়েছে আপনে 2, যেখানে দেওল পরিবারের তিনটি প্রজন্মকে তুলে ধরা হবে ছবির পর্দায় ৷

আরও পড়ুন:

1. দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার

2. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

3. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.