ETV Bharat / entertainment

পারিজাতের সঙ্গে জুটিতে আদৃত, আসছে 'মিত্তির বাড়ি' - NEW SERIAL MITTIR BARI

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক ৷ ছোটপর্দায় ডেবিউ কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ৷

Etv Bharat
আসছে 'মিত্তির বাড়ি' (PR handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 29, 2024, 12:40 PM IST

কলকাতা, 29 অক্টোবর: কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরে থাকেন ৷ বছরে একবার কি দু'বার আসেন বাড়িতে। মেতে ওঠেন পরিবারের সঙ্গে। এরপর ফের ফিরে যান কাজের রাজ্যে। মনের মধ্যে জিইয়ে রাখেন শুধুই স্মৃতি। অনেকে আবার ফেরেনই না কখনও। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন করে পরিবার জোড়ার গল্প বলবে আসন্ন বাংলা ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। যেখানে সকলকে এক সূত্রে বাঁধার দায়িত্ব নেবেন ধ্রুব অর্থাৎ আদৃত এবং জোনাকি অর্থাৎ পারিজাত।

ঠাকুমা-দাদুর মতো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনুরাধা রায়, দুলাল দে। থাকবেন শঙ্কর চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সোহেল দত্ত সহ আরও অনেকে। খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসছে এই ধারাবাহিক। উল্লেখ্য, বড় পর্দার পর এবার ছোটপর্দাতেও পা রাখতে চলেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত আসন্ন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'র বড় বউয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগে রাজর্ষি দে'র 'সাদা রঙের পৃথিবী', অভিজিৎ সেনের 'প্রধান'-এ অভিনয় করেন তিনি। ধারাবাহিক শঙ্কর চক্রবর্তীর স্ত্রী'র চরিত্রে দেখা যাবে তাঁকে।

শঙ্কর চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে খুশি অনন্যা বন্দ্যাপাধ্যায়। একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ। অনন্যার আক্ষেপ- আরও আগে কেন শুরু করলেন না অভিনয়। এখন অভিনয়ে নেশা এসে গিয়েছে। ঘটনাচক্রে শঙ্কর চক্রবর্তী অনন্যার ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে, পারিজাতের আগে জোনাকির চরিত্রে অভিনয়ের ব্যাপারে নাম উঠে এসেছিল 'বাঘাযতীন' খ্যাত দেবের নায়িকা সৃজা দত্ত এবং স্বীকৃতি মজুমদারের। তবে অবশেষে শিঁকে ছিঁড়েছে একাদশ শ্রেণীর পারিজাত চৌধুরীর কপালে। নতুন এই জুটি কতটা সফল হবে এবার সেটাই দেখার।

কলকাতা, 29 অক্টোবর: কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরে থাকেন ৷ বছরে একবার কি দু'বার আসেন বাড়িতে। মেতে ওঠেন পরিবারের সঙ্গে। এরপর ফের ফিরে যান কাজের রাজ্যে। মনের মধ্যে জিইয়ে রাখেন শুধুই স্মৃতি। অনেকে আবার ফেরেনই না কখনও। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নতুন করে পরিবার জোড়ার গল্প বলবে আসন্ন বাংলা ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। যেখানে সকলকে এক সূত্রে বাঁধার দায়িত্ব নেবেন ধ্রুব অর্থাৎ আদৃত এবং জোনাকি অর্থাৎ পারিজাত।

ঠাকুমা-দাদুর মতো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনুরাধা রায়, দুলাল দে। থাকবেন শঙ্কর চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সোহেল দত্ত সহ আরও অনেকে। খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসছে এই ধারাবাহিক। উল্লেখ্য, বড় পর্দার পর এবার ছোটপর্দাতেও পা রাখতে চলেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত আসন্ন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'র বড় বউয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগে রাজর্ষি দে'র 'সাদা রঙের পৃথিবী', অভিজিৎ সেনের 'প্রধান'-এ অভিনয় করেন তিনি। ধারাবাহিক শঙ্কর চক্রবর্তীর স্ত্রী'র চরিত্রে দেখা যাবে তাঁকে।

শঙ্কর চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে খুশি অনন্যা বন্দ্যাপাধ্যায়। একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ। অনন্যার আক্ষেপ- আরও আগে কেন শুরু করলেন না অভিনয়। এখন অভিনয়ে নেশা এসে গিয়েছে। ঘটনাচক্রে শঙ্কর চক্রবর্তী অনন্যার ওয়ার্ডের বাসিন্দা।

অন্যদিকে, পারিজাতের আগে জোনাকির চরিত্রে অভিনয়ের ব্যাপারে নাম উঠে এসেছিল 'বাঘাযতীন' খ্যাত দেবের নায়িকা সৃজা দত্ত এবং স্বীকৃতি মজুমদারের। তবে অবশেষে শিঁকে ছিঁড়েছে একাদশ শ্রেণীর পারিজাত চৌধুরীর কপালে। নতুন এই জুটি কতটা সফল হবে এবার সেটাই দেখার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.