জামনগর , 1 মার্চ: শুরু হয়ে গেল অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনি ৷ 3 তারিখ পর্যন্ত নানা থিমে উদযাপন হবে বিবাহ পূর্ববর্তী এই আনন্দ উৎসব ৷ এদিন সকাল থেকেই একে একে তারকারা উপস্থিত হতে শুরু করেন জামনগরে ৷ নজরে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তাঁর স্ত্রী সাক্ষী-সহ জাহির খান, সাগরিকা ঘাটগে, সাইনা নেহওয়াল ৷ পৌঁছে গিয়েছেন সচীন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি ৷ উপস্থিত হন ওয়েল ইন্ডাষ্ট্রি কোম্পানি বিপি-র প্রাক্তন সিইও বব ডুডলি, বর্তমান সিইও মারে অচিনক্লস, রিলায়েন্স ইন্ডাষ্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর পিএমএস প্রসাদ ৷ পৌঁছে গিয়েছেন ডিএলএফ সিইও কুশল পালও ৷
বিগত বেশ কয়েকদিন ধরেই মুকেশ অম্বানি ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ে নিয়ে জোর আলোচনা দেশজুড়ে ৷ 12 জুলাই বসবে বিয়ের আসর ৷ তবে পাঁচ মাসে শুরু হল প্রি-ওয়েডিং সেরেমনি ৷ গুজরাতের জামনগরে বসছে প্রাক বিবাহের সেই আসর ৷ দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে প্রখ্যাত খেলোয়াড় ও ব্যবসায়ীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সেরেমনি অনুষ্ঠানে ৷
জানা গিয়েছে, তিনদিনের এই অনুষ্ঠানে প্রথম দিন অর্থাৎ পয়লা মার্চে ককটেল পার্টি ৷ থিমের নাম 'অ্যান ইভিনিং ইন ইভারল্যান্ড' ৷ অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৷ পপ-স্টার রিহানা এদিনের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা গিয়েছে ৷ দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে অম্বানির অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে ৷ সেখানে থিমের নাম দেওয়া হয়েছে 'আ ওয়াক ওন দ্য ওয়াইল্ডসাইড' ৷ এখানে রয়েছে বিশেষ পোশাক ৷ ড্রেস কোডের নাম জঙ্গল ফিভার ৷ তৃতীয় দিন থাকছে টাস্কার ও হস্তাক্ষর ৷ সব মিলিয়ে মজাদার খেলা ও নাচে-গানে চোখ ধাঁধানো অনুষ্ঠান হতে চলেছে জামনগরে ৷
আরও পড়ুন
1. অনন্ত-রাধিকার প্রাক্ বিয়ের অনুষ্ঠানে 'হবু মা' দীপিকাকে আগলালেন রণবীর
2. অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগরে চাঁদের হাট, উপস্থিত রিহানা থেকে সলমন
3. জামনগরে তারকাদের হাট, অন্নসেবায় শুভ সূচনা অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং