ETV Bharat / entertainment

প্রকাশ্যে বিরাট-অনুষ্কার ছেলের ছবি, ক্রিকেট তারকার জন্মদিনে সেরা উপহার - VIRAT KOHLI BIRTHDAY ANUSHKA POST

বিরাট কোহলির জন্মদিনে লাইফ পার্টনার অনুষ্কা শর্মার মিষ্টি পোস্ট ৷ আকায় ও ভামিকার সঙ্গে ক্রিকেট তারকার না-দেখা ছবি ৷

Etv Bharat
প্রকাশ্যে বিরাট-অনুষ্কার ছেলের ছবি (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 5, 2024, 5:51 PM IST

হায়দরাবাদ, 5 নভেম্বর: ব্যক্তিগত জীবনকে সবসময় লাইম লাইট থেকে দূরে রেখেছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি ৷ সোমবার ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিনে ব্যক্তিগত জীবনের ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা ৷ যেখানে সামনে এসেছে বিরাটের সঙ্গে তাঁদের দুই সন্তান আকায় ও ভামিকার অ-দেখা ছবি ৷

প্রথমবার ছেলে আকায়-এর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা ৷ চলতি বছরের শুরুতে অনুষ্কা-বিরাটের জীবনে আসে আকায় ৷ এতদিন ছেলের কোনও রকম ছবি প্রকাশ্যে আসেনি ৷ এদিন, ছবিতে বিরাটের কোলে দেখা গিয়েছে আকায়কে ৷ পাশে দাঁড়িয়ে মেয়ে ভামিকা ৷

তবে এখানে রয়েছে বড় টুইস্ট ৷ ঠিক যেভাবে ভামিকাকে প্রকাশ্যে আনলেনও তার মুখ কখনও রিভিল করেননি তেমনই ছেলের মুখও রিভিল করলেন না তারকা জুটি ৷ ছেলের মুখের জায়গায় ইমোজি ব্যবহার করেছেন বিরাটের 'লেডি লাক' ৷ যদিও ছবিতে কোনও রকম ক্যাপশন ব্যবহার করেননি অভিনেত্রী ৷ শুধুমাত্র হার্ট ইমোজি ও ইভিল আই সংকেত ব্যবহার করেছেন তিনি ৷ আর এইভাবেই হাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা ৷

শুরু থেকেই অনুষ্কা-বিরাট নিজেদের ব্যক্তিগত জীবনকে পাপারাৎজিদের থেকে দূরে সরিয়ে রেখেছেন ৷ ভারতের মোস্ট পপুলার পাবলিক ফিগার হলেও তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মিডিয়া থেকে দুই সন্তানকে দূরে রাখতে চান তাঁরা ৷ শুধু তাই নয়, খ্যাতি-জনপ্রিয়তা থেকে দূরে রেখে ছেলে-মেয়েদের বড় করতে চান বলেও জানিয়েছেন পাওয়ার কাপল ৷ এক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত জীবনকে রেসপেক্ট করারও অনুরোধ জানিয়েছেন ৷

উল্লেখ্য, বেশিরভাগ সময় অনুষ্কা-বিরাট দেশের বাইরেই থাকেন ৷ তবে এবার বিরাটের জন্মদিন ভারতে পালন করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ বেশিরভাগ সময় তাঁরা এখন লন্ডনেই কাটাচ্ছেন ৷ সূত্রের খবর, বিরাটের রেস্টুরেন্টে কাছের বন্ধু ও পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন অনুষ্কা ৷

অনুষ্কার সিনেমার দিকে নজর দিলে দেখা যায়, ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনকে কেন্দ্র করে তৈরি 'চাকদা এক্সপ্রেস' দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে ৷ 2022 সালে ছবির ঘোষণা হয় ৷ তখন থেকেই উত্তেজনা শুরু হয় দর্শকদের মধ্যে ৷ তবে এই ছবি কবে মুক্তি পাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

হায়দরাবাদ, 5 নভেম্বর: ব্যক্তিগত জীবনকে সবসময় লাইম লাইট থেকে দূরে রেখেছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি ৷ সোমবার ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিনে ব্যক্তিগত জীবনের ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা ৷ যেখানে সামনে এসেছে বিরাটের সঙ্গে তাঁদের দুই সন্তান আকায় ও ভামিকার অ-দেখা ছবি ৷

প্রথমবার ছেলে আকায়-এর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা ৷ চলতি বছরের শুরুতে অনুষ্কা-বিরাটের জীবনে আসে আকায় ৷ এতদিন ছেলের কোনও রকম ছবি প্রকাশ্যে আসেনি ৷ এদিন, ছবিতে বিরাটের কোলে দেখা গিয়েছে আকায়কে ৷ পাশে দাঁড়িয়ে মেয়ে ভামিকা ৷

তবে এখানে রয়েছে বড় টুইস্ট ৷ ঠিক যেভাবে ভামিকাকে প্রকাশ্যে আনলেনও তার মুখ কখনও রিভিল করেননি তেমনই ছেলের মুখও রিভিল করলেন না তারকা জুটি ৷ ছেলের মুখের জায়গায় ইমোজি ব্যবহার করেছেন বিরাটের 'লেডি লাক' ৷ যদিও ছবিতে কোনও রকম ক্যাপশন ব্যবহার করেননি অভিনেত্রী ৷ শুধুমাত্র হার্ট ইমোজি ও ইভিল আই সংকেত ব্যবহার করেছেন তিনি ৷ আর এইভাবেই হাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা ৷

শুরু থেকেই অনুষ্কা-বিরাট নিজেদের ব্যক্তিগত জীবনকে পাপারাৎজিদের থেকে দূরে সরিয়ে রেখেছেন ৷ ভারতের মোস্ট পপুলার পাবলিক ফিগার হলেও তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মিডিয়া থেকে দুই সন্তানকে দূরে রাখতে চান তাঁরা ৷ শুধু তাই নয়, খ্যাতি-জনপ্রিয়তা থেকে দূরে রেখে ছেলে-মেয়েদের বড় করতে চান বলেও জানিয়েছেন পাওয়ার কাপল ৷ এক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত জীবনকে রেসপেক্ট করারও অনুরোধ জানিয়েছেন ৷

উল্লেখ্য, বেশিরভাগ সময় অনুষ্কা-বিরাট দেশের বাইরেই থাকেন ৷ তবে এবার বিরাটের জন্মদিন ভারতে পালন করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ বেশিরভাগ সময় তাঁরা এখন লন্ডনেই কাটাচ্ছেন ৷ সূত্রের খবর, বিরাটের রেস্টুরেন্টে কাছের বন্ধু ও পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন অনুষ্কা ৷

অনুষ্কার সিনেমার দিকে নজর দিলে দেখা যায়, ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনকে কেন্দ্র করে তৈরি 'চাকদা এক্সপ্রেস' দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে ৷ 2022 সালে ছবির ঘোষণা হয় ৷ তখন থেকেই উত্তেজনা শুরু হয় দর্শকদের মধ্যে ৷ তবে এই ছবি কবে মুক্তি পাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.