ETV Bharat / entertainment

সপ্তাহান্তে ডিনার পার্টিতে রণলিয়া থেকে হৃতিক-সাবা, সঙ্গে সস্ত্রীক জুনিয়র এনটিআর - Bollywood Celebs - BOLLYWOOD CELEBS

Bollywood Celebs: এই না-হলে সেলেবদের ডিনার ৷ সপ্তাহান্তে রবিবার তারকাদের দেখা গেল রেস্তোরাঁয় একসঙ্গে প্রবেশ করতে ৷ সেই তালিকায় রয়েছেন বি-টাউনের দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ ছিলেন ছবি পরিচালক করণ জোহার ৷ দেখা গেল জুনিয়র এনটিআর এবং তাঁর স্ত্রী লক্ষ্মী প্রণথিকেও ৷ ক্যামেরাবন্দি হন বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন ও তাঁর প্রেমিকা সাবা আজাদ ৷

Bollywood Celebs
Bollywood Celebs
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 1:52 PM IST

Updated : Apr 29, 2024, 2:16 PM IST

Bollywood Celebs

মুম্বই, 29 এপ্রিল: রবিবার রাতে নৈশভোজে একঝাঁক তারকা ৷ মুম্বইয়ের বান্দ্রার এক রেস্তোরাঁয় তারকাদের একসঙ্গে দেখে হিড়িক পড়ল সেলফি তোলার ৷ আর তা হবে নাই বা কেন ? রণবীর কাপুর এসেছেন তাঁর ঘরণী আলিয়া ভাটকে নিয়ে ৷ আবার ওই গাড়ি থেকে নামতে দেখা গেল স্ত্রী লক্ষ্মী প্রণথিকে সঙ্গে করে জুনিয়র এনটিআরকে ৷ আবার পিছনের গাড়ি থেকে প্রেমিকা সাবা আজাদের হাত ধরে নামেন হৃতিক রোশন ৷ তারকা ডিনারের এই পার্টির তালিকায় ছিলেন করণ জোহারও ৷ জানা গিয়েছে, ছবি নির্মাতা অয়ন মুখোপাধ্য়ায় সকলকে এক জায়গায় জড়ো করেছেন ৷

এবার আসা যাক বলি অভিনেতা-অভিনেত্রীদের পরনে কী ছিল- এক কাঁধ খোলা ম্যাক্সি ড্রেস পরেছিলেন আলিয়া ভাট। রণবীর ঘরণীর পোশাকজুড়ে ছিল সাদা ও হালকা হলুদ রঙের প্রিন্টের ছটা। রণবীর কাপুর এবং জুনিয়র এনটিআর এদিন কালো পোশাকে পরেছিলেন। কলারযুক্ত কালো টি-শার্ট এবং কালো স্ট্রেইট-ফিটেড প্যান্ট পরেছিলেন ঋষিপুত্র রণবীর ৷ কালো গোল-গলা টি-শার্ট, ব্ল্যাকফিট প্যান্ট, লেদারের বেল্টের ঘড়ি, ট্রেন্ডি ট্যান-রঙের চাঙ্কি স্নিকার্স ছিল জুনিয়র এনটিআরের পরনে ৷ এদিকে বলি অভিনেতা হৃতিক পরেছিলেন হালকা রঙের হাফহাতা স্ট্রাইপ শার্ট এবং স্ট্রেইট ফিট প্যান্ট। আর আইভরি রঙের টপ এবং বেইজ রঙের ফুলপ্যান্ট ও হাতে ক্লাচ ছিল সাবা আজাদের ৷

খুব শীঘ্রই রামায়ণ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। ইতিমধ্যেই সেট থেকে তাঁর লুক ফাঁস হয়েছে সোশাল মিডিয়ায়। তাঁকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র অ্যানিমেল ছবিতে। জিগরা ছবির শুটিং শেষ করেছেন আলিয়া ভাট। এই বছরই সেপ্টেম্বর নাগাদ মুক্তি পাবে ছবিটি। জুনিয়ার এনটিআরকে আগামীতে দেখা যাবে 'ওয়ার 2' ছবিতে। ছবির শুটিংয়ের জন্য মুম্বইয়ে রয়েছেন অভিনেতা। এই ছবিতেই রয়েছেন হৃতিক রোশনও। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময়ে তারকাদের থেকে জড়ো হওয়া ভক্তরা আবদার করে বসেন একটা সেলফি প্লিজ।

আরও পড়ুন:

  1. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা
  2. পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?
  3. আমেরিকায় দিলজিতের 'চমকিলা' সফর, তৈরি হল ইতিহাস

Bollywood Celebs

মুম্বই, 29 এপ্রিল: রবিবার রাতে নৈশভোজে একঝাঁক তারকা ৷ মুম্বইয়ের বান্দ্রার এক রেস্তোরাঁয় তারকাদের একসঙ্গে দেখে হিড়িক পড়ল সেলফি তোলার ৷ আর তা হবে নাই বা কেন ? রণবীর কাপুর এসেছেন তাঁর ঘরণী আলিয়া ভাটকে নিয়ে ৷ আবার ওই গাড়ি থেকে নামতে দেখা গেল স্ত্রী লক্ষ্মী প্রণথিকে সঙ্গে করে জুনিয়র এনটিআরকে ৷ আবার পিছনের গাড়ি থেকে প্রেমিকা সাবা আজাদের হাত ধরে নামেন হৃতিক রোশন ৷ তারকা ডিনারের এই পার্টির তালিকায় ছিলেন করণ জোহারও ৷ জানা গিয়েছে, ছবি নির্মাতা অয়ন মুখোপাধ্য়ায় সকলকে এক জায়গায় জড়ো করেছেন ৷

এবার আসা যাক বলি অভিনেতা-অভিনেত্রীদের পরনে কী ছিল- এক কাঁধ খোলা ম্যাক্সি ড্রেস পরেছিলেন আলিয়া ভাট। রণবীর ঘরণীর পোশাকজুড়ে ছিল সাদা ও হালকা হলুদ রঙের প্রিন্টের ছটা। রণবীর কাপুর এবং জুনিয়র এনটিআর এদিন কালো পোশাকে পরেছিলেন। কলারযুক্ত কালো টি-শার্ট এবং কালো স্ট্রেইট-ফিটেড প্যান্ট পরেছিলেন ঋষিপুত্র রণবীর ৷ কালো গোল-গলা টি-শার্ট, ব্ল্যাকফিট প্যান্ট, লেদারের বেল্টের ঘড়ি, ট্রেন্ডি ট্যান-রঙের চাঙ্কি স্নিকার্স ছিল জুনিয়র এনটিআরের পরনে ৷ এদিকে বলি অভিনেতা হৃতিক পরেছিলেন হালকা রঙের হাফহাতা স্ট্রাইপ শার্ট এবং স্ট্রেইট ফিট প্যান্ট। আর আইভরি রঙের টপ এবং বেইজ রঙের ফুলপ্যান্ট ও হাতে ক্লাচ ছিল সাবা আজাদের ৷

খুব শীঘ্রই রামায়ণ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। ইতিমধ্যেই সেট থেকে তাঁর লুক ফাঁস হয়েছে সোশাল মিডিয়ায়। তাঁকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র অ্যানিমেল ছবিতে। জিগরা ছবির শুটিং শেষ করেছেন আলিয়া ভাট। এই বছরই সেপ্টেম্বর নাগাদ মুক্তি পাবে ছবিটি। জুনিয়ার এনটিআরকে আগামীতে দেখা যাবে 'ওয়ার 2' ছবিতে। ছবির শুটিংয়ের জন্য মুম্বইয়ে রয়েছেন অভিনেতা। এই ছবিতেই রয়েছেন হৃতিক রোশনও। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময়ে তারকাদের থেকে জড়ো হওয়া ভক্তরা আবদার করে বসেন একটা সেলফি প্লিজ।

আরও পড়ুন:

  1. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা
  2. পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?
  3. আমেরিকায় দিলজিতের 'চমকিলা' সফর, তৈরি হল ইতিহাস
Last Updated : Apr 29, 2024, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.