ETV Bharat / entertainment

'হীরামাণ্ডি'র অনুষ্ঠানে অনুপস্থিত অদিতি, অবশেষে বিয়ের খবরে সিলমোহর - Aditi Siddharth Wedding - ADITI SIDDHARTH WEDDING

Aditi-Siddharth Married: সাত পাকে বাঁধা পড়েছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ নবদম্পতি নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে না আনলেও বুধবার সেই খবরে সিলমোহর দিলেন কাছের মানুষ ৷

Etv Bharat
অদিতির বিয়ের খবরে সিলমোহর
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 11:33 AM IST

হায়দরবাদ, 28 মার্চ: বুধবার ছিল 'হীরামাণ্ডি' সিরিজের অ্যানাউন্সমেন্ট ডেট সামনে আনার অনুষ্ঠান ৷ তবে সেখানে দেখা গেল না, সিরিজের অন্যতম চরিত্র অদিতি রাও হায়দারিকে ৷ এরপরেই শোয়ের সঞ্চালক জানিয়েছেন সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কারণেই মুম্বইয়ে নেই অভিনেত্রী ৷ সূত্রের খবর, বুধবারই চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছেন অদিতি-সিদ্ধার্থ ৷

সকাল থেকেই সোশাল মিডিয়ায় এই খবরে চমকে গিয়েছিলেন অনুরাগীরা ৷ তবে এখনও পর্যন্ত নবদম্পতির তরফে কোনও রকম ঘোষণা করা হয়নি ৷ তবে তাঁরা যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তা নিশ্চিত হয়েছে 'হীরামাণ্ডি' অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ৷ শুধু তাই নয়, অনুষ্ঠানের সঞ্চালক সচিন কুম্ভর জানিয়েছেন, একই দিনে বিয়ে ছিল অদিতির ৷ তাই তিনি অনুষ্ঠানে হাজির হতে পারেননি ৷

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷ ওয়েব সিরিজে একাধিক অভিনেত্রীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ বুধবার ছিল এই সিরিজ কবে আসছে, তার দিন প্রকাশ্যে আনার অনুষ্ঠান ৷ সেখানেই কুম্ভর বলেন, "হীরামাণ্ডিতে দর্শক অদিতিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাবেন ৷ তবে একটা বিশেষ কারণের জন্য আজ তিনি উপস্থিত থাকতে পারেননি ৷ তাই আমরা তাঁকে এখান থেকেই অভিনন্দন জানাচ্ছি ৷ এটা তাঁর জীবনের সেরা সময় ৷ সব ভালো কিছু আজকের সন্ধ্যায় হয়েছে ৷" প্রসঙ্গত, নেটফ্লিক্সে হীরামাণ্ডি আসছে পয়লা মে ৷ মূল চরিত্রে রয়েছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেগল-সহ আর অনেকে ৷

জানা গিয়েছে, শ্রীনগরে ওয়ানাপার্থীর রাঙ্গানথা স্বামী মন্দিরে তাঁরা বিয়ে সেরেছেন ৷ পুরোহিত নিয়ে যাওয়া হয়েছিল তামিলনাড়ু থেকে ৷ কানাঘুষো শোনা গিয়েছে 2021 সালে 'মহা সমুদ্রম' ছবির শুটিং সেটেই অদিতি-সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ এটাই ছিল তাঁদের প্রথম ছবি ৷ তারপর থেকেই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত একসঙ্গে ৷ তাঁদের দেখা গিয়েছিল রাজকুমার রাও ও পত্রলেখার বিয়েতে ৷ আবার 'জুবিলি'-র বিশেষ স্ক্রিনিংয়েও রেড কার্পেটে একসঙ্গে দেখা যায় তারকা জুটিকে ৷

আরও পড়ুন

1. ছবির সেটে প্রেম গড়াল বিয়েতে, গোপনে চার হাত এক হল অদিতি-সিদ্ধার্থের

2. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর

3. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া

হায়দরবাদ, 28 মার্চ: বুধবার ছিল 'হীরামাণ্ডি' সিরিজের অ্যানাউন্সমেন্ট ডেট সামনে আনার অনুষ্ঠান ৷ তবে সেখানে দেখা গেল না, সিরিজের অন্যতম চরিত্র অদিতি রাও হায়দারিকে ৷ এরপরেই শোয়ের সঞ্চালক জানিয়েছেন সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কারণেই মুম্বইয়ে নেই অভিনেত্রী ৷ সূত্রের খবর, বুধবারই চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছেন অদিতি-সিদ্ধার্থ ৷

সকাল থেকেই সোশাল মিডিয়ায় এই খবরে চমকে গিয়েছিলেন অনুরাগীরা ৷ তবে এখনও পর্যন্ত নবদম্পতির তরফে কোনও রকম ঘোষণা করা হয়নি ৷ তবে তাঁরা যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তা নিশ্চিত হয়েছে 'হীরামাণ্ডি' অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ৷ শুধু তাই নয়, অনুষ্ঠানের সঞ্চালক সচিন কুম্ভর জানিয়েছেন, একই দিনে বিয়ে ছিল অদিতির ৷ তাই তিনি অনুষ্ঠানে হাজির হতে পারেননি ৷

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷ ওয়েব সিরিজে একাধিক অভিনেত্রীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ বুধবার ছিল এই সিরিজ কবে আসছে, তার দিন প্রকাশ্যে আনার অনুষ্ঠান ৷ সেখানেই কুম্ভর বলেন, "হীরামাণ্ডিতে দর্শক অদিতিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাবেন ৷ তবে একটা বিশেষ কারণের জন্য আজ তিনি উপস্থিত থাকতে পারেননি ৷ তাই আমরা তাঁকে এখান থেকেই অভিনন্দন জানাচ্ছি ৷ এটা তাঁর জীবনের সেরা সময় ৷ সব ভালো কিছু আজকের সন্ধ্যায় হয়েছে ৷" প্রসঙ্গত, নেটফ্লিক্সে হীরামাণ্ডি আসছে পয়লা মে ৷ মূল চরিত্রে রয়েছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন সেগল-সহ আর অনেকে ৷

জানা গিয়েছে, শ্রীনগরে ওয়ানাপার্থীর রাঙ্গানথা স্বামী মন্দিরে তাঁরা বিয়ে সেরেছেন ৷ পুরোহিত নিয়ে যাওয়া হয়েছিল তামিলনাড়ু থেকে ৷ কানাঘুষো শোনা গিয়েছে 2021 সালে 'মহা সমুদ্রম' ছবির শুটিং সেটেই অদিতি-সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ এটাই ছিল তাঁদের প্রথম ছবি ৷ তারপর থেকেই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত একসঙ্গে ৷ তাঁদের দেখা গিয়েছিল রাজকুমার রাও ও পত্রলেখার বিয়েতে ৷ আবার 'জুবিলি'-র বিশেষ স্ক্রিনিংয়েও রেড কার্পেটে একসঙ্গে দেখা যায় তারকা জুটিকে ৷

আরও পড়ুন

1. ছবির সেটে প্রেম গড়াল বিয়েতে, গোপনে চার হাত এক হল অদিতি-সিদ্ধার্থের

2. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর

3. ম্যাচ শেষে স্ত্রী-সন্তানদের ভিডিয়ো কল, 'বিরাট' মুহূর্তে মাতোয়ারা সোশাল মিডিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.