ETV Bharat / entertainment

চোটকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে ফাল্গুনী চট্টোপাধ্যায় - Phalguni Chatterjee - PHALGUNI CHATTERJEE

Phalguni Chatterjee on Shooting Floor: সোমবার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন বাংলা সিনে জগতের বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় ৷ তবে চোটের বিশেষ প্রভাব পড়েনি তাঁর কাজে ৷ আঘাত নিয়েই মঙ্গলবার সকাল হতেই তিনি হাজির শুটিং ফ্লোরে ৷

Phalguni Chatterjee
বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 3:57 PM IST

কলকাতা, 11 জুন: শুটিং ফ্লোরে সোমবার দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় । সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির প্রথম দিনের শুটিং ছিল 10 জুন, সোমবার। আর সেখানেই ঘটে বিপত্তি। কাঁচ ভেঙে পড়ে বর্ষীয়ান অভিনেতার গায়ে। দুর্ঘটনায় বেশ ভালোরকমের আঘাত পেয়েছেন তিনি। হাঁটুতে সেলাইও পড়ে । কিন্তু তাতে কী? মঙ্গলবার সকালেই শুটিং ফ্লোরে হাজির অভিনেতা । ইটিভি ভারতকে ছেলে আবির চট্টোপাধ্যায় বলেন, "বাবা শুটিংয়ে চলে গিয়েছে ।"

সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি আদতে একটি কোর্টরুম ড্রামা। 12 জন আইনজীবীকে নিয়ে এগোবে ছবির গল্প। তাঁদের মধ্যেই একজন ফাল্গুনী চট্টোপাধ্যায়। একটি দৃশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় স্বপ্ন দেখবেন যে কাঁচ ভেঙে তারা সবাই ছুটে আসছেন । পরিকল্পনা অনুযায়ী কাঁচ পরে ভাঙার কথা । কিন্তু কাঁচ কথা রাখেনি । ভেঙে পড়ে সময়ের আগেই । আর তার জেরেই ঘটে দুর্ঘটনা। আহত হন ফাল্গুনী চট্টোপাধ্যায়। এরপর ইউনিটের কয়েকজন মিলে তাঁকে পাঁজাকোলা করে বের করে আনেন ।

খবরটি ফাল্গুনী-পুত্র আবিরকে দেন পরমব্রত চট্টোপাধ্যায়। তড়িঘড়ি জিম থেকে বাবার কাছে ছুটে যান আবির। অভিনেতাকে নিয়ে যান এক বেসরকারি হাসপাতালে। স্টিচ করিয়ে বাড়ি ফেরেন অভিনেতা। প্রয়োজন ছিল বিশ্রামের। কিন্তু তাতে নারাজ বর্ষীয়ান অভিনেতা। মঙ্গলবার সকাল সকাল শুটিংয়ে হাজির হয়ে যান ফাল্গুনী চট্টোপাধ্যায়। কারণ একজনকে বাদ দিয়েও এই ছবির শুটিং সম্ভব নয়। এই ছবিতে ফাল্গুনী চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় ।

জানা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির স্বপ্নদৃশ্যের শুটিং হবে মন্দারমণির আশেপাশে। রাতের শুটিং হবে পার্কস্ট্রিট উড়ালপুল ও হাওড়া ব্রিজের উপরে ।

কলকাতা, 11 জুন: শুটিং ফ্লোরে সোমবার দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় । সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির প্রথম দিনের শুটিং ছিল 10 জুন, সোমবার। আর সেখানেই ঘটে বিপত্তি। কাঁচ ভেঙে পড়ে বর্ষীয়ান অভিনেতার গায়ে। দুর্ঘটনায় বেশ ভালোরকমের আঘাত পেয়েছেন তিনি। হাঁটুতে সেলাইও পড়ে । কিন্তু তাতে কী? মঙ্গলবার সকালেই শুটিং ফ্লোরে হাজির অভিনেতা । ইটিভি ভারতকে ছেলে আবির চট্টোপাধ্যায় বলেন, "বাবা শুটিংয়ে চলে গিয়েছে ।"

সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি আদতে একটি কোর্টরুম ড্রামা। 12 জন আইনজীবীকে নিয়ে এগোবে ছবির গল্প। তাঁদের মধ্যেই একজন ফাল্গুনী চট্টোপাধ্যায়। একটি দৃশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় স্বপ্ন দেখবেন যে কাঁচ ভেঙে তারা সবাই ছুটে আসছেন । পরিকল্পনা অনুযায়ী কাঁচ পরে ভাঙার কথা । কিন্তু কাঁচ কথা রাখেনি । ভেঙে পড়ে সময়ের আগেই । আর তার জেরেই ঘটে দুর্ঘটনা। আহত হন ফাল্গুনী চট্টোপাধ্যায়। এরপর ইউনিটের কয়েকজন মিলে তাঁকে পাঁজাকোলা করে বের করে আনেন ।

খবরটি ফাল্গুনী-পুত্র আবিরকে দেন পরমব্রত চট্টোপাধ্যায়। তড়িঘড়ি জিম থেকে বাবার কাছে ছুটে যান আবির। অভিনেতাকে নিয়ে যান এক বেসরকারি হাসপাতালে। স্টিচ করিয়ে বাড়ি ফেরেন অভিনেতা। প্রয়োজন ছিল বিশ্রামের। কিন্তু তাতে নারাজ বর্ষীয়ান অভিনেতা। মঙ্গলবার সকাল সকাল শুটিংয়ে হাজির হয়ে যান ফাল্গুনী চট্টোপাধ্যায়। কারণ একজনকে বাদ দিয়েও এই ছবির শুটিং সম্ভব নয়। এই ছবিতে ফাল্গুনী চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করবেন কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় ।

জানা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির স্বপ্নদৃশ্যের শুটিং হবে মন্দারমণির আশেপাশে। রাতের শুটিং হবে পার্কস্ট্রিট উড়ালপুল ও হাওড়া ব্রিজের উপরে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.