ETV Bharat / business

সর্বকালের রেকর্ড উচ্চতায় সেনসেক্স-নিফটি ! বড় মুনাফার ইঙ্গিত - Stock Market Update - STOCK MARKET UPDATE

Stock Market Update: আজ নিয়ে টানা চতুর্থ সেশনে বৃদ্ধির মুখ দেখল দালাল স্ট্রিট ৷ শেয়ারবাজারের দুই ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি দিনের প্রাথমিক লেনদেনে তার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছয় ৷ দিনের শুরুতেই তাই বেশ কিছুটা লাভের মুখ দেখেছেন শেয়ারকারবারীরা ৷

Stock Market Update
আজ নিয়ে টানা চতুর্থ সেশনে বৃদ্ধির মুখ দেখল দালাল স্ট্রিট (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 18, 2024, 2:15 PM IST

মুম্বই, 18 জুন: ভারতীয় শেয়ারবাজারে মঙ্গলবার লেনদেনের সূচনাটা বেশ ভালোই হয়েছে ৷ শেয়ারবাজারের দুই ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি দিনের প্রাথমিক লেনদেনে তার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছয় ৷ বিশ্ব বাজারে লেনদেনে দৃঢ়তা, আইটি স্টক লেনদেনের বৃদ্ধি এবং নতুন বিদেশী তহবিল প্রবাহে গতি বৃদ্ধির প্রভাবে দিনের শুরুতেই বেশ কিছুটা লাভের মুখ দেখেছেন শেয়ারকারবারীরা ৷

আজ নিয়ে টানা চতুর্থ সেশনে বৃদ্ধির মুখ দেখল দালাল স্ট্রিট ৷ মঙ্গলবার বিএসই সেনসেক্সের 30টি শেয়ার 334.03 পয়েন্ট বেড়ে 77,326.80 এর রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় । এনএসি নিফটির 50টি শেয়ারও 108.25 পয়েন্ট বেড়ে 23,573.85 এর নতুন রেকর্ড সৃষ্টি করে । আজ প্রাথমিক লেনদেনে সেনসেক্সের 30টি কোম্পানির শেয়ারের মধ্যে, উইপ্রো, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, ভারতী এয়ারটেল এবং হিন্দুস্তান ইউনিলিভার সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে । তবে মারুতি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারদর কিছুটা পড়তির দিকে ছিল। এশিয়ান বাজারে, সিউল, টোকিও এবং সাংহাইতে ইতিবাচক লেনদেনের প্রভাব ভারতীয় শেয়ারবাজারেও পড়েছে। সোমবার মার্কিন বাজারের দর বেড়েছে যার পরোক্ষ প্রভাবে আজ লাভবান হচ্ছেন ভারতীয় বিনিয়োগকারীরা ।

ভারতীয় স্টক এক্সচেঞ্জের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) শুক্রবার 2,175.86 কোটি টাকার ইক্যুইটি কিনেছেন। ঈদুল আজহা উপলক্ষে সোমবার শেয়ারবাজার বন্ধ ছিল । কিন্তু, তিনদিন পর বাজার খুলতেই লাভের মুখ দেখলেন দালাল স্ট্রিটের কারবারীরা ৷

টানা তৃতীয় সেশনে বিএসই সেনসেক্স সূচক 181.87 পয়েন্ট বা 0.24 শতাংশ বেড়ে শুক্রবার বাজার বন্ধের সময় 76,992.77-এর নতুন উচ্চতায় পৌঁছয় । ওই দিন নিফটিও 66.70 পয়েন্ট বা 0.29 শতাংশ বেড়ে 23,465.60 এর রেকর্ড উচ্চতায় ছুঁয়েছে ।

মুম্বই, 18 জুন: ভারতীয় শেয়ারবাজারে মঙ্গলবার লেনদেনের সূচনাটা বেশ ভালোই হয়েছে ৷ শেয়ারবাজারের দুই ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি দিনের প্রাথমিক লেনদেনে তার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছয় ৷ বিশ্ব বাজারে লেনদেনে দৃঢ়তা, আইটি স্টক লেনদেনের বৃদ্ধি এবং নতুন বিদেশী তহবিল প্রবাহে গতি বৃদ্ধির প্রভাবে দিনের শুরুতেই বেশ কিছুটা লাভের মুখ দেখেছেন শেয়ারকারবারীরা ৷

আজ নিয়ে টানা চতুর্থ সেশনে বৃদ্ধির মুখ দেখল দালাল স্ট্রিট ৷ মঙ্গলবার বিএসই সেনসেক্সের 30টি শেয়ার 334.03 পয়েন্ট বেড়ে 77,326.80 এর রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় । এনএসি নিফটির 50টি শেয়ারও 108.25 পয়েন্ট বেড়ে 23,573.85 এর নতুন রেকর্ড সৃষ্টি করে । আজ প্রাথমিক লেনদেনে সেনসেক্সের 30টি কোম্পানির শেয়ারের মধ্যে, উইপ্রো, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, ভারতী এয়ারটেল এবং হিন্দুস্তান ইউনিলিভার সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে । তবে মারুতি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারদর কিছুটা পড়তির দিকে ছিল। এশিয়ান বাজারে, সিউল, টোকিও এবং সাংহাইতে ইতিবাচক লেনদেনের প্রভাব ভারতীয় শেয়ারবাজারেও পড়েছে। সোমবার মার্কিন বাজারের দর বেড়েছে যার পরোক্ষ প্রভাবে আজ লাভবান হচ্ছেন ভারতীয় বিনিয়োগকারীরা ।

ভারতীয় স্টক এক্সচেঞ্জের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) শুক্রবার 2,175.86 কোটি টাকার ইক্যুইটি কিনেছেন। ঈদুল আজহা উপলক্ষে সোমবার শেয়ারবাজার বন্ধ ছিল । কিন্তু, তিনদিন পর বাজার খুলতেই লাভের মুখ দেখলেন দালাল স্ট্রিটের কারবারীরা ৷

টানা তৃতীয় সেশনে বিএসই সেনসেক্স সূচক 181.87 পয়েন্ট বা 0.24 শতাংশ বেড়ে শুক্রবার বাজার বন্ধের সময় 76,992.77-এর নতুন উচ্চতায় পৌঁছয় । ওই দিন নিফটিও 66.70 পয়েন্ট বা 0.29 শতাংশ বেড়ে 23,465.60 এর রেকর্ড উচ্চতায় ছুঁয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.