ETV Bharat / entertainment

বেঁচে আছি...! 24 ঘণ্টার টানটান নাটকে যবনিকা পতন পুনমের - পুনম পাণ্ডে

Actress Poonam Pandey: 24 ঘণ্টা বাদে অভিনেত্রী স্বয়ং জানিয়ে দিলেন, তিনি বেঁচে আছেন । সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ছড়াতেই এহেন পন্থার আশ্রয় নিয়েছিলেন তিনি ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 12:45 PM IST

Updated : Feb 3, 2024, 3:41 PM IST

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই...' । রবি ঠাকুরের 'জীবিত ও মৃত' গল্পে জনপ্রিয় লাইনের সঙ্গে বাস্তবের মিল না-থাকলেও আজ তা ভীষণভাবে প্রাসঙ্গিক। শুক্রবার নেটদুনিয়া ছেয়ে যায় পুনম পাণ্ডের মৃত্যুর খবরে। মডেল-অভিনেত্রীর ম্যানেজার জানিয়েছিলেন, সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পুনম । স্মৃতিচারণা, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া তো ছিলই, অনেকেই সন্দিহান ছিলেন তাঁর 'হঠাৎ' মৃত্যুর খবরে ।

24 ঘণ্টা বাদে অনেকের সন্দেহতেই সিলমোহর দিলেন অভিনেত্রী স্বয়ং। জানিয়ে দিলেন, 'মৃত্যু নেহাতই গিমিক । বহাল তবিয়তেই আছেন মডেল তথা অভিনেত্রী। যদিও তাঁর 'নাটকে'র পিছনে থাকা উদ্দেশ্য যথেষ্ট গভীর । সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ছড়াতেই এহেন পন্থার আশ্রয় নিয়েছিলেন তিনি ।'

এদিনের ইনস্টা পোস্টে পুনম লিখেছেন, "আমি আপনাদের সবার সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই । আমি বেঁচে আছি । সার্ভিক্যাল ক্যানসারে আমি আক্রান্ত হইনি । কিন্তু এটি হাজার হাজার মহিলার জীবন নেয় । এই রোগটি কীভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। সার্ভিক্যাল ক্যানসার সম্পূর্ণরূপে নিরাময় করা যায়। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যায় এইচপিভি ভ্যাকসিন এবং প্রাথমিক শনাক্তকরণ পরীক্ষাগুলি । এই রোগে কেউ যেন প্রাণ হারায় না তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ।"

খুব কম সময়ে মডেলের দুনিয়ায় নিজের বোল্ড অবতারে নজর কেড়েছিলেন পুনম ৷ তবে তিনি খবরের শিরোনামে আসেন বিশেষ একটি ভিডিয়ো শেয়ার করে ৷ যেখানে তিনি বলেছিলেন 2011 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে ভারত জিতলে তিনি নগ্ন হবেন ৷ তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তুমুল আলোচনা শুরু হয় ৷ তারপর থেকে সোশাল মিডিয়ায় সেনসেশনাল হয়ে ওঠেন পুনম ৷ এরপর 2012 সালে আইপিএল সিজন 5-এ কলকাতা নাইট রাইডার্স জিতলে তিনি নিজের নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

তাঁকে শেষবার দেখা গিয়েছে 'লকআপ' নামের রিয়েলিটি শোয়ের প্রথম সিজনে ৷ কঙ্গনা রানাওয়াত ছিলেন সঞ্চালকের আসনে ৷ যদিও এই শো জিততে পারেননি পুনম ৷ তবে এই শোয়ের মধ্য দিয়ে তিনি লাখো অনুরাগীদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন ৷ পাশাপাশি 2013 সালে পুনম দেখা যায় অমিত সাক্সেনা পরিচালিত 'নাশা' ছবিতে ৷ যেখানে মুখ্যচরিত্রে দেখা যায় তাঁকে ৷ ব্যক্তিগত জীবনে তিনি খুব অল্প বয়সে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন ৷ পরিচালক শ্যাম বম্বেকে বিয়ে করেন তিনি ৷ তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি ৷ স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ আনেন পুনম ৷ এরপর 2020 সালেই শ্যামের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুনমের ৷

আরও পড়ুন:

  1. প্রয়াত পুনম পাণ্ডে, বত্রিশেই ক্যানসার কেড়ে নিল মডেল-অভিনেত্রীর প্রাণ, শোকপ্রকাশ কঙ্গনার
  2. রাজনীতির আঙিনায় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয়, কী নাম রাখলেন দলের ?
  3. প্রকাশ্যে 'দ্য ক্রিউ' টিজার, নজর কাড়লেন করিনা-কৃতি-তাবু

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই...' । রবি ঠাকুরের 'জীবিত ও মৃত' গল্পে জনপ্রিয় লাইনের সঙ্গে বাস্তবের মিল না-থাকলেও আজ তা ভীষণভাবে প্রাসঙ্গিক। শুক্রবার নেটদুনিয়া ছেয়ে যায় পুনম পাণ্ডের মৃত্যুর খবরে। মডেল-অভিনেত্রীর ম্যানেজার জানিয়েছিলেন, সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন পুনম । স্মৃতিচারণা, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া তো ছিলই, অনেকেই সন্দিহান ছিলেন তাঁর 'হঠাৎ' মৃত্যুর খবরে ।

24 ঘণ্টা বাদে অনেকের সন্দেহতেই সিলমোহর দিলেন অভিনেত্রী স্বয়ং। জানিয়ে দিলেন, 'মৃত্যু নেহাতই গিমিক । বহাল তবিয়তেই আছেন মডেল তথা অভিনেত্রী। যদিও তাঁর 'নাটকে'র পিছনে থাকা উদ্দেশ্য যথেষ্ট গভীর । সার্ভিক্যাল ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা ছড়াতেই এহেন পন্থার আশ্রয় নিয়েছিলেন তিনি ।'

এদিনের ইনস্টা পোস্টে পুনম লিখেছেন, "আমি আপনাদের সবার সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই । আমি বেঁচে আছি । সার্ভিক্যাল ক্যানসারে আমি আক্রান্ত হইনি । কিন্তু এটি হাজার হাজার মহিলার জীবন নেয় । এই রোগটি কীভাবে মোকাবিলা করতে হয় সে সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। সার্ভিক্যাল ক্যানসার সম্পূর্ণরূপে নিরাময় করা যায়। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যায় এইচপিভি ভ্যাকসিন এবং প্রাথমিক শনাক্তকরণ পরীক্ষাগুলি । এই রোগে কেউ যেন প্রাণ হারায় না তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ।"

খুব কম সময়ে মডেলের দুনিয়ায় নিজের বোল্ড অবতারে নজর কেড়েছিলেন পুনম ৷ তবে তিনি খবরের শিরোনামে আসেন বিশেষ একটি ভিডিয়ো শেয়ার করে ৷ যেখানে তিনি বলেছিলেন 2011 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে ভারত জিতলে তিনি নগ্ন হবেন ৷ তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তুমুল আলোচনা শুরু হয় ৷ তারপর থেকে সোশাল মিডিয়ায় সেনসেশনাল হয়ে ওঠেন পুনম ৷ এরপর 2012 সালে আইপিএল সিজন 5-এ কলকাতা নাইট রাইডার্স জিতলে তিনি নিজের নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

তাঁকে শেষবার দেখা গিয়েছে 'লকআপ' নামের রিয়েলিটি শোয়ের প্রথম সিজনে ৷ কঙ্গনা রানাওয়াত ছিলেন সঞ্চালকের আসনে ৷ যদিও এই শো জিততে পারেননি পুনম ৷ তবে এই শোয়ের মধ্য দিয়ে তিনি লাখো অনুরাগীদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন ৷ পাশাপাশি 2013 সালে পুনম দেখা যায় অমিত সাক্সেনা পরিচালিত 'নাশা' ছবিতে ৷ যেখানে মুখ্যচরিত্রে দেখা যায় তাঁকে ৷ ব্যক্তিগত জীবনে তিনি খুব অল্প বয়সে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন ৷ পরিচালক শ্যাম বম্বেকে বিয়ে করেন তিনি ৷ তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি ৷ স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ আনেন পুনম ৷ এরপর 2020 সালেই শ্যামের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুনমের ৷

আরও পড়ুন:

  1. প্রয়াত পুনম পাণ্ডে, বত্রিশেই ক্যানসার কেড়ে নিল মডেল-অভিনেত্রীর প্রাণ, শোকপ্রকাশ কঙ্গনার
  2. রাজনীতির আঙিনায় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয়, কী নাম রাখলেন দলের ?
  3. প্রকাশ্যে 'দ্য ক্রিউ' টিজার, নজর কাড়লেন করিনা-কৃতি-তাবু
Last Updated : Feb 3, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.