ETV Bharat / entertainment

21 বছর পার, বিশ্বজিতের মুম্বইয়ের দুর্গাপুজোয় শুরু 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড'

একুশ বছর পেরলো বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মুম্বইয়ের দুর্গাপুজো ৷ এবার সেই পুজোয় শুরু হয়েছে 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড' প্রদান ৷

ETV BHARAT
বিশ্বজিতের মুম্বইয়ের দুর্গাপুজো (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 14, 2024, 4:52 PM IST

Updated : Oct 14, 2024, 5:22 PM IST

মুম্বই, 14 অক্টোবর: মুম্বইয়ের জুহুতে ধুমধাম করে পালিত হল প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের 'বিশ্বজিৎ'স জুহু স্কিম সর্বজনীন দুর্গোৎসব'। এবছর এই পুজো 21 বছর পার করল ৷ পুজোয় হাজির হন অনুপম খের-সহ অন্যান্য তারকারা ৷

শুধু অভিনেতা নন, এই পুজোর অন্য দুই কাণ্ডারী বিশ্বজিৎ-জায়া ইরা চট্টোপাধ্যায় ও তাঁদের কন্যা সম্ভবী চট্টোপাধ্যায় । এই পুজো শুরু করেছিলেন ইরা চট্টোপাধ্যায় স্বয়ং । এর নেপথ্যে জড়িয়ে রয়েছেন তাঁদের কন্যা সম্ভবী । তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েন । মেয়ের সুস্থতার জন্য ইরা চট্টোপাধ্যায় দেবী দুর্গার কাছে মানসিক করেন । এরপর মেয়ে সুস্থ হয়ে ওঠার পর 2004 সাল থেকে তিনিই এই পুজোটা শুরু করেন । সেই থেকে আজ পর্যন্ত একইভাবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে চলছে এই পুজো ।

ETV BHARAT
বিশ্বজিৎ'স জুহু স্কিম সর্বজনীন দুর্গোৎসব (নিজস্ব চিত্র)
ETV BHARAT
সপ্তমীতে দুর্গা থিমের উপর নৃত্য পরিবেশন (নিজস্ব চিত্র)

বোধন থেকে কলা বউ স্নান, অঞ্জলি থেকে সন্ধিপুজো, আরতি থেকে ধুনুচি নাচ - সবই হয় পুঙ্খানুপুঙ্খভাবে । নানা পদে ভোগ দেওয়া হয় দেবী দুর্গা ও তাঁর ছেলেমেয়েদের, জানালেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । তবে, শিল্প সংস্কৃতি জগতের মানুষের বাড়ির পুজো বলে কথা, আর সেখানে সাংস্কৃতিক আবহ থাকবে না তা তো হয় না ।

ETV BHARAT
এবারই শুরু শুরু 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড' (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত অভিনেতার সঙ্গে যোগাযোগ করায় তিনি জানান, সপ্তমীতে দুর্গা থিমের উপর নৃত্য পরিবেশন করে পদ্মবিভূষণ বিরজু মহারাজের ডান্স ট্রুপ । অষ্টমীতে মহম্মদ রফি সাহেবের জন্মশতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হয় তাঁকে ও তাঁর পরিবারকে । এদিন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোতে পরিবেশিত হয় শুধুই রফি সাহেবের গান । গেয়েছেন প্রসন রাও অরোহা এবং প্রীতি । উল্লেখ্য, চলতি বছর থেকেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় শুরু করলেন 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড'। মহম্মদ রফিকে দিয়েই শুরু হল সেই যাত্রা ।

ETV BHARAT
হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই অমল মুখোপাধ্যায় প্রধান অতিথি (নিজস্ব চিত্র)

মহাষ্টমীতে বিশ্বজিতের পুজোয় হাজির ছিলেন অনুপম খের । 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড' পেলেন অনুপম খের, মহিমা চৌধুরী, স্নেহা পাল, গজেন্দ্র আহিরে । তাঁরা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিল হেমন্তু মুখোপাধ্যায়ের ভাই প্রয়াত অমল মুখোপাধ্যায়ের পরিবার । বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পারিবারিক বন্ধু ছিলেন অমল মুখোপাধ্যায় । তিনিও ছিলেন সঙ্গীতশিল্পী তথা সুরকার । তাঁর সুরে গানও রেকর্ড করেছেন বিশ্বজিৎ। এ ছাড়াও হাজির ছিলেন মহম্মদ রফির কন্যা ইয়াসমিন ও তাঁর স্বামী পারভেজ ।

ETV BHARAT
জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড (নিজস্ব চিত্র)
ETV BHARAT
2004 সাল থেকে এই পুজো হচ্ছে (নিজস্ব চিত্র)

মুম্বই, 14 অক্টোবর: মুম্বইয়ের জুহুতে ধুমধাম করে পালিত হল প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের 'বিশ্বজিৎ'স জুহু স্কিম সর্বজনীন দুর্গোৎসব'। এবছর এই পুজো 21 বছর পার করল ৷ পুজোয় হাজির হন অনুপম খের-সহ অন্যান্য তারকারা ৷

শুধু অভিনেতা নন, এই পুজোর অন্য দুই কাণ্ডারী বিশ্বজিৎ-জায়া ইরা চট্টোপাধ্যায় ও তাঁদের কন্যা সম্ভবী চট্টোপাধ্যায় । এই পুজো শুরু করেছিলেন ইরা চট্টোপাধ্যায় স্বয়ং । এর নেপথ্যে জড়িয়ে রয়েছেন তাঁদের কন্যা সম্ভবী । তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েন । মেয়ের সুস্থতার জন্য ইরা চট্টোপাধ্যায় দেবী দুর্গার কাছে মানসিক করেন । এরপর মেয়ে সুস্থ হয়ে ওঠার পর 2004 সাল থেকে তিনিই এই পুজোটা শুরু করেন । সেই থেকে আজ পর্যন্ত একইভাবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে চলছে এই পুজো ।

ETV BHARAT
বিশ্বজিৎ'স জুহু স্কিম সর্বজনীন দুর্গোৎসব (নিজস্ব চিত্র)
ETV BHARAT
সপ্তমীতে দুর্গা থিমের উপর নৃত্য পরিবেশন (নিজস্ব চিত্র)

বোধন থেকে কলা বউ স্নান, অঞ্জলি থেকে সন্ধিপুজো, আরতি থেকে ধুনুচি নাচ - সবই হয় পুঙ্খানুপুঙ্খভাবে । নানা পদে ভোগ দেওয়া হয় দেবী দুর্গা ও তাঁর ছেলেমেয়েদের, জানালেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । তবে, শিল্প সংস্কৃতি জগতের মানুষের বাড়ির পুজো বলে কথা, আর সেখানে সাংস্কৃতিক আবহ থাকবে না তা তো হয় না ।

ETV BHARAT
এবারই শুরু শুরু 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড' (নিজস্ব চিত্র)

ইটিভি ভারত অভিনেতার সঙ্গে যোগাযোগ করায় তিনি জানান, সপ্তমীতে দুর্গা থিমের উপর নৃত্য পরিবেশন করে পদ্মবিভূষণ বিরজু মহারাজের ডান্স ট্রুপ । অষ্টমীতে মহম্মদ রফি সাহেবের জন্মশতবর্ষ উপলক্ষে সম্মান জানানো হয় তাঁকে ও তাঁর পরিবারকে । এদিন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোতে পরিবেশিত হয় শুধুই রফি সাহেবের গান । গেয়েছেন প্রসন রাও অরোহা এবং প্রীতি । উল্লেখ্য, চলতি বছর থেকেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় শুরু করলেন 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড'। মহম্মদ রফিকে দিয়েই শুরু হল সেই যাত্রা ।

ETV BHARAT
হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই অমল মুখোপাধ্যায় প্রধান অতিথি (নিজস্ব চিত্র)

মহাষ্টমীতে বিশ্বজিতের পুজোয় হাজির ছিলেন অনুপম খের । 'জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড' পেলেন অনুপম খের, মহিমা চৌধুরী, স্নেহা পাল, গজেন্দ্র আহিরে । তাঁরা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিল হেমন্তু মুখোপাধ্যায়ের ভাই প্রয়াত অমল মুখোপাধ্যায়ের পরিবার । বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পারিবারিক বন্ধু ছিলেন অমল মুখোপাধ্যায় । তিনিও ছিলেন সঙ্গীতশিল্পী তথা সুরকার । তাঁর সুরে গানও রেকর্ড করেছেন বিশ্বজিৎ। এ ছাড়াও হাজির ছিলেন মহম্মদ রফির কন্যা ইয়াসমিন ও তাঁর স্বামী পারভেজ ।

ETV BHARAT
জুহু মা দুর্গা আশির্বাদ অ্যাওয়ার্ড (নিজস্ব চিত্র)
ETV BHARAT
2004 সাল থেকে এই পুজো হচ্ছে (নিজস্ব চিত্র)
Last Updated : Oct 14, 2024, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.