ETV Bharat / entertainment

রূপালির বিরুদ্ধে অবমাননাকর পোস্ট! অ্যাকশন নিতেই কী করলেন সৎ-মেয়ে ইশা?

সৎ-মায়ের নামে সোশাল মিডিয়ায় কুমন্তব্য ৷ মানহানির মামলা করতেই রূপালি গঙ্গোপাধ্যায়ের সৎ-মেয়ে প্রাইভেট করলেন সোশাল অ্যাকাউন্ট ৷ নৈতিক জয়, দাবি আইনজীবী সানা রইসের ৷

Rupali Ganguly-Esha Verma
সৎ মায়ের নামে সোশাল মিডিয়ায় কুমন্তব্য (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 21 hours ago

মুম্বই, 13 নভেম্বর: রিল লাইফের মতো রিয়েল লাইফেও মাকে সহ্য করতে পারছে না কন্যা সন্তান ৷ 'অনুপমা' ধারাবাহিকে এমন দৃশ্য প্রায় সময়ই দেখা গিয়েছে ৷ ছোটপর্দার সেই চিত্রনাট্য এবার রূপালি গঙ্গোপাধ্যায়ের জীবনে ৷ 'অনুপমা' খ্যাত তারকা রূপালির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করেন সৎ-মেয়ে ইশা ভার্মা ৷

বেশ কিছুদিন ধরেই সৎ মাকে নিয়ে সরব ইশা ৷ তাঁর সঙ্গে থাকা যায় না বলেও মন্তব্য করেছিলেন তিনি ৷ এরপর সেই পর্যায় আরও বেড়ে যায় ৷ তখন আর চুপ থাকেন না রূপালি ৷ 50 কোটি টাকার মানহানি মামলা করেন তিনি ৷ এরপরেই সৎ মেয়ে ইশা সামাজিক মাধ্যম থেকে সমস্ত রকম অবমাননাকর পোস্ট সরিয়ে দিয়েছেন ৷ নৈতিক জয় বলে দাবি করেছেন রূপালির আইনজীবী সানা রইস ৷

রূপালির আইনজীবী সানা রইস খানের নেতৃত্বে আইনি হস্তক্ষেপ নেওয়া হয় ৷ সৎ মেয়ের করা পোস্ট ডিলিট হতেই খুশি সানা ৷ সোমবার 'অনুপমা' অভিনেত্রী ইশাকে 50 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠান। এরপরে, ভার্মা অবমাননাকর ভিডিয়ো সরিয়ে দেন ৷ যে ভিডিয়োতে তিনি অভিযোগ করেছিলেন সৎ মা রূপালির আশেপাশে থাকলে তিনি নিরাপদ অনুভব করেন না ৷ এমনকী, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট করে নিয়েছেন ইশা ৷

এই বিষয়ে রূপালি গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সানা রইস খান বলেন, "আইনি নোটিশের পর মানহানিকর পোস্ট অপসারণ সত্যের জয়।" সানা আইএএনএসকে বলেছেন, "তার সৎ-কন্যা আমাদের আইনি নোটিশের পরে মানহানিকর পোস্টগুলি সরিয়ে দিয়েছেন এবং তাঁর টুইটার অ্যাকাউন্টও মুছে দিয়েছেন, যা আমরা ন্যায়বিচারের দিক থেকে অর্থপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছি।"

তিনি আরও বলেন, "আসলে এটা সত্যের জয় ৷ স্পষ্টত বোঝানো গিয়েছে, অবমাননাকর মন্তব্য বা ক্ষতিকারক মন্তব্য যাঁরা করেন তাঁদের আইনের চোখে ক্ষমা নেই ৷ এই জয় নজির স্থাপন করেছে ৷ বিশেষ করে যখন এর সঙ্গে কারোর সম্মান ও মর্যাদা জড়িয়ে থাকে ৷" আসলে মুছে ফেলা ভিডিয়োতে ইশা বাবা অশ্বিন কে ভার্মা ও রূপালির বিরুদ্ধে তাঁকে হয়রান করার অভিযোগ তোলেন ৷

সেই ভিডিয়োতে তিনি অভিযোগ করে বলেন, "আমি জানি না এই ভিডিয়ো তিনি দেখছেন কি না, তবে আমি আমার বাবাকে এক বার্তা দিতে চাই ৷ আমি ক্ষমাপ্রার্থী যে জল এতদূর গড়িয়েছে ৷ কিন্তু তুমি কখনও আমার কাছে এর জন্য ক্ষমা চাওনি ৷ তুমি কখনও আমার কথাও শুনতে চাওনি ৷ তার বদলে সবসময় আমাকে চুপ করিয়ে দিয়েছো ৷ আমি তাঁর (রূপালি) আশেপাশে নিরাপত্তাহীনতায় ভুগি ৷ আমি বারবার তোমাকে তা বোঝাতে চেয়েছি ৷ কিন্তু তুমি কখনও আমার সাইড নাওনি ৷"

ইশা সেই ভিডিয়োতে আরও বলেন, "আগে অনুভব করতাম আমি তোমার ছোট্ট মেয়ে ৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকলকে তোমার কথা বলতাম ৷ আমার বন্ধুদের, পরিবারকে সবসময় বলতাম, তোমার মতো পরিচালক হতে চাই ৷ কিন্তু তুমি কখনও আমাকে উৎসাহ জোগাওনি ৷ পাশে থাকোনি ৷"

মূলত, ইশা খবরের শিরোনামে আসেন যখন তিনি অভিযোগ করেন যে বাবা অশ্বিনের সঙ্গে রূপালি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছেন ৷ ইশার মা স্বপ্না ও অশ্বিন 1997 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তবে 2008 সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর 2013 সালে তিনি রূপালি গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন ৷ রূপালি ও অশ্বিনের এক ছেলে রয়েছে, নাম রুদ্রাংশ ৷

মুম্বই, 13 নভেম্বর: রিল লাইফের মতো রিয়েল লাইফেও মাকে সহ্য করতে পারছে না কন্যা সন্তান ৷ 'অনুপমা' ধারাবাহিকে এমন দৃশ্য প্রায় সময়ই দেখা গিয়েছে ৷ ছোটপর্দার সেই চিত্রনাট্য এবার রূপালি গঙ্গোপাধ্যায়ের জীবনে ৷ 'অনুপমা' খ্যাত তারকা রূপালির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করেন সৎ-মেয়ে ইশা ভার্মা ৷

বেশ কিছুদিন ধরেই সৎ মাকে নিয়ে সরব ইশা ৷ তাঁর সঙ্গে থাকা যায় না বলেও মন্তব্য করেছিলেন তিনি ৷ এরপর সেই পর্যায় আরও বেড়ে যায় ৷ তখন আর চুপ থাকেন না রূপালি ৷ 50 কোটি টাকার মানহানি মামলা করেন তিনি ৷ এরপরেই সৎ মেয়ে ইশা সামাজিক মাধ্যম থেকে সমস্ত রকম অবমাননাকর পোস্ট সরিয়ে দিয়েছেন ৷ নৈতিক জয় বলে দাবি করেছেন রূপালির আইনজীবী সানা রইস ৷

রূপালির আইনজীবী সানা রইস খানের নেতৃত্বে আইনি হস্তক্ষেপ নেওয়া হয় ৷ সৎ মেয়ের করা পোস্ট ডিলিট হতেই খুশি সানা ৷ সোমবার 'অনুপমা' অভিনেত্রী ইশাকে 50 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠান। এরপরে, ভার্মা অবমাননাকর ভিডিয়ো সরিয়ে দেন ৷ যে ভিডিয়োতে তিনি অভিযোগ করেছিলেন সৎ মা রূপালির আশেপাশে থাকলে তিনি নিরাপদ অনুভব করেন না ৷ এমনকী, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট করে নিয়েছেন ইশা ৷

এই বিষয়ে রূপালি গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সানা রইস খান বলেন, "আইনি নোটিশের পর মানহানিকর পোস্ট অপসারণ সত্যের জয়।" সানা আইএএনএসকে বলেছেন, "তার সৎ-কন্যা আমাদের আইনি নোটিশের পরে মানহানিকর পোস্টগুলি সরিয়ে দিয়েছেন এবং তাঁর টুইটার অ্যাকাউন্টও মুছে দিয়েছেন, যা আমরা ন্যায়বিচারের দিক থেকে অর্থপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছি।"

তিনি আরও বলেন, "আসলে এটা সত্যের জয় ৷ স্পষ্টত বোঝানো গিয়েছে, অবমাননাকর মন্তব্য বা ক্ষতিকারক মন্তব্য যাঁরা করেন তাঁদের আইনের চোখে ক্ষমা নেই ৷ এই জয় নজির স্থাপন করেছে ৷ বিশেষ করে যখন এর সঙ্গে কারোর সম্মান ও মর্যাদা জড়িয়ে থাকে ৷" আসলে মুছে ফেলা ভিডিয়োতে ইশা বাবা অশ্বিন কে ভার্মা ও রূপালির বিরুদ্ধে তাঁকে হয়রান করার অভিযোগ তোলেন ৷

সেই ভিডিয়োতে তিনি অভিযোগ করে বলেন, "আমি জানি না এই ভিডিয়ো তিনি দেখছেন কি না, তবে আমি আমার বাবাকে এক বার্তা দিতে চাই ৷ আমি ক্ষমাপ্রার্থী যে জল এতদূর গড়িয়েছে ৷ কিন্তু তুমি কখনও আমার কাছে এর জন্য ক্ষমা চাওনি ৷ তুমি কখনও আমার কথাও শুনতে চাওনি ৷ তার বদলে সবসময় আমাকে চুপ করিয়ে দিয়েছো ৷ আমি তাঁর (রূপালি) আশেপাশে নিরাপত্তাহীনতায় ভুগি ৷ আমি বারবার তোমাকে তা বোঝাতে চেয়েছি ৷ কিন্তু তুমি কখনও আমার সাইড নাওনি ৷"

ইশা সেই ভিডিয়োতে আরও বলেন, "আগে অনুভব করতাম আমি তোমার ছোট্ট মেয়ে ৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সকলকে তোমার কথা বলতাম ৷ আমার বন্ধুদের, পরিবারকে সবসময় বলতাম, তোমার মতো পরিচালক হতে চাই ৷ কিন্তু তুমি কখনও আমাকে উৎসাহ জোগাওনি ৷ পাশে থাকোনি ৷"

মূলত, ইশা খবরের শিরোনামে আসেন যখন তিনি অভিযোগ করেন যে বাবা অশ্বিনের সঙ্গে রূপালি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছেন ৷ ইশার মা স্বপ্না ও অশ্বিন 1997 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ তবে 2008 সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর 2013 সালে তিনি রূপালি গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন ৷ রূপালি ও অশ্বিনের এক ছেলে রয়েছে, নাম রুদ্রাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.