ETV Bharat / entertainment

জিনত আমনের বায়োপিকে কিংবদন্তির চরিত্রে বাংলার মেয়ে পায়েল ঘোষ - Zeenat Aman biopic

Payal Ghosh to essay lead role in Zeenat Aman biopic: বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনত আমনের বায়োপিকে কিংবদন্তির চরিত্রে অভিনয় করছেন বাংলার মেয়ে পায়েল ঘোষ ৷ ইটিভি ভারতকে এই ফিল্ম নিয়ে কী জানালেন তিনি, জানতে বিস্তারিত পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 12:56 PM IST

কলকাতা, 8 মার্চ: বায়োপিক হচ্ছে জিনত আমনের ৷ আর বলিউডের এই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন বাংলার মেয়ে পায়েল ঘোষ । পরিচালক রাজীব চৌধুরী বানাচ্ছেন জিনত আমনের জীবনী নির্ভর ছবি 'শক: দ্য ডাউট'। কিংবদন্তি অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিকের জীবনের নানা দিক উঠে আসবে এই ছবিতে । আর তা পর্দায় ফুটিয়ে তুলবেন উত্তর কলকাতার মেয়ে পায়েল ঘোষ । কাজের সূত্রে তিনি অবশ্য মুম্বইবাসী ।

পায়েল ঘোষকে শেষ দেখা যায় 'ফায়ার অফ লাভ: রেড' ছবিতে । আর এ বার সামনে তাঁর বড় চ্যালেঞ্জ । এ বিষয়ে তাঁর ভাবনাচিন্তার কথা জানতে ইটিভি ভার‍ত যোগাযোগ করে পায়েল ঘোষের সঙ্গে । অভিনেত্রী বলেন, "15মে থেকে লন্ডনে শুটিং শুরু হওয়ার কথা । শুটিং হবে লন্ডনের নানা জায়গায় । এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি আমি । আমি জিনতজি'র অনেক পুরনো ছবি দেখেছি ।"

তাঁর নতুন ছবি নিয়ে পায়েল আরও বলেন, "আমরা 'হরে রামা হরে কৃষ্ণা' ছবির বিখ্যাত গান 'দম মারো দম'-এর রিক্রিয়েশন করার প্ল্যান করছি । তাই অনুশীলন জোরদার করতে হবে । আমি এই ছবিটা দেখেছি । তবে আবারও দেখব । খুব তাড়াতাড়ি দেখা করব জিনতজি'র সঙ্গে । রাজীব চৌধুরীর খুব ভালো বন্ধু জিনতজি । উনি এই ছবিটার কথা জানার পরই পরিচালককে বলেছেন যেন শুটিং শুরুর আগে ওঁর সঙ্গে দেখা করি আমরা । উনি বলেছেন, ওঁকে যেন এই ছবির সঙ্গে যুক্ত করা হয় ।"

পায়েলের কথায়, "আমি খুব তাড়াতাড়ি দেখা করতে চাই ওঁর মতো একজন লেজেন্ডের সঙ্গে । আরও জানতে চাই ওঁর জীবন । ওঁর চলন বলন রপ্ত করার চেষ্টা করছি । পরিচালক আমাকে অনেকগুলো লিংক দিয়েছেন ওঁর ছবি দেখার জন্য, ওঁর জীবন সম্বন্ধে জানার জন্য ।"

উল্লেখ্য, এ বারের ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামিকে বিয়ে করার প্রস্তাব দেন পায়েল ঘোষ । এই নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যম । খবরের শিরোনামে চলে আসেন বাংলার এই অভিনেত্রী । যদিও গোটা বিষয়টা শামির খেলার প্রতি অনুরাগ থেকে খানিকটা মজা করেই বলেছিলেন তিনি । বিষয়টিকে এত জটিল করে তোলায় বেশ অবাক হয়েছিলেন তিনি । সেই কথা নিজেই জানিয়েছিলেন ইটিভি ভারতকে । সেদিনই নতুন কাজ আসার আভাস দেন তিনি । তবে, তখন খোলসা করেননি কিছুই । এ বার সামনে এল বড় খবর । জিনত আমনকে তাঁর অভিনয়ে ফুটে উঠতে দেখবেন দর্শক ।

পায়েল ঘোষ মূলত দক্ষিণী এবং হিন্দি ছবিতেই বেশি অভিনয় করেন । বাংলা ছবিতে তাঁকে আজ পর্যন্ত দেখা যায়নি । পায়েলের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'প্রায়াণাম', 'বর্ষাধারে', 'উসারাভেল্লি', ' মিস্টার রাস্কেল', 'প্যাটেল কি পঞ্জাবি শাদি'। তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন এই বঙ্গতনয়া ।

উল্লেখ্য, 1970 সালে নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেন জিনত আমন । তাঁর প্রথম ছবি 'দ্য এগিল উইদিন'-এর মাধ্যমেই পরিচিত হন তিনি । এরপর একে একে 'হরে রামা হরে কৃষ্ণা', 'ইয়াদোঁ কি বারাত', 'কুরবানি', 'দোস্তানা', 'ডন' সহ একাধিক ছবির নায়িকা হন তিনি ।

যদিও অভিনয়ের আগে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে ৷ ফেমিনা মিস ইন্ডিয়া ও মিস ইন্ডিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাস বিউটি প্যাজেন্ট জিতে নিয়েছিলেন তিনি ৷ মডেলিং-এর পর বলিউডেও পাকাপাকি জায়গা করে নিতে সময় লাগেনি তাঁর এবং একের পর এক ভালো কাজ করে তিনি হয়ে ওঠেন কিংবদন্তি । গত বছর শোস্টপার নামে একটি ওয়েব সিরিজে ওটিটি অভিষেক হয় 72 বছরের অভিনেত্রীর ৷ এর আগে, 2019 সালে অর্জুন ও কৃতী শ্যাননের ফিল্ম পাণিপথে শাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন জিনত আমন ৷

আরও পড়ুন:

  1. ছোটবেলায় সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইতেন, এবার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর
  2. রিচার কাছে ক্ষমা চাইবেন না পায়েল
  3. এবার জাতীয় মহিলা কমিশনে গিয়ে অভিযোগ করলেন পায়েল

কলকাতা, 8 মার্চ: বায়োপিক হচ্ছে জিনত আমনের ৷ আর বলিউডের এই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন বাংলার মেয়ে পায়েল ঘোষ । পরিচালক রাজীব চৌধুরী বানাচ্ছেন জিনত আমনের জীবনী নির্ভর ছবি 'শক: দ্য ডাউট'। কিংবদন্তি অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিকের জীবনের নানা দিক উঠে আসবে এই ছবিতে । আর তা পর্দায় ফুটিয়ে তুলবেন উত্তর কলকাতার মেয়ে পায়েল ঘোষ । কাজের সূত্রে তিনি অবশ্য মুম্বইবাসী ।

পায়েল ঘোষকে শেষ দেখা যায় 'ফায়ার অফ লাভ: রেড' ছবিতে । আর এ বার সামনে তাঁর বড় চ্যালেঞ্জ । এ বিষয়ে তাঁর ভাবনাচিন্তার কথা জানতে ইটিভি ভার‍ত যোগাযোগ করে পায়েল ঘোষের সঙ্গে । অভিনেত্রী বলেন, "15মে থেকে লন্ডনে শুটিং শুরু হওয়ার কথা । শুটিং হবে লন্ডনের নানা জায়গায় । এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি আমি । আমি জিনতজি'র অনেক পুরনো ছবি দেখেছি ।"

তাঁর নতুন ছবি নিয়ে পায়েল আরও বলেন, "আমরা 'হরে রামা হরে কৃষ্ণা' ছবির বিখ্যাত গান 'দম মারো দম'-এর রিক্রিয়েশন করার প্ল্যান করছি । তাই অনুশীলন জোরদার করতে হবে । আমি এই ছবিটা দেখেছি । তবে আবারও দেখব । খুব তাড়াতাড়ি দেখা করব জিনতজি'র সঙ্গে । রাজীব চৌধুরীর খুব ভালো বন্ধু জিনতজি । উনি এই ছবিটার কথা জানার পরই পরিচালককে বলেছেন যেন শুটিং শুরুর আগে ওঁর সঙ্গে দেখা করি আমরা । উনি বলেছেন, ওঁকে যেন এই ছবির সঙ্গে যুক্ত করা হয় ।"

পায়েলের কথায়, "আমি খুব তাড়াতাড়ি দেখা করতে চাই ওঁর মতো একজন লেজেন্ডের সঙ্গে । আরও জানতে চাই ওঁর জীবন । ওঁর চলন বলন রপ্ত করার চেষ্টা করছি । পরিচালক আমাকে অনেকগুলো লিংক দিয়েছেন ওঁর ছবি দেখার জন্য, ওঁর জীবন সম্বন্ধে জানার জন্য ।"

উল্লেখ্য, এ বারের ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামিকে বিয়ে করার প্রস্তাব দেন পায়েল ঘোষ । এই নিয়ে তোলপাড় হয় সামাজিক মাধ্যম । খবরের শিরোনামে চলে আসেন বাংলার এই অভিনেত্রী । যদিও গোটা বিষয়টা শামির খেলার প্রতি অনুরাগ থেকে খানিকটা মজা করেই বলেছিলেন তিনি । বিষয়টিকে এত জটিল করে তোলায় বেশ অবাক হয়েছিলেন তিনি । সেই কথা নিজেই জানিয়েছিলেন ইটিভি ভারতকে । সেদিনই নতুন কাজ আসার আভাস দেন তিনি । তবে, তখন খোলসা করেননি কিছুই । এ বার সামনে এল বড় খবর । জিনত আমনকে তাঁর অভিনয়ে ফুটে উঠতে দেখবেন দর্শক ।

পায়েল ঘোষ মূলত দক্ষিণী এবং হিন্দি ছবিতেই বেশি অভিনয় করেন । বাংলা ছবিতে তাঁকে আজ পর্যন্ত দেখা যায়নি । পায়েলের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'প্রায়াণাম', 'বর্ষাধারে', 'উসারাভেল্লি', ' মিস্টার রাস্কেল', 'প্যাটেল কি পঞ্জাবি শাদি'। তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন এই বঙ্গতনয়া ।

উল্লেখ্য, 1970 সালে নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেন জিনত আমন । তাঁর প্রথম ছবি 'দ্য এগিল উইদিন'-এর মাধ্যমেই পরিচিত হন তিনি । এরপর একে একে 'হরে রামা হরে কৃষ্ণা', 'ইয়াদোঁ কি বারাত', 'কুরবানি', 'দোস্তানা', 'ডন' সহ একাধিক ছবির নায়িকা হন তিনি ।

যদিও অভিনয়ের আগে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে ৷ ফেমিনা মিস ইন্ডিয়া ও মিস ইন্ডিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাস বিউটি প্যাজেন্ট জিতে নিয়েছিলেন তিনি ৷ মডেলিং-এর পর বলিউডেও পাকাপাকি জায়গা করে নিতে সময় লাগেনি তাঁর এবং একের পর এক ভালো কাজ করে তিনি হয়ে ওঠেন কিংবদন্তি । গত বছর শোস্টপার নামে একটি ওয়েব সিরিজে ওটিটি অভিষেক হয় 72 বছরের অভিনেত্রীর ৷ এর আগে, 2019 সালে অর্জুন ও কৃতী শ্যাননের ফিল্ম পাণিপথে শাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন জিনত আমন ৷

আরও পড়ুন:

  1. ছোটবেলায় সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইতেন, এবার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর
  2. রিচার কাছে ক্ষমা চাইবেন না পায়েল
  3. এবার জাতীয় মহিলা কমিশনে গিয়ে অভিযোগ করলেন পায়েল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.