মুম্বই, 30 মে: বিশ্বের নজর এখন রয়েছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের দিকে ৷ বলাই বাহুল্য, এ বছরের সবচেয়ে বড় এবং ঝমকালো বিয়ের অনুষ্ঠান হতে চলেছে এটি ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের সঙ্গে শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার চার হাত এক হবে 12 জুলাই । মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে বিয়ের আসর ৷ সেখানেই পরিবার ও সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধবেন এই দম্পতি । অতিথিদের কাছে ইতিমধ্যে আমন্ত্রণপত্র যেতে শুরু করেছে ৷ লাল এবং সোনালী রঙের উপর তৈরি করা হয়েছে বিয়ের কার্ডটি ৷ যাতে বিয়ের তিন দিনের অনুষ্ঠানের উল্লেখ রয়েছে ।
মিডিয়া রিপোর্ট অনুসারে, 12 জুলাই মুম্বইয়ের বিকেসি-তে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিতে হবে অনন্ত এবং রাধিকার বিয়ে । শুক্রবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে । 13 জুলাই শনিবার হবে আশীর্বাদের অনুষ্ঠান । 14 জুলাই রবিবার হবে মঙ্গল উৎসব বা বিবাহ সংবর্ধনা ।
আরও পড়ুন: ইতালি টু ফ্রান্স, লাক্সারি ক্রুজে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং! যোগ দিচ্ছেন আলিয়া-রণবীর-সলমন
অনন্ত ও রাধিকার বিয়ের কার্ড
আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা ৷ বিয়ের কার্ডটিও করা হয়েছে বেশ আকর্ষণীয় । লাল রঙের কার্ডটি সোনালি রঙের বর্ডার দিয়ে সজ্জিত । কার্ডের চার দিকে দেব-দেবীর ছবিও রয়েছে ।
বিয়েতে সকলের ড্রেস কোড
আম্বানি পরিবার বিয়ের অনুষ্ঠানের জন্য আলাদা ড্রেস কোড রাখা হয়েছে । ভাইরাল বিবাহের কার্ড অনুসারে, 12 জুলাই বিয়ের দিন ইন্ডিয়ান ট্র্যাডিশানাল পোশাক পরবেন সকলে ৷ 13 জুলাই ইন্ডিয়ান ফর্মাল ও 14 জুলাই অতিথিদের ইন্ডিয়ান চিক পোশাকে দেখা যাবে। বিয়ের আগে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে ৷ গুজরাতের জামনগরের পর এবার ক্রুজে অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের আসর বসেছে । বলিউডের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এই জমকালো পার্টিতে যোগ দিয়েছেন । বৃহস্পতিবার টোগা পার্টির আয়োজন করা হয়েছে । এছাড়াও আম্বানি পরিবার 31 মে ক্রুজে তাদের নাতনি বেদার জন্য একটি দুর্দান্ত জন্মদিনের পার্টির আয়োজন করেছে । পার্টির ড্রেস কোড রাখা হয়েছে 'প্লে-ফুল'।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির