ETV Bharat / entertainment

'আমাকে মূর্খ বলতে পারেন', কঙ্গনার কাছে ক্ষমা চেয়ে নিলেন অনু - Kangana Ranaut

author img

By ANI

Published : Jun 23, 2024, 2:08 PM IST

Annu Kapoor on Kangana Ranaut: অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াতের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা অনু কাপুর ৷ বলিউড কুইনের পরিচয়, সৌন্দর্য ও ক্ষমতা নিয়ে জনসমক্ষে প্রশ্ন তোলেন তিনি ৷ পালটা জবাব দেন কঙ্গনাও ৷ এরপর রবিবার এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা করলেন অনু কাপুর ৷

Annu Kapoor on Kangana Ranaut
কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন অনু কাপুর (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 23 জুন: "কঙ্গনা রানাওয়াত কে? সে কি বড় কোনও অভিনেত্রী? সে কি সুন্দর?" সম্প্রতি ছবির প্রোমোশনে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন টেলিভিশন ও বড়পর্দার পরিচিত মুখ অনু কাপুর ৷ অভিনেতার সেই মন্তব্যের পালটা প্রশ্ন তোলেন মান্ডির নবনির্বাচিত সাংসদ ৷ বিতর্কটি নিয়ে জলঘোলা হতেই নিজের মন্তব্যের সাফাই দিলেন অনু কাপুর ৷ সোশাল মিডিয়ায় কঙ্গনাকে 'বোন' সম্বোধন করে ক্ষমা চাইলেন তিনি ৷

Annu Kapoor on Kangana Ranaut
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পোস্ট (ইটিভি ভারত)

তিনি লেখেন, "আমার মন্তব্যের জন্য একমাত্র আমি দায়ী ৷ কিন্তু আমার কথার পরিপ্রেক্ষিতে বাকিরা কী বলছেন তার দায়ভার আমার নয় ৷" এরপর পোস্টে তিনি লেখেন, "প্রিয় বোন কঙ্গনা, মিডিয়ার প্রশ্ন করা কিছু উত্তরের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আমার মনে হয় সেই ভুল শোধরানো উচিত ৷" এরপর তিনি বলেন, "1) আমার কাছে প্রত্যেক মহিলা শ্রদ্ধা ও সম্মানের ৷ আমি কোনও নারীর অপমান করতে পারি না ৷" 2) আমি সিনেমা, টিভি, ওটিটি, খবরের চ্যানেল দেখি না ৷ এর কারণে আপনি আমাকে মূর্খ বলতে পারেন ৷ এটা অপরাধের নয় ৷ 3) কোনও দেশে না-জেনে অপরাধ করার শাস্তি হতে পারে ৷ কিন্তু কোনও ব্যক্তি বিশেষকে না-জানা অপরাধের নয় ৷"

তিনি আরও বলেন, "তাই প্রিয় বোন আমি আপনাকে চিনি না ৷ দয়া করে এটাকে অন্যভাবে নেবেন না ৷ মিডিয়া এবার যখন প্রশ্ন করছে তখন ওরা মশলা চাইছে ৷ যা আমার কথা থেকে তাঁরা খুঁজে নিয়েছে ৷ আমার রাজনীতি ও ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ এই জন্য অধর্ম নিয়েও কোনও মাথাব্যথা নেই ৷ আমি সাধারণ একজন মানুষ ৷ আমি কোনও অপমানজনক শব্দ ব্যবহার করিনি ৷ তারপরেও যদি আমার কোনও কথায় আপনার খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন ৷ আপনি সফল হোন এই কামনা করি ৷"

উল্লেখ্য, অনু কাপুরের এমন মন্তব্য আসার পরেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে পালটা প্রশ্ন করেন ৷ তিনি লেখেন, "আপনি কী অনু কাপুরের মন্তব্যকে সমর্থন করেন? সফল কোনও অভিনেত্রীকে ঘৃণা করা ট্রেন্ড হয়ে গিয়েছে ৷ যদি সে সুন্দরী হয় তাঁকে আরও বেশি ঘৃণা করা হয় ৷ তাঁকে ঘৃণা করা হয় প্যাশনের সঙ্গে যদি তাঁর ক্ষমতা থাকে ৷ এটা কী সত্যি?" এই মন্তব্যের পরেই কঙ্গনা রানাওয়াতের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা ৷

হায়দরাবাদ, 23 জুন: "কঙ্গনা রানাওয়াত কে? সে কি বড় কোনও অভিনেত্রী? সে কি সুন্দর?" সম্প্রতি ছবির প্রোমোশনে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন টেলিভিশন ও বড়পর্দার পরিচিত মুখ অনু কাপুর ৷ অভিনেতার সেই মন্তব্যের পালটা প্রশ্ন তোলেন মান্ডির নবনির্বাচিত সাংসদ ৷ বিতর্কটি নিয়ে জলঘোলা হতেই নিজের মন্তব্যের সাফাই দিলেন অনু কাপুর ৷ সোশাল মিডিয়ায় কঙ্গনাকে 'বোন' সম্বোধন করে ক্ষমা চাইলেন তিনি ৷

Annu Kapoor on Kangana Ranaut
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পোস্ট (ইটিভি ভারত)

তিনি লেখেন, "আমার মন্তব্যের জন্য একমাত্র আমি দায়ী ৷ কিন্তু আমার কথার পরিপ্রেক্ষিতে বাকিরা কী বলছেন তার দায়ভার আমার নয় ৷" এরপর পোস্টে তিনি লেখেন, "প্রিয় বোন কঙ্গনা, মিডিয়ার প্রশ্ন করা কিছু উত্তরের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আমার মনে হয় সেই ভুল শোধরানো উচিত ৷" এরপর তিনি বলেন, "1) আমার কাছে প্রত্যেক মহিলা শ্রদ্ধা ও সম্মানের ৷ আমি কোনও নারীর অপমান করতে পারি না ৷" 2) আমি সিনেমা, টিভি, ওটিটি, খবরের চ্যানেল দেখি না ৷ এর কারণে আপনি আমাকে মূর্খ বলতে পারেন ৷ এটা অপরাধের নয় ৷ 3) কোনও দেশে না-জেনে অপরাধ করার শাস্তি হতে পারে ৷ কিন্তু কোনও ব্যক্তি বিশেষকে না-জানা অপরাধের নয় ৷"

তিনি আরও বলেন, "তাই প্রিয় বোন আমি আপনাকে চিনি না ৷ দয়া করে এটাকে অন্যভাবে নেবেন না ৷ মিডিয়া এবার যখন প্রশ্ন করছে তখন ওরা মশলা চাইছে ৷ যা আমার কথা থেকে তাঁরা খুঁজে নিয়েছে ৷ আমার রাজনীতি ও ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ এই জন্য অধর্ম নিয়েও কোনও মাথাব্যথা নেই ৷ আমি সাধারণ একজন মানুষ ৷ আমি কোনও অপমানজনক শব্দ ব্যবহার করিনি ৷ তারপরেও যদি আমার কোনও কথায় আপনার খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন ৷ আপনি সফল হোন এই কামনা করি ৷"

উল্লেখ্য, অনু কাপুরের এমন মন্তব্য আসার পরেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে পালটা প্রশ্ন করেন ৷ তিনি লেখেন, "আপনি কী অনু কাপুরের মন্তব্যকে সমর্থন করেন? সফল কোনও অভিনেত্রীকে ঘৃণা করা ট্রেন্ড হয়ে গিয়েছে ৷ যদি সে সুন্দরী হয় তাঁকে আরও বেশি ঘৃণা করা হয় ৷ তাঁকে ঘৃণা করা হয় প্যাশনের সঙ্গে যদি তাঁর ক্ষমতা থাকে ৷ এটা কী সত্যি?" এই মন্তব্যের পরেই কঙ্গনা রানাওয়াতের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.