ETV Bharat / business

আদানির কাছে বিক্রি করা হচ্ছে না শেয়ার, জানিয়ে দিল পেটিএম - Paytm - PAYTM

Paytm on Stake Sale: আদানির কাছে বিক্রি করা হচ্ছে না সংস্থার একটি শেয়ারও ৷ গৌতম আদানির সঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই জানাল ডিজিটাল পেমেন্টস্ সংস্থা পেটিএম ৷

Paytm on Stake Sale
শেয়ার বিক্রি নিয়ে পেটিএম (ফাইল চিত্র)
author img

By ANI

Published : May 29, 2024, 4:08 PM IST

Updated : May 29, 2024, 5:53 PM IST

নয়াদিল্লি, 29 মে: সংস্থার একটি শেয়ারও বিক্রি করা হচ্ছে না ৷ স্পষ্ট জানিয়ে দিলেন ডিজিটাল পেমেন্টস্ সংস্থা পেটিএম-র প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা ৷ পেটিএম-র অভিভাবক সংস্থা ওয়ান-97 কমিউনিকেশনের শেয়ার কিনতে চলেছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ৷ সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয় ৷ সেই সমস্ত খবরকে ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনপ্রিয় ফিনটেক কোম্পানির মালিক বিজয় শর্মা ৷

এই প্রসঙ্গে কোম্পানির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, "কোম্পানির শেয়ার বিক্রির সমস্ত খবর সম্পূর্ণভাবে অনুমানমূলক ৷ সংস্থা এই ধরনের কোনও আলোচনার সঙ্গে জড়িত নয় ৷ সেবি আইন 2015-এর অধীনে কোম্পানি সমস্ত সিদ্ধান্ত নেয় এবং আগামী দিনেও তাই হবে ৷" এই বিষয়ে স্টক এক্সচেঞ্জেও বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পেটিএম ৷ যদিও বিজনেস টাইকুন গৌতম আদানির সঙ্গে সংস্থার মালিকের কোনও রকম আলোচনা হয়েছে কি না, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানান হয়নি পেটিএম-র তরফে ৷

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিভাবক সংস্থায় 19 শতাংশ শেয়ার রয়েছে পেটিএম-র প্রতিষ্ঠাতা বিজয় শর্মার ৷ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় 342 টাকা ৷ অর্থাৎ মোট 4 কোটি 2 লক্ষ 18 হাজার টাকা ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই সমস্ত শেয়ার কেনার জন্য বিজয়ের সঙ্গে বৈঠক করে আদানি গ্রুপ ৷ এমনকি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার গৌতম আদানির আমেদাবাদের অফিসে গিয়ে বিজয় দেখা করেন বলেও খবর ৷ যদিও বুধবার সেই সমস্ত খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে পেটিএম-র তরফে ৷

নয়াদিল্লি, 29 মে: সংস্থার একটি শেয়ারও বিক্রি করা হচ্ছে না ৷ স্পষ্ট জানিয়ে দিলেন ডিজিটাল পেমেন্টস্ সংস্থা পেটিএম-র প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা ৷ পেটিএম-র অভিভাবক সংস্থা ওয়ান-97 কমিউনিকেশনের শেয়ার কিনতে চলেছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ৷ সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয় ৷ সেই সমস্ত খবরকে ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনপ্রিয় ফিনটেক কোম্পানির মালিক বিজয় শর্মা ৷

এই প্রসঙ্গে কোম্পানির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, "কোম্পানির শেয়ার বিক্রির সমস্ত খবর সম্পূর্ণভাবে অনুমানমূলক ৷ সংস্থা এই ধরনের কোনও আলোচনার সঙ্গে জড়িত নয় ৷ সেবি আইন 2015-এর অধীনে কোম্পানি সমস্ত সিদ্ধান্ত নেয় এবং আগামী দিনেও তাই হবে ৷" এই বিষয়ে স্টক এক্সচেঞ্জেও বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পেটিএম ৷ যদিও বিজনেস টাইকুন গৌতম আদানির সঙ্গে সংস্থার মালিকের কোনও রকম আলোচনা হয়েছে কি না, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানান হয়নি পেটিএম-র তরফে ৷

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিভাবক সংস্থায় 19 শতাংশ শেয়ার রয়েছে পেটিএম-র প্রতিষ্ঠাতা বিজয় শর্মার ৷ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় 342 টাকা ৷ অর্থাৎ মোট 4 কোটি 2 লক্ষ 18 হাজার টাকা ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই সমস্ত শেয়ার কেনার জন্য বিজয়ের সঙ্গে বৈঠক করে আদানি গ্রুপ ৷ এমনকি, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার গৌতম আদানির আমেদাবাদের অফিসে গিয়ে বিজয় দেখা করেন বলেও খবর ৷ যদিও বুধবার সেই সমস্ত খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে পেটিএম-র তরফে ৷

Last Updated : May 29, 2024, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.