ETV Bharat / entertainment

চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই... নতুন জীবন শুরু আলিয়া-শেনের - AALIYAH KASHYAP SHANE GREGOIRE

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ ৷ পার্টনারের ঠোঁটে ঠোঁট রেখে শুরু করলেন জীবনের নতুন অধ্যায় ৷

Aaliyah Kashyap marries with Shane Gregoire
নতুন জীবন শুরু আলিয়া-শেনের (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 12, 2024, 2:09 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: রাজকন্যার স্বপ্নপূরণ ৷ সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ-শেন গ্রেগোয়ার ৷ মুম্বইয়ে বসেছিল বিয়ের আসর ৷ সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরেই আলিয়ার গায়ে হলুদ থেকে বিয়ের অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিয়ো ভাইরাল হয় ৷

বিয়ের পর সোশাল মিডিয়ায় বেশকিছু ছবি শেয়ার করেন আলিয়া ৷ ক্যাপশনে লেখেন, "এখন থেকে সারাজীবনের জন্য ৷" ছবিতে ধরা পড়েছে শেনের ঠোঁটে ঠোঁট রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা ৷

এদিন প্যাস্টেল পিঙ্ক-গ্রিন রঙের লেহেঙ্গায় দেখা যায় নববধূকে ৷ লেহেঙ্গায় মুক্তোর কাজ সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় ৷ শেনকে দেখা যায় শেরওয়ানিতে ৷ আলিয়ার শেয়ার করা ছবিতে ধরা পড়েছে কীভাবে বন্ধুরা ফুলের সাজ নববধূর মাথার উপর তুলে ধরে ৷ তারপর ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করেন আলিয়া ৷ ছবিতে ধরা পড়েছে আলিয়ার বন্ধু খুশি কাপুরও ৷

পরের ছবিতে ধরা পড়েছে আলিয়াকে দেখে শেনের চোখে জল ৷ মিডিয়া রিপোর্ট অনুসারে, 2020 সাল থেকে শেন ডেট করছিলেন আলিয়াকে ৷ তাঁদের আলাপ হয় এক ডেটিং অ্যাপের মাধ্যমে ৷ শেন 2023 সালে বালিতে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন ৷ এরপর মুম্বইয়ে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এনগেজমেন্ট সারেন শেন-আলিয়া ৷

আলিয়া অনুরাগ কাশ্যম ও আরতি বাজাজের মেয়ে ৷ 2001 সালে তাঁর জন্ম ৷ 23 বছর বয়সেই তিনি জনপ্রিয় ইউটিউবার হিসাবে খ্যাতি পেয়েছেন ৷ অন্যদিকে শেন আমেরিকার একজন ব্যবসায়ী ৷ আলিয়া-শেনের বিয়েতে বয়েছিল তারকাদের হাট ৷ উপস্থিত ছিলেন সদ্য বিয়ে হওয়া শোভিতা ধুলিপালা, নাগা চৈতন্য, অভিষেক বচ্চন, আগাস্তা নন্দা, সুহানা খান, কালকি কোচলিন-সহ আরও অনেকে ৷

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: রাজকন্যার স্বপ্নপূরণ ৷ সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ-শেন গ্রেগোয়ার ৷ মুম্বইয়ে বসেছিল বিয়ের আসর ৷ সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরেই আলিয়ার গায়ে হলুদ থেকে বিয়ের অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিয়ো ভাইরাল হয় ৷

বিয়ের পর সোশাল মিডিয়ায় বেশকিছু ছবি শেয়ার করেন আলিয়া ৷ ক্যাপশনে লেখেন, "এখন থেকে সারাজীবনের জন্য ৷" ছবিতে ধরা পড়েছে শেনের ঠোঁটে ঠোঁট রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা ৷

এদিন প্যাস্টেল পিঙ্ক-গ্রিন রঙের লেহেঙ্গায় দেখা যায় নববধূকে ৷ লেহেঙ্গায় মুক্তোর কাজ সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় ৷ শেনকে দেখা যায় শেরওয়ানিতে ৷ আলিয়ার শেয়ার করা ছবিতে ধরা পড়েছে কীভাবে বন্ধুরা ফুলের সাজ নববধূর মাথার উপর তুলে ধরে ৷ তারপর ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করেন আলিয়া ৷ ছবিতে ধরা পড়েছে আলিয়ার বন্ধু খুশি কাপুরও ৷

পরের ছবিতে ধরা পড়েছে আলিয়াকে দেখে শেনের চোখে জল ৷ মিডিয়া রিপোর্ট অনুসারে, 2020 সাল থেকে শেন ডেট করছিলেন আলিয়াকে ৷ তাঁদের আলাপ হয় এক ডেটিং অ্যাপের মাধ্যমে ৷ শেন 2023 সালে বালিতে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন ৷ এরপর মুম্বইয়ে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এনগেজমেন্ট সারেন শেন-আলিয়া ৷

আলিয়া অনুরাগ কাশ্যম ও আরতি বাজাজের মেয়ে ৷ 2001 সালে তাঁর জন্ম ৷ 23 বছর বয়সেই তিনি জনপ্রিয় ইউটিউবার হিসাবে খ্যাতি পেয়েছেন ৷ অন্যদিকে শেন আমেরিকার একজন ব্যবসায়ী ৷ আলিয়া-শেনের বিয়েতে বয়েছিল তারকাদের হাট ৷ উপস্থিত ছিলেন সদ্য বিয়ে হওয়া শোভিতা ধুলিপালা, নাগা চৈতন্য, অভিষেক বচ্চন, আগাস্তা নন্দা, সুহানা খান, কালকি কোচলিন-সহ আরও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.