কলকাতা, 16 অক্টোবর: প্রতি বছরের মতো এ বছরও বাড়িতে নিষ্ঠাভরে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । ইতিমধ্যেই ঘরের লক্ষ্মী প্রতিমাকে সাজিয়ে ফেলেছেন তিনি । সেরে ফেলেছেন যাবতীয় প্রস্তুতি ৷
বাড়ির লক্ষ্মী প্রতিমাকে নিজের হাতে গুছিয়ে শাড়ি পরিয়ে, চোখ এঁকে দিয়েছেন অপরাজিতা আঢ্য । মঙ্গলবার থেকেই তিনি শুরু করে দেন প্রস্তুতি ৷ শুদ্ধ কাপড় পরে সারা সন্ধে নিজের ঘরে বসে ঘরের লক্ষ্মীকে সাজান তিনি । এবার লক্ষ্মীপুজোর জন্য দু'দিন সময় পাওয়া গেলেও, 16 তারিখ অর্থাৎ বুধবারই পুজো সেরে ফেলছেন তিনি । তবে, তার আগে ঘরের লক্ষ্মীকে সাজানোর ভিডিয়ো তিনি ভাগ করে নিয়েছেন ইটিভি ভারতের সঙ্গে । এবার সাদা-লাল কম্বিনেশনের শাড়িতে সেজে উঠেছেন অপরাজিতার লক্ষ্মী প্রতিমা ।
প্রতি বছর তাঁর বাড়িতে এই পুজোর দিনে বহু জনসমাগম ঘটে । খবর প্রকাশ পায় সংবাদমাধ্যমে । এবার পরিস্থিতিটা অন্যরকম । তাই বাড়িতে খুব বেশি জনসমাগম চাইছেন না অভিনেত্রী । তাই নিজের সব ভিডিয়ো নিজেই সবার সঙ্গে শেয়ার করবেন বলে ঠিক করেছেন । আলাদা করে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলতে দেখা যায়নি তাঁকে ৷
প্রতি বছরই নানা পদে ঘরের লক্ষ্মীকে খেতে দেন অপরাজিতা আঢ্য । সেই সব আয়োজনের এতটুকুও ত্রুটি হচ্ছে না এবছরও । লুচি, পাঁচ রকমের ভাজা, খিচুড়ি থেকে লাবড়া, পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস - তালিকা থেকে বাদ পড়বে না কোনওটাই ।
এদিন রাজরানির মতো সেজেগুজে মায়ের পুজোয় বসেন ইন্ডাস্ট্রির অপাদি । আটপৌরে ঢঙে শাড়ির সঙ্গে রয়েছে গা ভর্তি গয়না । কপালে বড় টিপ । একেবারে খাঁটি বাঙালি বধূর সাজে সেজেছেন অপরাজিতা আঢ্য । তাঁর অনেকদিনের বাসনা ছিল, শ্বশুরবাড়ি যদি মনের মতো হয়, তাহলে গুছিয়ে লক্ষ্মীপুজো করবেন এবং সাজবেন মনের মতো করে । চাওয়া আর পাওয়া মিলে গিয়েছে অপরাজিতা আঢ্যর । তাই তাঁর বাড়ির লক্ষ্মীপুজো নজির হয়ে উঠেছে অনেকের কাছে ।