কলকাতা, 24 অক্টোবর: গওহর জানের জীবনের উপর ভিত্তি করে দেশ-বিদেশের নানা প্রান্তে মঞ্চস্থ হতে চলেছে অর্পিতা চট্টোপাধ্যায়ের নিবেদনে একক নাটক 'মাই নেম ইজ জান'। নাম ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায় । 25 (সন্ধে সাড়ে 7টা) ও 27 (সন্ধে সাড়ে 6টা) অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে চলতি বছরের প্রথম শো অর্পিতার এই একক নাটকের । এ ছাড়াও দেশের নানা জায়গায় এমনকি বিদেশেও এই শো করবেন তিনি ।
2025-এর এপ্রিল মাস পর্যন্ত কিছু জায়গায় শোয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে । যেমন 22 নভেম্বর জার্মানি, 25 নভেম্বর অস্ট্রিয়ায় । কলকাতায় শো 6 ডিসেম্বর । এরপরে আগামী বছরের 18 এবং 19 জানুয়ারি দিল্লি, 24 জানুয়ারি হায়দরাবাদ, 13 এপ্রিল কানাডায় । আমেদাবাদেও শো করার কথা আছে অর্পিতার । তবে, তার দিনক্ষণ কিছুই ঠিক জানা যায়নি এখনও । জোরকদমে চলছে মহড়া । তারই মাঝে দূরভাষে অর্পিতা চট্টোপাধ্যায়ের এই সফরের কথা শুনল ইটিভি ভারত ।
ইটিভি ভারত: 'মাই নেম ইজ জান'-এর ভাবনা কার ?
অর্পিতা: আমাদের পরিচালক অবন্তী চক্রবর্তী এবং ক্রিয়েটিভ প্রোডিউসার বরুণ দাসের ৷ প্রযোজনায় স্টুডিয়ো নাইন ।
ইটিভি ভারত: আগেও মঞ্চে এর পারফর্ম করেছেন । এবার কি কোনও পরিবর্তন দেখব আমরা ?
অর্পিতা: এবার বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষাকেই গুরুত্ব দেওয়া হবে 'মাই নেম ইজ জান'-এ। গানও থাকবে নানা ভাষায় । গওহর জান দশটি ভাষায় গান গাইতে পারতেন । সুতরাং সেইদিকটা তুলে ধরতে নানা ভাষার গান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
ইটিভি ভারত: অভিনয়, গান, নাচ তিনটেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করা, কতটা চ্যালেঞ্জিং ? একইসঙ্গে সাজগোজও এক্ষেত্রে ছিমছাম নয় ।
অর্পিতা: সাংঘাতিক চ্যালেঞ্জ । সবথেকে বড় চ্যালেঞ্জ হল টানা 1 ঘণ্টা 45 মিনিট আমি একা স্টেজে ৷ কেউ নেই ৷ তার সঙ্গে নাচ, গান, অভিনয় একসঙ্গে । আমাকে পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছিলেন, লতা মঙ্গেশকর নাকি গানের অনুষ্ঠান থাকলে ফোনে পর্যন্ত কথা বলতেন না । গলাকে বিশ্রাম দিতেন । পুরো স্টেজটা আমাকে একা কভার করতে হবে । আমরা অনেকেই জানি, ভোকাল কর্ডের একই জায়গা থেকে গান আর কথা আসে না । সুতরাং খুব কঠিন একটা কাজ করতে হয় এই শো-তে ।
ইটিভি ভারত: এই একক নাটকে গান একটা বড় দিক ।
অর্পিতা: নিঃসন্দেহে । তখন গজল ছিল না; ছিল পিওর ক্লাসিক্যাল আর সেমি ক্লাসিক্যাল । ঠুমরি, ধ্রুপদ, ধামার, বন্দিশ আমাকে গাইতে হবে অভিনয়ের পাশাপাশি মঞ্চে । গানগুলো বেছে নিয়েছেন খুব দক্ষ একজন মানুষ, রাজ্যশ্রী ঘোষ । উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।
ইটিভি ভারত: প্রস্তুতি কীভাবে নিলেন এই চরিত্রের জন্য ?
অর্পিতা: মূল পরিশ্রমটা গানে ৷ অভিনয়ে নয় । ওটা আমার সঙ্গেই আছে সবসময় । তিন বছর আগে যখন এর প্রথম শো করি, তখন আমি চুটিয়ে শুটিং করছি । তাই অভিনয়ের জন্য আমাকে পরিশ্রম করতে হয়নি । আর গানটা নানা ব্যস্ততায় অনেকদিন বন্ধ ছিল । ফলে সাতটি স্বরে গলা বসাতে হয়েছে আমাকে আগে । নিয়ম করে রেওয়াজ করতে হয়েছে । আরেকটা বিষয় হল, গওহর জান কীভাবে হাঁটতেন, কথা বলতেন তার কোনও রেফারেন্স আমাদের কাছে নেই । সবই পরিচালকের রিসার্চ অনুযায়ী হয়েছে এবং হবে ।
ইটিভি ভারত: গওহর জানকে নিয়ে কি পড়াশোনা করেছিলেন ?
অর্পিতা: না সেভাবে নয় । পরিচালক যেভাবে বলেছেন সেটাই করেছি । কারণ লেখকের ভাবনার প্রভাব আমার উপরে পড়ুক আমি চাইনি । তবে গওহর জানকে আমি আত্মস্থ করেছি । জেনেছি ওঁকে । ওঁকে নিয়ে বলতে বললেও আমি 30 থেকে 45 মিনিট বলতে পারব ।
ইটিভি ভারত: একটা সময়ে গান নিয়ে থাকতেন । সেটাকে কেরিয়ার বানালেন না কেন ?
অর্পিতা: হয়ে উঠল না । কীভাবে যেন ব্যাকসিট নিয়ে নিল গানটা । অন্যান্য কাজের কারণেই অবশ্য । আমি প্রথিতযশা মানুষদের কাছে গান শিখেছি । রেডিয়ো, টেলিভিশনে গেয়েছি । রাজ্য সঙ্গীত আকাদেমিতে প্রথম পুরস্কার পেয়েছি । এ ছাড়াও আরও পুরস্কার পেয়েছি । পাশাপাশি মডেলিং চলত । সবকিছুর মাঝে গানটাই অনেকদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ।
ইটিভি ভারত: এখন কি তাহলে শুধু এদিকেই ফোকাস ?
অর্পিতা: কেবল একদিকে ফোকাস করলে চলবে না । আমার জীবনে বিলাসিতা নেই । তাই নানাদিকেই আমার ফোকাস । নিজের প্রোডাকশন কোম্পানির খেয়াল রাখতে হবে । একটা নতুন ওয়েব সিরিজ আসছে । আগামী মাসে শুটিং । আরও অনেকদিকে ফোকাস আছে । তার মধ্যে একটা 'মাই নেম ইজ জান'। আপনার জীবনেও কি একটা দিকেই ফোকাস ? না তো ? কারওই তা থাকে না ।
ইটিভি ভারত: অর্পিতা অন্যান্যদের তুলনায় অনেকটাই কম ছবি করেন । এর কি কোনও বিশেষ কারণ আছে ?
অর্পিতা: না । ভালো স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই করব । না পেলে করার মানে আছে বলে আমার মনে হয় না । রোজগারই আমার জীবনের শেষ কথা নয় ৷
ইটিভি ভারত: পরবর্তীতে নাটক নিয়ে কী পরিকল্পনা ?
অর্পিতা: কিছুই নেই । তবে, সব অভিনেতারই একবার না একবার থিয়েটার করা উচিত । থিয়েটার মানুষকে নিয়মানুবর্তী করে, একজন ভালো মানুষ হতেও শেখায় ।
ইটিভি ভারত: মঞ্চে মূলত কেমন চরিত্রে আগ্রহী ?
অর্পিতা: মঞ্চে আমি নবাগতা । তাই চরিত্র নিয়ে পছন্দ অপছন্দ নেই ।