কলকাতা, 8 ডিসেম্বর: আগামী 20 ডিসেম্বর বড় পর্দায় আসছে মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি '5 নম্বর স্বপ্নময় লেন'। স্বপ্ন ভেঙে গেলে মানুষের কী হয়, তারই গল্প বলবে এই ছবি ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত আড্ডায় এমনটাই জানালেন গল্পের নায়িকা অপরাজিতা আঢ্য ৷ পৈতৃক ভিটে পুনরুদ্ধারের জন্য দুই তুতো ভাইয়ের আবেগঘন সফরের গল্প বলবে মানসী সিনহা পরিচালিত '5 নম্বর স্বপ্নময় লেন'। এই ছবিতে আরও একবার জুটি বেঁধেছেন খরাজ মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য ।
অপরাজিতা এই ছবির বিষয়ে ইটিভি ভারতকে বলেন, "খরাজদা একজন ইন্সটিটিউট । ওঁর সঙ্গে যতবার কাজ করি, ততবার কিছু না কিছু শিখি । ওদিকে মানসী সিনহা মজার ছলে বলেন, "আমিও একাধিকবার খরাজদা'র নায়িকা হয়েছি । লোকজন ধরেই নিয়েছিল আমিই খরাজদা'র আসল বউ ।" এভাবেই জমে ওঠে মানসী সিনহা এবং অপরাজিতা আঢ্যকে নিয়ে ইটিভি ভারতের আড্ডা ।
এই ছবির নায়িকা এবং পরিচালকের স্বপ্ন জানতে চাইলে তাঁরা দুজনেই বলেন যে, তাঁরা অনেকদিন বাঁচতে চান । মানসী সিনহা এদিন অপরাজিতা আঢ্যকে নিতে বলতে গিয়ে বলেন, "অপা চায় বৃদ্ধ বয়সে একটা বাড়িতে আমার সঙ্গে থাকবে । ওর সঙ্গে থাকা যে কী চাপের । ওর ওই ভয়ঙ্কর গলার আওয়াজ আর হাসি । ভয়ঙ্কর আওয়াজ দিয়ে 5 নম্বর স্বপ্নময় লেন কাঁপিয়ে দিয়েছে ।"
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও এদিন মুখ খোলেন মানসী সিনহা ৷ আক্ষেপের সুরে তিনি বলেন, "কিছু লোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নষ্ট করতে চাইছেন ৷ তাঁরা ভালোটা বুঝলে ভালো ৷ নইলে তাঁদের সরে যেতে হবে ৷ তবেই মঙ্গল হবে ইন্ডাস্ট্রির ৷"