হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: 'দ্য কেরালা স্টোরি'র পর বাঙালি পরিচালক সুদীপ্ত সেন আরও একবার ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন বিতর্কিত বিষয় ৷ প্রকাশ্যে 'বস্তার: দ্য নক্সাল স্টোরি' টিজার ৷ আরও একবার মুখ্যচরিত্রে আদাহ শর্মা ৷ সোশাল মিডিয়ায় ছবির ঝলক শেয়ার করলেন অভিনেত্রী ৷
তিনি লেখেন, "এই ছবির রঙ লাল, যা কিছু সাধারণ মানুষের রক্তে রাঙানো ৷ না-জানা সেই কথা এবার তুলে ধরা হয়েছে ৷" এর আগে পরিচালক সুদীপ্ত সেন ছবির ছোট্ট ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ৷ তিনি লেখেন, "আমি আছি... কারণ আপনারা আছেন ৷ এইভাবেই ভালোবাসা দিতে থাকুন ৷ 15 মার্চ তারিখটা মনে রাখুন ৷"
'বস্তার' টিজারে অভিনেত্রী আদাহকে দেখা গিয়েছে খাকি প্যান্ট, খয়েরি টি-শার্ট পড়ে বসে রয়েছেন ৷ মাথায় স্কার্ফ বাঁধা ৷ তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন একজন আইপিএস অফিসার হিসাবে ৷ যাঁর লড়াই নক্সালদের বিরুদ্ধে ৷ ছত্রিশগড়ে নক্সালদের জীবন বৃত্তান্ত নিয়ে তৈরি হয়েছে বাস্তার ছবির গল্প ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে আদাহ শর্মা ছাড়াও দেখা যাবে আহাংশা বিশ্বাস, যশপাল শর্মা, শিল্পা শুক্লা, রাইমা সেন, সুব্রত দত্ত, কিশোর কদম ছাড়াও আরও অনেকে ৷
এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক সুদীপ্ত জানিয়েছিলেন 'দ্য কেরালা স্টোরি' ছবিতে দর্শকদের অকৃত্রিম ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত ৷ সেই ভালোবাসাই তাঁদের সাহস জুগিয়েছে আরও একটি সত্য ঘটনা পর্দায় তুলে ধরতে ৷ ছবিতে এমন কিছু ঘটনা ঘটনা লুকিয়ে রয়েছে যা সকলকে কাঁপিয়ে দেবে ৷ বলা বাহুল্য, এক মিনিট 17 সেকেন্ডের এই টিজারে আদাহ ঝাঁঝালো বার্তা নাড়িয়ে দিয়েছে অনুরাগীদের ৷ গত বছর অক্টোবরে শুরু হয়েছিল এই ছবির শুটিং ৷ মাত্র দু'মাসের মধ্যে শেষ হয় 'বস্তার' ছবির শুটিং ৷ প্রথমদিকে চলতি বছর 5 এপ্রিল ছবি মুক্তির দিন নির্ধারন হলেও পরে তা পিছিয়ে গিয়ে হয় 15 মার্চ ৷
আরও পড়ুন:
1. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা
2. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও
3. লতাজি'র গানের প্রতি ভালোবাসা, আর্কাইভ গড়ে গুরুদক্ষিণা শিষ্য স্নেহাশিসের