হায়দরাবাদ, 14 এপ্রিল: বাংলা নতুন বছর তথা নববর্ষে উপহার দিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ প্রকাশ্যে এল বাবলি ছবির টিজার ৷ পয়লা বৈশাখের শুভ দিনে আবির ও শুভশ্রীর মিষ্টি প্রেমের সাক্ষী থাকলেন সকলে ৷
এদিন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার তরফে টিজার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "রাজ চক্রবর্তী পরিচালিত, আবীর চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও সৌরসেনী মৈত্র অভিনীত বুদ্ধদেব গুহ-র বিখ্যাত উপন্যাস অবলম্বনে বড়পর্দায় আসছে "বাবলি" - শুভমুক্তি আগামী 30 অগাস্ট, 2024।"
বাবলির টিজারে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে আবির ও শুভশ্রীকে ৷ প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তারকারা ৷ গোলগাল শুভশ্রীকে যেমন লেগেছে ভীষণ মিষ্টি, তেমনই প্রথমবার দর্শকদের সামনে সুইম স্যুটে আবির ৷ যা দেখে ঘায়েল অনেক মহিলা অনুরাগীরা ৷ বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে 'বাবলি'র চিত্রনাট্য ৷ নাম ভূমিকায় শুভশ্রী ৷ অভির চরিত্রে আবীর ৷ গুরুত্বপূর্ণ চরিত্র ঝুমার ভূমিকায় দেখা যাবে সৌরসেনী মৈত্রকে ৷
এই ছবির হাত ধরেই 10 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন রাজ-আবীর ৷ এর আগে 'বোঝে না সে বোঝে না' সিনেমার পর আর রাজের সিনেমায় দেখা যায়নি অভিনেতা আবিরকে ৷ ছবির ঘোষণার পরেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ অভি-বাবলির মিষ্টি প্রেমের গল্প বড়পর্দায় দেখতে এখন থেকেই অপেক্ষা শুরু অনুরাগীদের ৷
অন্যদিকে, আবিরকে শেষ দেখা গিয়েছে সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' ছবিতে ৷ তার আগে পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'রক্তবীজ' ৷ অন্যদিকে, 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পর রাজ ঘরণি নতুন একটি প্রোজেক্ট নিয়ে সামনে আসছেন ৷ অন্যদিকে, পরিচালক রাজ চক্রবর্তী দর্শকদের উপহার দিয়েছেন 'আবার প্রলয়' সিরিজ ৷ এবার তিনি বানাতে বানালেন মিষ্টি প্রেমের গল্প ৷
আরও পড়ুন
1. 'মিরাকেল না হলে টাকা উঠবে না', মির্জা মুক্তির পর বড় ঘোষণা অঙ্কুশের
2. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি
3. রাতে ঘুম আসছে না শ্রীময়ীর, কী করলেন মিস্টার মল্লিক? দেখুন ভিডিয়ো