কলকাতা, 18 মে: শুরু হয়ে গিয়েছে কান চলচ্চিত্র উৎসব ৷ বিদেশি ছবির পাশাপাশি বেশ কয়েকটি ভারতীয় ছবিও এবারের চলচ্চিত্র উৎসবে সেরা হওয়ার প্রতিযোগিতার দৌড়ে রয়েছে ৷ এবার নতুন পালক যুক্ত হল বাংলা ছবির মুকুটে ৷ অভিনেতা-পরিচালক সৌম্যজিৎ মজুমদারের নির্মীয়মান ছবি 'জয়গুরু' প্রতিনিধিত্ব করছে 'কান ফিল্ম মার্কেট'-এ। লোকশিল্পী পার্বতী বাউলের জীবনী ধরা দেবে আন্তর্জাতিক মঞ্চে ৷
প্রথমেই জানা যাক কী এই 'কান ফিল্ম মার্কেট'? আসলে এই চলচ্চিত্র উৎসবে নজর শুধু পোশাক বা ফ্যাশনের দিকে থাকে না ৷ সম্মানিত হয় নানা ভালো ছবিও ৷ পাশাপাশি, প্রদর্শনীতেও অনেক ছবি নজর কেড়ে নেয় ৷ ঠিক তেমনই এই উৎসবের মধ্য দিয়ে ছবির ব্যবসা-বাণিজ্যের বিষয়টিও নজরে রাখা হয় ৷ অর্থাৎ যদি কোনও ছবি 'কান ফিল্ম মার্কেট' জায়গা পায় তাহলে প্রযোজক পাওয়া থেকে শুরু করে নানা সুযোগ সুবিধা পাওয়া যায় ৷ এমনটাই হয়েছে সৌম্যজিতের 'জয়গুরু' ছবির সঙ্গে ৷
সৌম্যজিৎ মজুমদার বলেন, "কান ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সংযোগ 2017 সালে ফরাসি চলচ্চিত্র 'ক্র্যাশ টেস্ট অ্যাগলে'-র প্রিমিয়ারের মাধ্যমে শুরু হয়েছিল। আমি সেই বিদেশি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলাম। এখন, এটি একটি পূর্ণ বৃত্তের মতো মনে হচ্ছে ৷ 2024 সালে আমার চলচ্চিত্র 'জয়গুরু' কান চলচ্চিত্রে জায়গা পেল। 'জয়গুরু' শুধু একটা ছবি নয়, প্রায় দু'বছর ধরে আমি পার্বতী বাউলকে নিয়ে গবেষণা করছি। তাঁর জীবন এই সত্যের সাক্ষ্য দেয় যে বাউলের আধ্যাত্মিক শক্তি জীবনকে রূপান্তরিত করতে পারে। এটি কোনও বায়োপিক নয়।" পরিচালকের কথা থেকে স্পষ্ট এই ছবিতে বাউল লোকশিল্পই মূল উপজীব্য।
ভারতীয় সিনেমাটোগ্রাফার রবি বর্মনের নেতৃত্বে 2025 সালে এই ছবির শ্যুটিং শুরু হবে। রবি বর্মনের মতো একজন শিল্পী এর আগে মণিরত্নম, ইমতিয়াজ আলি, অনুরাগ বসুর বিভিন্ন ছবিতে কাজ করেছেন ৷ বাউল শিল্পী পার্বতী বলেন, "এক বছরেরও বেশি সময় ধরে সৌম্যজিৎ এই গল্পটির জন্য গবেষণা এবং প্রস্তুতির জন্য অনেক কঠোর পরিশ্রম করেছেন। ওঁকে সাধুবাদ দিতেই হয়। এটি অন্য ব্যক্তির জীবনের গল্প বলার চেষ্টা নয়। শুরু থেকেই ওঁর লক্ষ্য খুব পরিষ্কার। কালজয়ী আধ্যাত্মিক ঐতিহ্যকে পরিবেশন করতে চায় এই ছবি। এই ছবির মাধ্যমে বাউল গানকে শ্রোতার কাছে নিয়ে যাওয়ারও উপযুক্ত সময়।"
সৌম্যজিৎ মজুমদারের 'জয়গুরু' ভারত, ইংল্যান্ড-সহ ক্যালিফোর্নিয়ার প্রযোজক অনিরুদ্ধ এবং অপর্ণা দাশগুপ্ত (অ্যাডিটেড মোশন পিকচার্স- ইউএসএ/ইন্ডিয়া) প্রযোজনা করছেন। মুনসুর আলি (চেয়ারম্যান-লন্ডন সিটি কর্পোরেশন কালচার অ্যান্ড হেরিটেজ, প্রতিষ্ঠাতা-পরিচালক মোরিঙ্গা স্টুডিও) এবং প্যারিস-ভিত্তিক চয়ন সরকার (ফ্রান্সের টুলুজ শহরের রাষ্ট্রদূত) সহ-প্রযোজনা করেছেন ছবিটির।
আরও পড়ুন