নয়াদিল্লি, 10 অগস্ট: সুপ্রিম কোর্টে দেখানো হল 'লাপাতা লেডিস' ৷ ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত হন অভিনেতা-প্রযোজক আমির খান ও পরিচালক কিরণ রাও ৷ এই ধরনের ছবি সমাজের নানা স্তর তুলে ধুরেছে ৷ সিনেমাটা সত্যিই সুন্দর বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় ৷ পাশাপাশি, আমির খান জানান, এই ছবি প্রযোজনার পিছনে আসল উদ্দেশ্য৷
এদিন সিনেমা দেখে প্রধান বিচারপতি বলেন, "এই ছবি দেখানোর মূল উদ্দেশ্য ছিল, দেশের শীর্ষ আদালতের 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ৷ লিঙ্গবৈষম্য দূরীকরণের মতো বিষয় আমার মনের খুব কাছের ৷ তাই আমার মনে হয়েছে এই দিনে লাপাতা লেডিজ দেখা উচিত ৷ এই ছবির মধ্য ভারত তথা সমাজের নানা স্তরকে অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে ৷ আমরা সকলে এই ছবি উপভোগ করেছি ৷"
এরপর প্রধান বিচারপতি কীভাবে আমির খানের সঙ্গে পরিচয় হয়েছিল সেই স্মৃতি রোমন্থন করেন ৷ তিনি বলেন, "কয়েক বছর আগে আমি যখন বোম্বে হাই কোর্টে বিচারপতি ছিলাম তখন এক সেমিনারে অংশগ্রহণ করেছিলাম ৷ সেখানে উপস্থিত ছিলেন আমির খানও ৷ তিনিও সেই সেমিনারে বক্তব্য রাখেন ৷ প্রথম সাক্ষাতেই তাঁর সঙ্গে কথা বলে, তাঁর কথা শুনে আমার ভালো লাগে ৷"
শীর্ষ আদালতে সিনেমা শেষে আলাপচারিতায় 'লাপাতা লেডিস' টিমের তরফ থেকে উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমির খান ৷ এরপর তিনি জানান, কেন এই ধরনের সিনেমা তিনি প্রযোজনা করতে চেয়েছেন ৷ আমির বলেন, "অতিমারি কোভিডের সময় আমি অনেকটা খালি সময় পেয়েছিলাম ৷ নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা করি ৷ আমার মনে হয় আর মাত্র 15 বছর হয়তো আমি অ্যাক্টিভলি কাজ করতে পারব ৷ তারপর জীবন কে দেখেছে ৷ আমি এত বছর ধরে যা শিখেছি তা দর্শকদের ফিরিয়ে দিতে চেয়েছি ৷ এই সমাজ, দেশ এবং এই ফিল্ম ইন্ডাষ্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে ৷"
তিনি আরও বলেন, "আমার মনে হয়েছে একজন অভিনেতা হিসাবে আমি বছরে একটা সিনেমা করতে পারি কিন্তু একজন প্রযোজক হিসাবে আমি একাধিক ছবি করতে পারি ৷ আমি নতুনদের সুযোগ দিতে চাই ৷ আমি নতুন লেখক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী সকলকে একটা প্ল্যাটফর্ম দিতে চাই ৷ সেক্ষেত্রে লাপাতা লেডিজ আমার প্রথম প্রজেক্ট ৷ আমি এই ধরনের প্রতিভাকে সামনে আনতে চাই ৷ আমি সেই সকল প্রতিভাবানদের একটা শক্ত কাঁধ হতে চাই ৷"
প্রসঙ্গত, এদিন সিনেমা প্রদর্শনের পাশাপাশি আদালতে কীভাবে কাজ হয় তার সাক্ষী থাকেন আমির-কিরণ ৷ পরিচালক কিরণ জানান, তিনি সম্মানিতবোধ করছেন ৷ দেশের ন্যায় আদালতে 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে তাঁর সিনেমা নির্বাচিত হওয়ায় তিনি আপ্লুত ৷ ছবিটির স্ক্রিনিং হয় 4.15 মিনিটে ৷ শেষ হয় 6.20 মিনিট নাগাদ ৷ সিনেমা দেখতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ছাড়াও অন্যান্য বিচারপতি ও তাঁদের পরিবার ৷ অ্যাপেক্স কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে স্ক্রিনিং হয় ছবির ৷