ETV Bharat / business

সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় সেনসেক্স, নয়া রেকর্ড নিফটিরও ! প্রত্যাশা চড়া মুনাফার - Stock Market Update - STOCK MARKET UPDATE

Sensex And Nifty: বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে পতনের সাময়িক ধাক্কা সামলে ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক তাদের নতুন রেকর্ড উচ্চতা ছুঁয়েছে ৷ প্রথমবার সেনসেক্স 79000 গণ্ডি পেরিয়েছে, নিফটিও তার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে ।

Sensex And Nifty
সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় সেনসেক্স (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 27, 2024, 12:07 PM IST

Updated : Jun 27, 2024, 12:32 PM IST

মুম্বই, 27 জুন: ভারতীয় শেয়ারবাজার ফের নয়া ইতিহাস সৃষ্টি করেছে ! প্রথমবার সেনসেক্স 79000 গণ্ডি পেরিয়েছে, সৌজন্যে রিলায়েন্সের স্টকের ঝোড়ো গতিতে চাহিদা বৃদ্ধি ৷ বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে পতনের সাময়িক ধাক্কা সামলে ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক তাদের নতুন রেকর্ড উচ্চতা ছুঁয়েছে ৷ সেনসেক্স প্রথমবারের মতো তার ঐতিহাসিক উচ্চতায় 79,000-এর মাইলফলক পেরিয়ে যায় এবং ব্লু-চিপ স্টকের ঊর্ধ্বমুখী চাহিদায় ভর করে নিফটি তার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে ।

30টি শেয়ারের বিএসই সেনসেক্স এদিন 339.51 পয়েন্ট বেড়ে 79,013.76-এর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে, যা ব্লু-চিপস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের ঊর্ধ্বমুখী চাহিদার জেরে অনেকটা সম্ভব হয়েছে । নিফটিও বৃহস্পতিবারের প্রথমিক লেনদেনে 97.6 পয়েন্ট বেড়ে 23,966.40-এর নয়া সর্বকালের উচ্চতা স্পর্শ করেছে ।

সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, জেএসডব্লিউ স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং টাটা স্টিলের শেয়ারধারকরা (শেয়ারহোল্ডার) সবচেয়ে বেশি লাভবান হয়েছে । পাশাপাশি, মারুতি, টেক মহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস এবং লার্সেন অ্যান্ড টুবরোর শেয়ারদরে বেশ কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে ।

এর আগে সপ্তাহের চতুর্থ দিনে শেয়ারবাজারে বেশ কিছুটা দরপতন দেখা গিয়েছিল । গত বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে সেনসেক্স 150 পয়েন্টেরও বেশি কমে যায় । অন্যদিকে, নিফটি সূচকও নিম্নমুখী হয়ে 23850-এর স্তর থেকে নেমে যায় । গত সপ্তাহে প্রযুক্তি খাতের শেয়ারের চাহিদার বাজারে বেশ অস্থিরতা ছিল । তবে তার মধ্যেও ইন্ডিয়া সিমেন্টের শেয়ারদর 11 শতাংশ বেড়েছিল ।

এশিয়ার বাজারে, সিউল, টোকিও, সাংহাই এবং হংকং বৃহস্পতিবার সামান্য পতনের সঙ্গে লেনদেন করছে । বুধবার মার্কিন শেয়ারবাজার ইতিবাচক ফলাফলে বন্ধ হয় । বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) বুধবার 3,535.43 কোটি টাকার ইক্যুইটি ছেড়েছে । ফলে আজ ভারতীয় শেয়ারকারবারীরা বেশ কিছুটা মুনাফার প্রত্যাশা রাখছেন ৷

মুম্বই, 27 জুন: ভারতীয় শেয়ারবাজার ফের নয়া ইতিহাস সৃষ্টি করেছে ! প্রথমবার সেনসেক্স 79000 গণ্ডি পেরিয়েছে, সৌজন্যে রিলায়েন্সের স্টকের ঝোড়ো গতিতে চাহিদা বৃদ্ধি ৷ বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে পতনের সাময়িক ধাক্কা সামলে ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক তাদের নতুন রেকর্ড উচ্চতা ছুঁয়েছে ৷ সেনসেক্স প্রথমবারের মতো তার ঐতিহাসিক উচ্চতায় 79,000-এর মাইলফলক পেরিয়ে যায় এবং ব্লু-চিপ স্টকের ঊর্ধ্বমুখী চাহিদায় ভর করে নিফটি তার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে ।

30টি শেয়ারের বিএসই সেনসেক্স এদিন 339.51 পয়েন্ট বেড়ে 79,013.76-এর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে, যা ব্লু-চিপস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের ঊর্ধ্বমুখী চাহিদার জেরে অনেকটা সম্ভব হয়েছে । নিফটিও বৃহস্পতিবারের প্রথমিক লেনদেনে 97.6 পয়েন্ট বেড়ে 23,966.40-এর নয়া সর্বকালের উচ্চতা স্পর্শ করেছে ।

সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, জেএসডব্লিউ স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং টাটা স্টিলের শেয়ারধারকরা (শেয়ারহোল্ডার) সবচেয়ে বেশি লাভবান হয়েছে । পাশাপাশি, মারুতি, টেক মহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস এবং লার্সেন অ্যান্ড টুবরোর শেয়ারদরে বেশ কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে ।

এর আগে সপ্তাহের চতুর্থ দিনে শেয়ারবাজারে বেশ কিছুটা দরপতন দেখা গিয়েছিল । গত বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে সেনসেক্স 150 পয়েন্টেরও বেশি কমে যায় । অন্যদিকে, নিফটি সূচকও নিম্নমুখী হয়ে 23850-এর স্তর থেকে নেমে যায় । গত সপ্তাহে প্রযুক্তি খাতের শেয়ারের চাহিদার বাজারে বেশ অস্থিরতা ছিল । তবে তার মধ্যেও ইন্ডিয়া সিমেন্টের শেয়ারদর 11 শতাংশ বেড়েছিল ।

এশিয়ার বাজারে, সিউল, টোকিও, সাংহাই এবং হংকং বৃহস্পতিবার সামান্য পতনের সঙ্গে লেনদেন করছে । বুধবার মার্কিন শেয়ারবাজার ইতিবাচক ফলাফলে বন্ধ হয় । বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) বুধবার 3,535.43 কোটি টাকার ইক্যুইটি ছেড়েছে । ফলে আজ ভারতীয় শেয়ারকারবারীরা বেশ কিছুটা মুনাফার প্রত্যাশা রাখছেন ৷

Last Updated : Jun 27, 2024, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.