গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ): মুক্তির একমাস পর আইনি বিপাকে পড়ল নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি 2898 এডি' ৷ ছবিতে কল্কিকে যেভাবে দেখানো হয়েছে, তা অসম্মানজনক ৷ ফলে তা হিন্দু ভাবাবেগে আঘাত দিয়েছে ৷ এই অভিযোগ তুলে ছবির প্রযোজক, পরিচালকের পাশাপাশি অভিনেতা প্রভাস ও অমিতাভ বচ্চনকে পাঠানো হয়েছে আইনি নোটিশ ৷ এই নোটিশ পাঠিয়েছেন কল্কি ধাম পিঠাধীশ্বর আচার্য প্রমোদ কৃষ্ণম ৷ তিনি কংগ্রেসের প্রাক্তন নেতা ৷
সেই নোটিশে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে ৷ বলা হয়েছে, "ছবিতে কল্কির যে ভাবরূপ তা বদলে দেওয়া হয়েছে ৷ ভুল তথ্য তুলে ধরা হয়েছে ৷ যা হিন্দুকাব্যের প্রতি অসম্মান প্রদর্শন ৷" তিনি আরও দাবি করেছেন, যতক্ষণ না পর্যন্ত এই ঐতিহাসিক ভুল ঠিক না করা হবে ততদিন পর্যন্ত 'কল্কি 2898 এডি' ওটিটি প্ল্যাটফর্ম ও অন্যান্য মিডিয়াতে দেখাতে পারবেন না প্রযোজক-নির্মাতারা ৷
আচার্য প্রমোদ কৃষ্ণম আরও বলেছেন যে, আইনি নোটিশের উদ্দেশ্য চলচ্চিত্র নির্মাতাদের হয়রানি বা কষ্ট দেওয়া নয় ৷ বরং শিল্পের নামে আড়ালে ধর্মীয় অনুভূতিকে ক্ষুণ্ণ করা থেকে রক্ষা করার জন্যেই এই নোটিশ ৷ তিনি ভগবান কল্কির সঙ্গে সম্পর্কিত পবিত্র গ্রন্থ এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে দর্শকদের বিভ্রান্ত হওয়া থেকে বিরত রাখতে চান ৷ যাতে এই ছবি দেখে দর্শক কল্কি সম্পর্কে ভুল ধারণা পোষণ না করেন, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন আচার্য প্রমোদ কৃষ্ণম ।
তিনি বলেন, "19 ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের সম্বলে কল্কি ধামের ভিত্তি স্থাপন করেছিলেন ৷ যখন ভগবান কল্কির উত্তরাধিকার পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চলছে, তখন ভুল তথ্য এবং অর্ধসত্যে ভরা একটি সিনেমা ভাল হতে পারে না ৷" এরপরেই তিনি নির্মাতাদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন ৷ তিনি জিজ্ঞাসা করেন, "হিন্দু ভাবাবেগে আঘাত করে ছবির নির্মাতারা কী চাইছেন ? সনাতন ধর্মকে হেয় করে তাঁরা কী পাচ্ছেন ? আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে এমন উপহাস করতে দেব না ৷"
প্রসঙ্গত, বিতর্ককে সরিয়ে রাখলে কল্কি ভারতের পাশাপাশি গ্লোবালি ব্যাপক সাড়া ফেলেছে ৷ গ্লোবালি 100 কোটির বেশি ও ভারতে 600 কোটিরও বেশি আয় করে নিয়েছে এই ছবি ৷ এখন দেখা যাক, এই আইনি সমস্যা থেকে কীভাবে মুক্তি পান প্রভাস ও 'কল্কি' টিম ৷