ETV Bharat / business

বুধে সামান্য বাড়ল স্টক সূচক, বিনিয়োগকারীদের নজরে আরবিআই মনেটরি পলিসি বৈঠক - ভারতীয় স্টক

Share Market: মঙ্গলবারের তুলনায় বুধবার বাজার খুলতেই সামান্য বাড়ল ভারতীয় স্টক সূচকগুলি ৷ তবে বিনিয়োগকারীদের এখন নজর আরবিআই মনেটরি পলিসি বৈঠকের দিকে ৷ যার শেষ হবে বৃহস্পতিবার ৷

Share Market
ভারতীয় স্টক
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 2:02 PM IST

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: বাজার খুলতেই বুধবার সামান্য বাড়ল ভারতীয় স্টক সূচকগুলি ৷ রাতারাতি মার্কিন বাজার থেকে ইতিবাচক সংকেত এবং বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিচ্ছে ৷ সকাল 9টা 28 মিনিটে সেনসেক্স 72 হাজার 357.98 পয়েন্টে ছিল, যা 171.88 পয়েন্ট বা 0.24 শতাংশ উপরে এবং নিফটি 21 হাজার 993.15 পয়েন্টে ছিল, যা 63.75 পয়েন্ট বা 0.29 শতাংশ । ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকা নিফটির 50 স্টকগুলির মধ্যে 34টি অগ্রসর ও 15টি হ্রাস পেয়েছে এবং বাকি 1টি স্থির অবস্থায় ছিল ৷

এই সপ্তাহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতির বৈঠক রয়েছে ৷ তিনদিনব্যাপী বৈঠকের শেষ হবে বৃহস্পতিবার ৷ ওই দিন বৈঠকের ফলাফলের উপর নজর থাকবে বিনিয়োগকারীদের । আরবিআই সাধারণত একটি আর্থিক বছরে ছয়টি দ্বিমাসিক সভা পরিচালনা করে ৷ যেখানে সুদের হার, অর্থ সরবরাহ, মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে আলোচনা করা হয় । ডিসেম্বরের বৈঠকে আরবিআই সর্বসম্মতভাবে পলিসি রেপো রেট 6.5 শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই নিয়ে পঞ্চমবারের রেপো রেট অপরিবর্তিত থাকল ।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির ফেব্রুয়ারি মাসে পর্যালোচনা বৈঠক রয়েছে ৷ এসবিআই রিসার্চ অনুসারে এই বৈঠকে আবার রেপো রেট একই থাকবে বলে আশা করা হচ্ছে । রেপো রেট হল, সেই সুদের হার যেখানে আরবিআই অন্যান্য ব্যাংককে ঋণ দেয় । আরবিআই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে মে 2022 সাল থেকে রেপো রেট 250 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.5 শতাংশে উন্নীত করেছে ৷ সুদের হার বাড়ানো একটি আর্থিক নীতির উপকরণ যা সাধারণত অর্থনীতিতে চাহিদা দমন করতে সাহায্য করে ৷ যার ফলে মুদ্রানীতির হার হ্রাস পায় । ভারতে খুচরো মূল্যবৃদ্ধি যদিও আরবিআইআর 2-6 শতাংশের স্বাচ্ছন্দ্যের স্তরে কিন্তু আদর্শ 4 শতাংশের উপরে থাকা । ডিসেম্বরে তা ছিল 5.69 শতাংশ ।

জানুয়ারিতে প্রচুর ক্রেতাদের পরিণত করার পর বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা আবার এই মাসে ভারতীয় স্টক জমা করতে শুরু করেছে । তারা এখন পর্যন্ত 3 হাজার 44 কোটি টাকার ইক্যুইটি কিনেছে । জানুয়ারিতে ভারতীয় স্টক বিক্রির হিড়িক পরে গিয়েছিল ৷ ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতাদের পরিণত করেছিল বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা ৷

(সংবাদ সংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট
  2. ভারতীয় স্টক বিক্রির হিড়িক বিদেশী বিনিয়োগকারীদের, জানুয়ারিতে লক্ষ্মীলাভ কয়েক হাজার কোটি
  3. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: বাজার খুলতেই বুধবার সামান্য বাড়ল ভারতীয় স্টক সূচকগুলি ৷ রাতারাতি মার্কিন বাজার থেকে ইতিবাচক সংকেত এবং বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিচ্ছে ৷ সকাল 9টা 28 মিনিটে সেনসেক্স 72 হাজার 357.98 পয়েন্টে ছিল, যা 171.88 পয়েন্ট বা 0.24 শতাংশ উপরে এবং নিফটি 21 হাজার 993.15 পয়েন্টে ছিল, যা 63.75 পয়েন্ট বা 0.29 শতাংশ । ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকা নিফটির 50 স্টকগুলির মধ্যে 34টি অগ্রসর ও 15টি হ্রাস পেয়েছে এবং বাকি 1টি স্থির অবস্থায় ছিল ৷

এই সপ্তাহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতির বৈঠক রয়েছে ৷ তিনদিনব্যাপী বৈঠকের শেষ হবে বৃহস্পতিবার ৷ ওই দিন বৈঠকের ফলাফলের উপর নজর থাকবে বিনিয়োগকারীদের । আরবিআই সাধারণত একটি আর্থিক বছরে ছয়টি দ্বিমাসিক সভা পরিচালনা করে ৷ যেখানে সুদের হার, অর্থ সরবরাহ, মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে আলোচনা করা হয় । ডিসেম্বরের বৈঠকে আরবিআই সর্বসম্মতভাবে পলিসি রেপো রেট 6.5 শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই নিয়ে পঞ্চমবারের রেপো রেট অপরিবর্তিত থাকল ।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির ফেব্রুয়ারি মাসে পর্যালোচনা বৈঠক রয়েছে ৷ এসবিআই রিসার্চ অনুসারে এই বৈঠকে আবার রেপো রেট একই থাকবে বলে আশা করা হচ্ছে । রেপো রেট হল, সেই সুদের হার যেখানে আরবিআই অন্যান্য ব্যাংককে ঋণ দেয় । আরবিআই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে মে 2022 সাল থেকে রেপো রেট 250 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.5 শতাংশে উন্নীত করেছে ৷ সুদের হার বাড়ানো একটি আর্থিক নীতির উপকরণ যা সাধারণত অর্থনীতিতে চাহিদা দমন করতে সাহায্য করে ৷ যার ফলে মুদ্রানীতির হার হ্রাস পায় । ভারতে খুচরো মূল্যবৃদ্ধি যদিও আরবিআইআর 2-6 শতাংশের স্বাচ্ছন্দ্যের স্তরে কিন্তু আদর্শ 4 শতাংশের উপরে থাকা । ডিসেম্বরে তা ছিল 5.69 শতাংশ ।

জানুয়ারিতে প্রচুর ক্রেতাদের পরিণত করার পর বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা আবার এই মাসে ভারতীয় স্টক জমা করতে শুরু করেছে । তারা এখন পর্যন্ত 3 হাজার 44 কোটি টাকার ইক্যুইটি কিনেছে । জানুয়ারিতে ভারতীয় স্টক বিক্রির হিড়িক পরে গিয়েছিল ৷ ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতাদের পরিণত করেছিল বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা ৷

(সংবাদ সংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট
  2. ভারতীয় স্টক বিক্রির হিড়িক বিদেশী বিনিয়োগকারীদের, জানুয়ারিতে লক্ষ্মীলাভ কয়েক হাজার কোটি
  3. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.