ETV Bharat / entertainment

চেনা ছন্দে টলিপাড়া, ফের ব্যস্ততা ফ্লোরে - Bengali TV shoots resume

Bengali TV shoots resume: ফের চেনা ছন্দে ফিরল টলিপাড়া ৷ 48 ঘণ্টা পর আজ ফের ব্যস্ততা দেখা গেল শুটিং ফ্লোরে ৷ স্টুডিয়োয় ফিরলেন শিল্পী ও টেকনিশিয়ানরা ৷ খুশি সবাই ৷

ETV BHARAT
চেনা ছন্দে টলিপাড়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 8:02 PM IST

কলকাতা, 31 জুলাই: 'নিম ফুলের মধু' থেকে 'হরগৌরী পাইস হোটেল' - স্টুডিয়ো পাড়ায় বুধবার সকাল থেকে চলল লাগাতার শুটিং । শুটিং তো রোজই চলে । কিন্তু এদিন ফ্লোরে ছিল খুশির চমক । কারণ মাঝখানে দু'দিন বন্ধ ছিল শুটিং । যে বন্ধের কোনও মানে বা হিসেব খুঁজে পাচ্ছেন না কেউই । কাজ কাজের মতো চলবে, সমস্যা মিটবে তার নিজস্ব পথে । কিন্তু না, বাধ সাধে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যেকার মতানৈক্য । যেখানে হস্তক্ষেপ করতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে । তবে, অবশেষে সব জট কাটিয়ে দুদিনের অনভিপ্রেত ছুটি কাটিয়ে ফ্লোরে ফিরলেন সৃজন, পর্ণারা ।

চেনা ছন্দে টলিপাড়া, ফের ব্যস্ততা ফ্লোরে (ইটিভি ভারত)

দু'দিন ধরে কাজ, ফ্লোর মিস করার কথা শোনা যায় অভিনেতাদের কাছ থেকে । সকলেই চেয়েছিলেন সব সমস্যা মিটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে । আর তাঁদের ইচ্ছাপূরণ হয়ে গেল খুব তাড়াতাড়ি । 'হরগৌরী পাইস হোটেল'-এর মুখ্য চরিত্রাভিনেত্রী শুভস্মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি শুটিং বন্ধ শুনে ভয়ই পেয়ে গিয়েছিলাম । কারণটাও ঠিকভাবে জানা ছিল না । তবে, চেয়েছিলাম তাড়াতাড়ি শুরু হোক শুটিং।" শুটিং শুরু হওয়া আনন্দ ধরা পড়ল রুবেল দাস, পল্লবী শর্মাদের মুখেও ৷

পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্রে রেখে সমস্যা দানা বাঁধে দিনকয়েক আগে । তাঁকে পুজোর ছবির পরিচালক হিসেবে মেনে না-নিলে পরিচালকরা কর্মবিরতির পথে হাঁটেন । তবে এরপরে সমস্যা এই এক জায়গায় থেমে থাকেনি । অনেকদিন ধরে ঘটে চলা এই সমস্যা একদিনের নয়, বহুদিনের । একটি নয় অনেকগুলি । অভিযোগ, অনেক পুরনো নিয়ম আজও বয়ে নিয়ে যাওয়া হচ্ছে । যেগুলি আজকের দিনের জন্য অচল । সেগুলির অবিলম্বে সংশোধন হওয়া দরকার বলে মনে করে ডিরেক্টরস গিল্ড । মনে করেন মুখ্যমন্ত্রীও ।

আর তাই ঠিক হয়েছে, একটি রিভিউ কমিটি গঠন করা হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে । যেখানে থাকবেন সিনেমা, আইন এবং টেকনিক্যাল বিষয়ে সম্যক জ্ঞান আছে এমন মানুষজনেরা । যে নিয়মগুলি প্রযোজ্য হবে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, ছোট বাজেট, বড় বাজেট সব ধরনের কাজের জন্য ।

কলকাতা, 31 জুলাই: 'নিম ফুলের মধু' থেকে 'হরগৌরী পাইস হোটেল' - স্টুডিয়ো পাড়ায় বুধবার সকাল থেকে চলল লাগাতার শুটিং । শুটিং তো রোজই চলে । কিন্তু এদিন ফ্লোরে ছিল খুশির চমক । কারণ মাঝখানে দু'দিন বন্ধ ছিল শুটিং । যে বন্ধের কোনও মানে বা হিসেব খুঁজে পাচ্ছেন না কেউই । কাজ কাজের মতো চলবে, সমস্যা মিটবে তার নিজস্ব পথে । কিন্তু না, বাধ সাধে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যেকার মতানৈক্য । যেখানে হস্তক্ষেপ করতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে । তবে, অবশেষে সব জট কাটিয়ে দুদিনের অনভিপ্রেত ছুটি কাটিয়ে ফ্লোরে ফিরলেন সৃজন, পর্ণারা ।

চেনা ছন্দে টলিপাড়া, ফের ব্যস্ততা ফ্লোরে (ইটিভি ভারত)

দু'দিন ধরে কাজ, ফ্লোর মিস করার কথা শোনা যায় অভিনেতাদের কাছ থেকে । সকলেই চেয়েছিলেন সব সমস্যা মিটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে । আর তাঁদের ইচ্ছাপূরণ হয়ে গেল খুব তাড়াতাড়ি । 'হরগৌরী পাইস হোটেল'-এর মুখ্য চরিত্রাভিনেত্রী শুভস্মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি শুটিং বন্ধ শুনে ভয়ই পেয়ে গিয়েছিলাম । কারণটাও ঠিকভাবে জানা ছিল না । তবে, চেয়েছিলাম তাড়াতাড়ি শুরু হোক শুটিং।" শুটিং শুরু হওয়া আনন্দ ধরা পড়ল রুবেল দাস, পল্লবী শর্মাদের মুখেও ৷

পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্রে রেখে সমস্যা দানা বাঁধে দিনকয়েক আগে । তাঁকে পুজোর ছবির পরিচালক হিসেবে মেনে না-নিলে পরিচালকরা কর্মবিরতির পথে হাঁটেন । তবে এরপরে সমস্যা এই এক জায়গায় থেমে থাকেনি । অনেকদিন ধরে ঘটে চলা এই সমস্যা একদিনের নয়, বহুদিনের । একটি নয় অনেকগুলি । অভিযোগ, অনেক পুরনো নিয়ম আজও বয়ে নিয়ে যাওয়া হচ্ছে । যেগুলি আজকের দিনের জন্য অচল । সেগুলির অবিলম্বে সংশোধন হওয়া দরকার বলে মনে করে ডিরেক্টরস গিল্ড । মনে করেন মুখ্যমন্ত্রীও ।

আর তাই ঠিক হয়েছে, একটি রিভিউ কমিটি গঠন করা হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে । যেখানে থাকবেন সিনেমা, আইন এবং টেকনিক্যাল বিষয়ে সম্যক জ্ঞান আছে এমন মানুষজনেরা । যে নিয়মগুলি প্রযোজ্য হবে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, ছোট বাজেট, বড় বাজেট সব ধরনের কাজের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.