ETV Bharat / entertainment

মেয়ে-মাকে নিয়ে গণপতির দরবারে ঐশ্বর্য, দেখা মিলল না অভিষেকের - Aishwarya Rai visits GSB Ganesh - AISHWARYA RAI VISITS GSB GANESH

Aishwarya Rai Bachchan visited the GSB Ganesh Pandal: বিগত কয়েক মাস ধরে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে ৷ তারমধ্যে মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়ে গণপতির দর্শনে গেলেন বিশ্বসুন্দরী ৷ ফের একবার দেখা মিলল না অভিষেকের ৷

Etv Bharat
গণপতি দর্শনে ঐশ্বর্য রাই বচ্চন (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 6:01 PM IST

মুম্বই, 10 সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে সেজে উঠেছে আরব সাগরের তীর ৷ উৎসবের আমেজে গা ভাসালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ৷ মুম্বইয়ের জেএসবি গণেশ পুজোর প্যান্ডেল দর্শক করলেন অভিনেত্রী ৷ সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা ৷ ভগবান গণেশের কাছে আশীর্বাদ নিতে পৌঁছান তাঁরা ৷ তবে সেখানে অভিষেক বচ্চনকে না দেখে নেটপাড়ায় ফের চর্চায় বিচ্ছেদ জল্পনা ৷

মেয়ে-মাকে নিয়ে গণপতির দরবারে ঐশ্বর্য (এএনআই)

এদিন ঐশ্বর্যকে দেখা গিয়েছে ভারতীয় পোশাকে ৷ এথনিক পোশাকে অভিনেত্রীকে লাগছিল এলিগ্যান্ট ৷ এদিন অ্যাশের পরনে ছিল গোলাপী রঙের কুর্তা সেট ৷ মেয়ে আরাধ্যার পরনে ছিল হলুদ রঙের কুর্তা ৷ সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল নেটপাড়ায় ৷ ভিডিয়োয় দেখা যায় ভিড় ঠেলে মা-মেয়ে পৌঁছন গণপতির দর্শনে ৷ বাপ্পার দর্শন শেষে তাঁরা পৌঁছন গাড়ির কাছে ৷

মুম্বইয়ের অন্যতম গণেশ পুজোর মধ্যে একটি জেএসবি গণেশ উৎসব ৷ প্রতিবছর এই সময় আলোর মালায় সেজে ওঠে মুম্বই নগরী ৷ গণপতির উৎসবে গা ভাসান সাধারণ মানুষ থেকে তারকারা ৷ শুধু তাই নয়, বিখ্যাত পুজো মণ্ডপ দর্শনেও পৌঁছে যান বলিউড তারকারা ৷ যেমন অভিনেতা কার্তিক আরিয়ান পৌঁছে গিয়েছিলেন লাল বাগচা রাজা পুজো মণ্ডপে ৷ 7 সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী ৷ এরপর টানা 10 দিন এই উৎসব উদযাপিত হয় ৷ মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই উৎসব সাড়ম্বরে পালিত হয় ৷

এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তবে ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেককে দেখতে না পেয়ে নেটপাড়ায় অনেকে নানা মন্তব্য করেন ৷ কেন বলিউডের এই পাওয়ার কাপলকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা যাচ্ছে না তা নিয়ে কৌতুহল প্রকাশ করেন অনেকেই ৷ তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলা পছন্দ করেন না এই তারকা দম্পতি ৷ উল্লেখ্য, ফিল্মি কেরিয়ারে মণি রত্নমের 'পনিয়িন সেলভান' পার্ট ওয়ান ও পার্ট টু-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ঐশ্বর্যকে ৷ তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷

মুম্বই, 10 সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে সেজে উঠেছে আরব সাগরের তীর ৷ উৎসবের আমেজে গা ভাসালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ৷ মুম্বইয়ের জেএসবি গণেশ পুজোর প্যান্ডেল দর্শক করলেন অভিনেত্রী ৷ সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা ৷ ভগবান গণেশের কাছে আশীর্বাদ নিতে পৌঁছান তাঁরা ৷ তবে সেখানে অভিষেক বচ্চনকে না দেখে নেটপাড়ায় ফের চর্চায় বিচ্ছেদ জল্পনা ৷

মেয়ে-মাকে নিয়ে গণপতির দরবারে ঐশ্বর্য (এএনআই)

এদিন ঐশ্বর্যকে দেখা গিয়েছে ভারতীয় পোশাকে ৷ এথনিক পোশাকে অভিনেত্রীকে লাগছিল এলিগ্যান্ট ৷ এদিন অ্যাশের পরনে ছিল গোলাপী রঙের কুর্তা সেট ৷ মেয়ে আরাধ্যার পরনে ছিল হলুদ রঙের কুর্তা ৷ সেই ভিডিয়ো ও ছবি ভাইরাল নেটপাড়ায় ৷ ভিডিয়োয় দেখা যায় ভিড় ঠেলে মা-মেয়ে পৌঁছন গণপতির দর্শনে ৷ বাপ্পার দর্শন শেষে তাঁরা পৌঁছন গাড়ির কাছে ৷

মুম্বইয়ের অন্যতম গণেশ পুজোর মধ্যে একটি জেএসবি গণেশ উৎসব ৷ প্রতিবছর এই সময় আলোর মালায় সেজে ওঠে মুম্বই নগরী ৷ গণপতির উৎসবে গা ভাসান সাধারণ মানুষ থেকে তারকারা ৷ শুধু তাই নয়, বিখ্যাত পুজো মণ্ডপ দর্শনেও পৌঁছে যান বলিউড তারকারা ৷ যেমন অভিনেতা কার্তিক আরিয়ান পৌঁছে গিয়েছিলেন লাল বাগচা রাজা পুজো মণ্ডপে ৷ 7 সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী ৷ এরপর টানা 10 দিন এই উৎসব উদযাপিত হয় ৷ মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই উৎসব সাড়ম্বরে পালিত হয় ৷

এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তবে ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেককে দেখতে না পেয়ে নেটপাড়ায় অনেকে নানা মন্তব্য করেন ৷ কেন বলিউডের এই পাওয়ার কাপলকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা যাচ্ছে না তা নিয়ে কৌতুহল প্রকাশ করেন অনেকেই ৷ তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলা পছন্দ করেন না এই তারকা দম্পতি ৷ উল্লেখ্য, ফিল্মি কেরিয়ারে মণি রত্নমের 'পনিয়িন সেলভান' পার্ট ওয়ান ও পার্ট টু-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ঐশ্বর্যকে ৷ তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.