ETV Bharat / business

ফের রেকর্ড উচ্চতায় সেনসেক্স-নিফটি ! ঊর্ধ্বমুখী বিনিয়োগকারীদের লাভের অঙ্ক - Stock Market Update

Nifty, Sensex Surges Again: গত 27 জুন, বৃহস্পতিবার প্রথমবার নতুন রেকর্ড গড়ে 79 হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স ৷ ওইদিন নতুন রেকর্ড ছুঁয়েছিল নিফটিও ৷ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিনেও শেয়ারবাজার খুলতেই ফের মুনাফার মুখ দেখলেন কারবারীরা ৷

Nifty, Sensex Surges Again
ফের রেকর্ড উচ্চতায় সেনসেক্স-নিফটি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 11:09 AM IST

Updated : Jul 2, 2024, 11:41 AM IST

মুম্বই, 2 জুলাই: মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজার খুলতেই কারবারীরা ফের মুনাফার মুখ দেখলেন ৷ ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক, সেনসেক্স এবং নিফটি আজ (২ জুলাই) প্রথমিক লেনদেনে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে । গত 27 জুন, বৃহস্পতিবার প্রথমবার নতুন রেকর্ড গড়ে 79 হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স ৷ ওই দিন প্রাথমিক লেনদেনে পতনের ধাক্কা সামলে দালাল স্ট্রিটের দুই বেঞ্চমার্ক সূচক তাদের নতুন রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলে ৷

মঙ্গলবার, প্রথমিক লেনদেনে 30-শেয়ারের BSE সেনসেক্স 0.47 শতাংশ বা 379.68 পয়েন্ট বেড়ে 79,855.87-এর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে । বিস্তৃত NSE নিফটি সূচক প্রথমবার তার রেকর্ড 24,200 স্তর অতিক্রম করেছে ৷ নিফটি সূচক আজ 0.39 শতাংশ বা 94.4 পয়েন্ট বেড়ে 24,236.35-এর সর্বকালের সর্বোচ্চে স্তরে পৌঁছেছে।

এদিনের প্রাথমিক লেনদেনে সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক এবং পাওয়ার গ্রিডের স্টক সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। এদিকে টাটা মোটর্স, বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার দর কিছুটা কমেছে ।

নিফটির 50টি স্টকের মধ্যে আইশার মোটর্স, উইপ্রো, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস এবং হিরো মোটোকর্পের শেয়ারদর এদিনের প্রাথমিক লেনদেনে ঊর্ধ্বমুখী ছিল ৷ পাশাপাশি, বাজাজ অটো, সান ফার্মা, বাজাজ ফাইন্যান্স, টাটা মোটর্স এবং আদানি এন্টারপ্রাইজেস-এর শেযারদর পড়েছে ৷

মঙ্গলবার সকালে বিশ্ব বাজারের ইতিবাচক সংকেতে এশিয়ান বাজারে, টোকিও, সাংহাই এবং হংকং-এর বাজার মুনাফার সঙ্গে লেনদেন করছিল ৷ যদিও সিউলের বাজার সূচক নিম্নমুখী ছিল । মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনটি প্রধান স্টক সূচক- নাসডাক, ডও জোন্স, এবং এস অ্যান্ড পি 500 সোমবার সারাদিনের লেনদেন শেষে মুনাফার মুখ দেখেছে । ফ্রান্সের স্ন্যাপ পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ইতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয় স্টকগুলিতেও ৷

মুম্বই, 2 জুলাই: মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজার খুলতেই কারবারীরা ফের মুনাফার মুখ দেখলেন ৷ ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক, সেনসেক্স এবং নিফটি আজ (২ জুলাই) প্রথমিক লেনদেনে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে । গত 27 জুন, বৃহস্পতিবার প্রথমবার নতুন রেকর্ড গড়ে 79 হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স ৷ ওই দিন প্রাথমিক লেনদেনে পতনের ধাক্কা সামলে দালাল স্ট্রিটের দুই বেঞ্চমার্ক সূচক তাদের নতুন রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলে ৷

মঙ্গলবার, প্রথমিক লেনদেনে 30-শেয়ারের BSE সেনসেক্স 0.47 শতাংশ বা 379.68 পয়েন্ট বেড়ে 79,855.87-এর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে । বিস্তৃত NSE নিফটি সূচক প্রথমবার তার রেকর্ড 24,200 স্তর অতিক্রম করেছে ৷ নিফটি সূচক আজ 0.39 শতাংশ বা 94.4 পয়েন্ট বেড়ে 24,236.35-এর সর্বকালের সর্বোচ্চে স্তরে পৌঁছেছে।

এদিনের প্রাথমিক লেনদেনে সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক এবং পাওয়ার গ্রিডের স্টক সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। এদিকে টাটা মোটর্স, বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার দর কিছুটা কমেছে ।

নিফটির 50টি স্টকের মধ্যে আইশার মোটর্স, উইপ্রো, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস এবং হিরো মোটোকর্পের শেয়ারদর এদিনের প্রাথমিক লেনদেনে ঊর্ধ্বমুখী ছিল ৷ পাশাপাশি, বাজাজ অটো, সান ফার্মা, বাজাজ ফাইন্যান্স, টাটা মোটর্স এবং আদানি এন্টারপ্রাইজেস-এর শেযারদর পড়েছে ৷

মঙ্গলবার সকালে বিশ্ব বাজারের ইতিবাচক সংকেতে এশিয়ান বাজারে, টোকিও, সাংহাই এবং হংকং-এর বাজার মুনাফার সঙ্গে লেনদেন করছিল ৷ যদিও সিউলের বাজার সূচক নিম্নমুখী ছিল । মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনটি প্রধান স্টক সূচক- নাসডাক, ডও জোন্স, এবং এস অ্যান্ড পি 500 সোমবার সারাদিনের লেনদেন শেষে মুনাফার মুখ দেখেছে । ফ্রান্সের স্ন্যাপ পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ইতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয় স্টকগুলিতেও ৷

Last Updated : Jul 2, 2024, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.