ETV Bharat / business

মহিলাদের কর্ম সংস্থান বৃদ্ধি করতে পারে দেশের জিডিপি: বিশ্ব ব্যাংক - আন্তর্জাতিক নারী দিবস

বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আন্না বিজেরডে বলেন, বিশ্বব্যাংক নারীদের ক্ষমতায়ন ও সমানাধিকারের ওপর জোর দিচ্ছে। ভারতে মহিলা শ্রমশক্তির অংশগ্রহণ 50% বৃদ্ধি পেলে জিডিপি ঊর্ধ্বমুখী করতে পারে ৷ প্রায় 1% বৃদ্ধি পেতে পারে জিডিপি ৷ যা ভারতের মতো উন্নয়নশীল দেশের অর্থিনীতিতে প্রভাব ফেলবে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Feb 26, 2024, 7:51 PM IST

চেন্নাই, 26 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক নারী দিবসের আগে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ বিশ্ব ব্যাংকের ৷ মহিলাদের স্বনির্ভরতার পথে বাধা ঘরের সমস্যা ৷ সেই সমস্যা সমাধান ও সর্বস্তরে সমানাধিকারের জন্য নজর দিতে চলেছে বিশ্ব ব্যাংক ৷ এমনটা জানিয়েছে বিশ্ব ব্যাংকের এক উচ্চ আধিকারিক ৷ এই প্রসঙ্গেই বিশ্ব ব্যাংকের ডিরেক্টর (অপারেশন) আন্না বিজেরডে (Anna Bjerde) বলেন, "অন্ততপক্ষে 50 শতাংশ মহিলা কর্মরত হন, তবে তা দেশের জিডিপি 1 শতাংশ বৃদ্ধি করবে ৷ যা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য বিশেষ গুরুত্ব পূর্ণ ৷

জানুয়ারি মাসে তামিলনাড়ুর তাম্বারামের একটি কর্মরত মহিলাদের জন্য হস্টেল 'তোজি' উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ এই হস্টেলটি তামিলনাড়ু সরকার, বিশ্বব্যাংক এবং বেসরকারী সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে ৷ বিশ্ব নারী দিবসের আগে এই হস্টেল পরিদর্শনে এসেছিলেন বিশ্ব ব্যাংকের আধিকারিকরা ৷ সেখানেই মহিলাদের কর্মসংস্থান ও সমানাধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ৷

মহিলাদের সমানাধিকার ও কর্ম সংস্থান প্রসঙ্গেই বিশ্ব ব্যাংকের আধকারিক আন্না বিজেরডে বলেন, "মহিলাদের পারিবারিক সমস্যার সমাধান হলেই দেখা যাবে তাঁরা কর্মমুখী হয়েছেন ৷ বর্তমানে কর্মরত মহিলাদের জন্য হস্টেলের সংখ্যা বেড়ে চলেছে ৷ মহিলাদের পারিবারিক সমস্যা সমাধানে সাফল্য পেয়েছে বিশ্ব ব্যাংক ৷ এই হস্টেলে যে সমস্ত মহিলা আছেন তাঁদের মধ্যে কেউ পড়াশোনা করছেন, আবার কেউ তথ্য প্রযুক্তিক্ষেত্রে কর্মরত ৷"

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব ব্যাংক মহিলাদের উন্নয়নের জন্য সচেষ্ট ৷ নারীদের উন্নতি হলে দেশেরও উন্নয়ন হবে ৷ তাই তামিলনাড়ুতে মতো রাজ্যে মহিলাদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ তবে নারী উন্নয়নের ক্ষেত্রে সফল মডেল রাজ্য হিসাবে নজির গড়বে তামিলনাড়ু ৷ আগামিদিনে ভারতে যাতে কর্মরত মহিলাদের সংখ্যা বাড়ে সেই দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ওই আধিকারিক ৷

বিশ্ব ব্যাংকের ডিরেক্টর (অপারেশন) আন্না বিজেরডে আরও উল্লেখ করেন, প্রতিটি দেশ তাদের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর ৷ তা সে সামাজিক ক্ষেত্র হোক অথবা অর্থনীতি ৷ ভারতের থেকেও উন্নয়নশীল দেশ গুলি অনেক কিছু শিখতে পারে ৷ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিও মডেল করে ভারত নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে ৷ বিস্তারিত উল্লেখ করেই তিনি জানান, শুধু সররকারী নির্ভরতা নয়, বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে মহিলাদের জন্য ৷ দেশের উন্নয়নের জন্য মহিলাদের কর্মসংস্থান অত্যন্ত জরুরী ৷ কারণ 50 শতাংশ মহিলার কর্ম সংস্থান হলে জিডিপি 1 শতাংশ বৃদ্ধি পাবে ৷ যা ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে অর্থনীতির উন্নয়নকে আরও একধাপ এগিয়ে দেবে ৷

আরও পড়ুন:

  1. পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ম মেনে চলার গুরুত্ব বাড়িয়েছে, বললেন চন্দ্রশেখর
  2. চলতি বিয়ের মরশুমে কোটি কোটি টাকার ব্যবসার সম্ভাবনা, সমীক্ষা রিপোর্ট শুনলে চমকে যাবেন
  3. ফ্রান্সের পর শ্রীলঙ্কা ও মরিশাসেও চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা

চেন্নাই, 26 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক নারী দিবসের আগে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ বিশ্ব ব্যাংকের ৷ মহিলাদের স্বনির্ভরতার পথে বাধা ঘরের সমস্যা ৷ সেই সমস্যা সমাধান ও সর্বস্তরে সমানাধিকারের জন্য নজর দিতে চলেছে বিশ্ব ব্যাংক ৷ এমনটা জানিয়েছে বিশ্ব ব্যাংকের এক উচ্চ আধিকারিক ৷ এই প্রসঙ্গেই বিশ্ব ব্যাংকের ডিরেক্টর (অপারেশন) আন্না বিজেরডে (Anna Bjerde) বলেন, "অন্ততপক্ষে 50 শতাংশ মহিলা কর্মরত হন, তবে তা দেশের জিডিপি 1 শতাংশ বৃদ্ধি করবে ৷ যা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য বিশেষ গুরুত্ব পূর্ণ ৷

জানুয়ারি মাসে তামিলনাড়ুর তাম্বারামের একটি কর্মরত মহিলাদের জন্য হস্টেল 'তোজি' উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ এই হস্টেলটি তামিলনাড়ু সরকার, বিশ্বব্যাংক এবং বেসরকারী সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে ৷ বিশ্ব নারী দিবসের আগে এই হস্টেল পরিদর্শনে এসেছিলেন বিশ্ব ব্যাংকের আধিকারিকরা ৷ সেখানেই মহিলাদের কর্মসংস্থান ও সমানাধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ৷

মহিলাদের সমানাধিকার ও কর্ম সংস্থান প্রসঙ্গেই বিশ্ব ব্যাংকের আধকারিক আন্না বিজেরডে বলেন, "মহিলাদের পারিবারিক সমস্যার সমাধান হলেই দেখা যাবে তাঁরা কর্মমুখী হয়েছেন ৷ বর্তমানে কর্মরত মহিলাদের জন্য হস্টেলের সংখ্যা বেড়ে চলেছে ৷ মহিলাদের পারিবারিক সমস্যা সমাধানে সাফল্য পেয়েছে বিশ্ব ব্যাংক ৷ এই হস্টেলে যে সমস্ত মহিলা আছেন তাঁদের মধ্যে কেউ পড়াশোনা করছেন, আবার কেউ তথ্য প্রযুক্তিক্ষেত্রে কর্মরত ৷"

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব ব্যাংক মহিলাদের উন্নয়নের জন্য সচেষ্ট ৷ নারীদের উন্নতি হলে দেশেরও উন্নয়ন হবে ৷ তাই তামিলনাড়ুতে মতো রাজ্যে মহিলাদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ তবে নারী উন্নয়নের ক্ষেত্রে সফল মডেল রাজ্য হিসাবে নজির গড়বে তামিলনাড়ু ৷ আগামিদিনে ভারতে যাতে কর্মরত মহিলাদের সংখ্যা বাড়ে সেই দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ওই আধিকারিক ৷

বিশ্ব ব্যাংকের ডিরেক্টর (অপারেশন) আন্না বিজেরডে আরও উল্লেখ করেন, প্রতিটি দেশ তাদের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর ৷ তা সে সামাজিক ক্ষেত্র হোক অথবা অর্থনীতি ৷ ভারতের থেকেও উন্নয়নশীল দেশ গুলি অনেক কিছু শিখতে পারে ৷ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিও মডেল করে ভারত নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে ৷ বিস্তারিত উল্লেখ করেই তিনি জানান, শুধু সররকারী নির্ভরতা নয়, বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে মহিলাদের জন্য ৷ দেশের উন্নয়নের জন্য মহিলাদের কর্মসংস্থান অত্যন্ত জরুরী ৷ কারণ 50 শতাংশ মহিলার কর্ম সংস্থান হলে জিডিপি 1 শতাংশ বৃদ্ধি পাবে ৷ যা ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে অর্থনীতির উন্নয়নকে আরও একধাপ এগিয়ে দেবে ৷

আরও পড়ুন:

  1. পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ম মেনে চলার গুরুত্ব বাড়িয়েছে, বললেন চন্দ্রশেখর
  2. চলতি বিয়ের মরশুমে কোটি কোটি টাকার ব্যবসার সম্ভাবনা, সমীক্ষা রিপোর্ট শুনলে চমকে যাবেন
  3. ফ্রান্সের পর শ্রীলঙ্কা ও মরিশাসেও চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.