কলকাতা, 15 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে ৷ তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী উৎসবে ফিরছে পুজো কমিটিগুলি ৷ এবার উৎসবে ফিরল বেহালার জাগরণী সমিতি । 66তম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের এবারের পুজো । তবে খুঁটি পুজোর দিক থেকে এটা দ্বিতীয় বর্ষ । রবিবারের বৃষ্টিভেজা সকালে খুঁটি পুজোয় হাজির ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী ।
তিনি বলেন, "উৎসবে নতুন করে ফেরার তো কিছু নেই । বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো ৷ এই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি । আরজি করের ঘটনা নিয়ে মন আমাদের সকলেরই ভারাক্রান্ত । বিচারের দাবি বাঁচিয়ে রেখে পুজোর এই কটা দিন একটু অন্যভাবে কাটান, এটাই বলতে চাই ।" রূপসা চক্রবর্তী হলেন টলিপাড়ার ব্যস্ত প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী । তবে টলিপাড়ায় সাম্প্রতিককালে নারী নিগ্রহের ঘটনা প্রসঙ্গে কথা তুললে এড়িয়ে যান তিনি । এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী ৷
এ দিকে জাগরণী সমিতির সম্পাদক সুজয় চক্রবর্তীর কথায়,"এই(আরজি কর) ধরনের ঘটনা শুধু বাংলায় নয়, সারা দেশ জুড়ে চলে । কেবলমাত্র এই একটা ঘটনাকে সামনে রেখে সব বন্ধ করে দিতে হলে বাকি সব উৎসব বন্ধ করে দেওয়া উচিত । পুজো যেমন নিয়ম মেনে আসে তেমনই এবারও আসবে । আর এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের রুজি রোজগারের বিষয় ৷ অনেক মানুষ এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন তাঁদের ব্যবসাপত্তর বাড়বে এই ভেবে । তাই উৎসব বন্ধ করে কোনও লাভ হবে না । বরং বিচারের দাবি সঙ্গে নিয়েই পুজোয় মেতে উঠতে হবে ।"
তবে 66 বছর পার হলেও এখনও থিমের রং গায়ে মাখেনি জাগরণী সমিতির পুজো । এর কারণ হিসেবে সুজয় চক্রবর্তী বলেন, "আমাদের জায়গা কম । তার উপরে যেখানে এই পুজো হয় সেখানে সকলেই সাবেকি পুজোয় বেশি আগ্রহী, তাই থিম নেই আমাদের পুজোয় ।" দুর্গাপুজোকে কেন্দ্রে রেখে বহু সামাজিক কাজও করে জাগরণী সমিতি ।
সমিতির সহ-সভাপতি অলোক শোভন দেব বলেন, "চারদিকে হিংসার বাতাবরণ । এটা লজ্জা আমাদের রাজ্য তথা দেশের । আমরা মেয়েদের শেখাই অনেককিছু । কিন্তু ছেলেদের শেখাই না কীভাবে একজন মেয়েকে সম্মান জানাতে হয় । বিকৃত মানসিকতার মানুষদের সুবুদ্ধি ফিরুক এটাই প্রার্থণা মা দুর্গার কাছে ।" এই সমিতির পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে ৷ এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা ।