হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: অরিজিৎ সিংয়ের অনুরাগীকে গলা ধাক্কা দেওয়ার অভিযোগ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে অরিজিৎ সিংয়ের ইউকে কনসার্টে ৷ অনুষ্ঠানের মুহূর্তের সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ মঞ্চে দাঁড়িয়ে খোদ ঘটনার প্রতিবাদ করেন অরিজিৎ ৷ অনুরাগীর উদ্দেশ্য বলেন, "আপনাকে রক্ষা করা কর্তব্য ছিল আমার..." ৷
ভাইরা হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক অনুরাগী অরিজিতের অনুষ্ঠান চলাকালীন মঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করেন ৷ সেখানে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে বাধা দেন ৷ এরপর তিনি বোঝানোর চেষ্টা করেন শিল্পী অরিজিৎ-ও তাঁকে ডাকছেন ৷ কিন্তু সেই কথায় কান দেন না নিরাপত্তরক্ষীরা ৷ দ্রুত ওই মহিলা অনুরাগীর ঘাড় ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ এই ঘটনাটা নজরে আসে সঙ্গীতশিল্পীর ৷ তারপরে মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেন ৷
This is not fair said @arijitsingh
— The Arijitians (@thearijitians_) September 25, 2024
When security grabbed a fan girl by the neck.. on the spot Arijit Singh said the guard. ❤️#UK Concert.
Follow uss for more Updates.@Atmojoarjalojo @RockOnMusicLtd @OfficialTMTM #ArijitSingh #Security #fans #arijitsinghlive @BBCNews pic.twitter.com/nbvbV3XnLs
তিনি বলে ওঠেন, "কাউকে এইভাবে ধরা উচিত নয় ৷" তারপর তিনি ইশারা মহিলার ঘাড় ধরা বুঝিয়ে দেন নিরাপত্তারক্ষীদের৷ এরপর তিনি দর্শকদের উদ্দেশ্যে বলে ওঠেন, "দয়া করে সকলে বসুন ৷" তারপরেই মহিলা অনুরাগীর উদ্দেশ্যে অরিজিৎ বলেন, "এই ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত ৷ আমি আপনাকে রক্ষা করার জন্য যদি থাকতে পারতাম.... কিন্তু পারলাম না ৷ দুঃখিত দয়া করে বসে পড়ুন ৷"
Jiya Dhadak Dhadak 💗 @arijitsingh live at Melbourne 2024.@RFAKWorld #arijitsingh #India #oldsong #arijitsinghlive
— The Arijitians (@thearijitians_) July 16, 2024
Follow usss for exclusive videos 📸 pic.twitter.com/sQ95ETo0cf
শিল্পীর এই ব্যবহারে খুশি হন হলে উপস্থিত দর্শকবৃন্দরা ৷ এরপর আবার অনুষ্ঠান কন্টিনিউ করেন অরিজিৎ ৷ এর আগেও ইউকে ট্যুরের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটপাড়ায় ৷ যেখানে দেখা গিয়েছিল এক অনুরাগী মঞ্চে অনুষ্ঠান চলাকালীন পানীয় ও খাবার রাখেন ৷ সেই সময় অরিজিৎ গাইছিলেন অ্যায় দিল হ্যায় মুশকিল ৷ এই ঘটনা দেখে তিনি নিজে খাবারগুলো তুলে নিরাপত্তারক্ষীদের হাতে দিয়ে দেন ৷ তারপর তিনি বলে ওঠেন, "ক্ষমা করবেন আমায় ৷ এই মঞ্চ আমার কাছে মন্দিরের মতো ৷ আমি এখানে খাবার রাখতে পারব না ৷"