ETV Bharat / entertainment

ফের বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বলিউডের ভাইজান ! গ্রেফতার 4 - Salman Khan

Bishoi Gang Targets Salman Khan Again: কয়েকদিন আগেই সলমন খানের বাড়িতে হামলা করে বিষ্ণোই গ্যাংয়ের দু'জন ৷ ফের হামলার ছক ৷ তবে এবার বাড়ি নয়, বলিউডের ভাইজানের গাড়িতে হামলার ছক কষেছিল তারা ৷ একে-47 বন্দুক দিয়ে সলমনকে ঝাঁঝরা করে দেওয়ার পরিকল্পনা বানচাল করে দিল নভি মুম্বই পুলিশ ৷

Salman Khan
ফের বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 6:01 PM IST

মুম্বই, 01 জুন: ফের বলি তারকা সলমন খানের উপর হামলার ছক ! বাড়ির পর এবার প্যানভেলে সলমনের খামারবাড়িতে অভিনেতার গাড়িতে হামলার ছক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৷ হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত 4 জনকে গ্রেফতার করেছে নভি মুম্বই পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ছোট কোনও হামলা নয় ৷ সলমনকে প্রাণে মেলে ফেলার জন্য পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল ৷ যদিও সেই ছক বানচাল করে দিয়েছে নভি মুম্বইয়ের পুলিশ ৷ ধৃতরা হল- ধনঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহবি, ওয়াস্পি খান ওরফে ওয়াসিম ছিকনা এবং রিজওয়ান খান ওরফে জাভেদ খান ৷ এরা প্রত্যেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলেই জানিয়েছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, সলমনকে হত্যার জন্য প্যানভেলে তাঁর ফার্ম হাউস রেইকি করে আসে ধৃতরা ৷ সলমনের হত্যায় তাদের একে-47 বন্দুক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ ধৃতদের মোবাইল ফোন তল্লাশি করে তেমনটাই জানতে পেরেছে পুলিশ ৷ ঘটনায় লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, সম্পত নেহরা-সহ 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত এখনও চলছে ৷

গত 14 এপ্রিল সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'এর বাইরে হাওয়ায় তিন থেকে চার রাউন্ড গুলি চালায় লরেন্স গ্যাংয়ের 2 জন শ্যুটার ৷ বাইকে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা ৷ এরপর সোশাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করে নেয় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুম্বইয়ের তারকা পাড়ায় ৷ সেই ঘটনার পর আবারও নিশানায় সল্লু ভাই৷

মুম্বই, 01 জুন: ফের বলি তারকা সলমন খানের উপর হামলার ছক ! বাড়ির পর এবার প্যানভেলে সলমনের খামারবাড়িতে অভিনেতার গাড়িতে হামলার ছক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৷ হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত 4 জনকে গ্রেফতার করেছে নভি মুম্বই পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ছোট কোনও হামলা নয় ৷ সলমনকে প্রাণে মেলে ফেলার জন্য পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল ৷ যদিও সেই ছক বানচাল করে দিয়েছে নভি মুম্বইয়ের পুলিশ ৷ ধৃতরা হল- ধনঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহবি, ওয়াস্পি খান ওরফে ওয়াসিম ছিকনা এবং রিজওয়ান খান ওরফে জাভেদ খান ৷ এরা প্রত্যেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলেই জানিয়েছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, সলমনকে হত্যার জন্য প্যানভেলে তাঁর ফার্ম হাউস রেইকি করে আসে ধৃতরা ৷ সলমনের হত্যায় তাদের একে-47 বন্দুক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ ধৃতদের মোবাইল ফোন তল্লাশি করে তেমনটাই জানতে পেরেছে পুলিশ ৷ ঘটনায় লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, সম্পত নেহরা-সহ 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত এখনও চলছে ৷

গত 14 এপ্রিল সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'এর বাইরে হাওয়ায় তিন থেকে চার রাউন্ড গুলি চালায় লরেন্স গ্যাংয়ের 2 জন শ্যুটার ৷ বাইকে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা ৷ এরপর সোশাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করে নেয় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুম্বইয়ের তারকা পাড়ায় ৷ সেই ঘটনার পর আবারও নিশানায় সল্লু ভাই৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.