ETV Bharat / business

তাপপ্রবাহের জের ! জুনে দেশজুড়ে অনেকটাই কমল গাড়ির বিক্রি - Retail Car Sales Dip

author img

By PTI

Published : Jul 5, 2024, 1:36 PM IST

Updated : Jul 5, 2024, 1:47 PM IST

Passenger Vehicle Retail Sales Dip In June: জুন মাসে ভারতে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রির হার 7 শতাংশ কমেছে । ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরমে শোরুমে যাননি অনেক ক্রেতাই ৷ মূলত, এরই প্রভাব পড়েছে গাড়ির খুচরো বিক্রিতে ৷

RETAIL CAR SALES DIP
জুন মাসে দেশজুড়ে গাড়ির খুচরা বিক্রি কমল 7 শতাংশ (প্রতীকী ছবি)

হায়দরাবাদ, 5 জুলাই: জুন মাসে ভারতে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রির হার 7 শতাংশ কমেছে । এর প্রধান কারণ হল, প্রচণ্ড গরমে গাড়ির শোরুম-মুখী ক্রেতা সংখ্যা 15 শতাংশ কমে গিয়েছে । শুক্রবার ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন (FADA) এই তথ্য জানিয়েছে।

এফএডিএ যে তথ্য দিয়েছে তা হল, 2023 সালের জুনে 3,02,000 ইউনিট বিক্রি হয়েছিল ৷ সেই তুলনায় 2024-এর জুন মাসে সামগ্রিকভাবে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রি কমে 2,81,566 ইউনিটে দাঁড়িয়েছে । অর্থাৎ, গত বছরের জুনের তুলনায় এ বছর জুনে দেশে গাড়ির খুচরো বিক্রির হার 7 শতাংশ কমেছে । সারা দেশে 1,567টি আরটিওর থেকে জুন মাসের গাড়ির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের এই বিশ্লেষণ মিলেছে ।

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের (FADA) সভাপতি মণীশ রাজ সিংহানিয়া বলেন, "উন্নত পণ্যের প্রাপ্যতা এবং চাহিদা বৃদ্ধির লক্ষ্যে যথেষ্ট ছাড় দেওয়া সত্ত্বেও, প্রচণ্ড গরম আর বর্ষার বিলম্বের কারণে বাজারের লেনদেন স্তব্ধ ছিল ৷ এর ফলে শোরুমে আসা গ্রাহক সংখ্যা 15 শতাংশ কমেছে ৷"

তাঁর মতে, প্রচণ্ড গরমে গ্রাহক অনুৎসাহিত হয়ে পড়ায় গাড়ির ডিলারদের প্রতিক্রিয়া কম মিলেছে ৷ গাড়ি কেনার সিদ্ধান্তকেও প্রভাবিত করেছে এই পরিস্থিতি ৷ তাঁর মতে, উৎসবের মরসুম শুরু হতে এখনও কিছু সময় বাকি রয়েছে ৷ তাই যাত্রীবাহী যানের আসল সরঞ্জাম প্রস্তুতকারকদের (OEM) বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ! পাশাপাশি, উচ্চ সুদের ব্যায় থেকে আর্থিক চাপ কমানোর জন্য কার্যকর আনুসাঙ্গিক ব্যবস্থাপনা কৌশল অপরিহার্য । ফলে বাজারের ঝুঁকি বুঝে পরিস্থিতি অনুযায়ী সু পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন মণীশ রাজ সিংহানিয়া ৷

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের (FADA) সভাপতি জানান, জুন মাসে দু'-চাকার (টু-হুইলার) গাড়ির রেজিস্ট্রেশন বার্ষিক 5 শতাংশ বেড়ে 13,75,889 ইউনিট হয়েছে । তবে তার পরেও প্রচণ্ড গরমের জেরে শোরুমে গ্রাহকরা 13 শতাংশ কম এসেছে ৷ বর্ষার দেরি এবং ভোট-সম্পর্কিত বাজারের মন্দা বিশেষত দেশের গ্রামীণ বাজারের বিক্রিকে প্রভাবিত করেছে ৷ এর ফলে মে মাসে গাড়ির বিক্রি 59.8 শতাংশ থেকে জুনে 58.6 শতাংশে নেমে এসেছে ।

বাণিজ্যিক গাড়ির বিক্রি গত মাসে 5 শতাংশ কমে 72,747 ইউনিট হয়েছে, যা 2023 সালের জুনে 76,364 ইউনিট ছিল। জুন মাসে ট্রাক্টরের বিক্রি গত বছরের তুলনায় 28 শতাংশ কমে 71,029 ইউনিট হয়েছে। জুন মাসে তিন চাকার গাড়ির (থ্রি-হুইলার) রেজিস্ট্রেশন 5 শতাংশ বেড়ে 94,321 ইউনিট হয়েছে, যা গত বছরের জুন মাসে 89,743 ইউনিট ছিল। জুন, 2024-এ গাড়ির সামগ্রিক খুচরো বিক্রি গত বছরের তুলনায় সামান্য বেড়ে 18,95,552 ইউনিট হয়েছে ।

হায়দরাবাদ, 5 জুলাই: জুন মাসে ভারতে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রির হার 7 শতাংশ কমেছে । এর প্রধান কারণ হল, প্রচণ্ড গরমে গাড়ির শোরুম-মুখী ক্রেতা সংখ্যা 15 শতাংশ কমে গিয়েছে । শুক্রবার ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন (FADA) এই তথ্য জানিয়েছে।

এফএডিএ যে তথ্য দিয়েছে তা হল, 2023 সালের জুনে 3,02,000 ইউনিট বিক্রি হয়েছিল ৷ সেই তুলনায় 2024-এর জুন মাসে সামগ্রিকভাবে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রি কমে 2,81,566 ইউনিটে দাঁড়িয়েছে । অর্থাৎ, গত বছরের জুনের তুলনায় এ বছর জুনে দেশে গাড়ির খুচরো বিক্রির হার 7 শতাংশ কমেছে । সারা দেশে 1,567টি আরটিওর থেকে জুন মাসের গাড়ির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের এই বিশ্লেষণ মিলেছে ।

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের (FADA) সভাপতি মণীশ রাজ সিংহানিয়া বলেন, "উন্নত পণ্যের প্রাপ্যতা এবং চাহিদা বৃদ্ধির লক্ষ্যে যথেষ্ট ছাড় দেওয়া সত্ত্বেও, প্রচণ্ড গরম আর বর্ষার বিলম্বের কারণে বাজারের লেনদেন স্তব্ধ ছিল ৷ এর ফলে শোরুমে আসা গ্রাহক সংখ্যা 15 শতাংশ কমেছে ৷"

তাঁর মতে, প্রচণ্ড গরমে গ্রাহক অনুৎসাহিত হয়ে পড়ায় গাড়ির ডিলারদের প্রতিক্রিয়া কম মিলেছে ৷ গাড়ি কেনার সিদ্ধান্তকেও প্রভাবিত করেছে এই পরিস্থিতি ৷ তাঁর মতে, উৎসবের মরসুম শুরু হতে এখনও কিছু সময় বাকি রয়েছে ৷ তাই যাত্রীবাহী যানের আসল সরঞ্জাম প্রস্তুতকারকদের (OEM) বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ! পাশাপাশি, উচ্চ সুদের ব্যায় থেকে আর্থিক চাপ কমানোর জন্য কার্যকর আনুসাঙ্গিক ব্যবস্থাপনা কৌশল অপরিহার্য । ফলে বাজারের ঝুঁকি বুঝে পরিস্থিতি অনুযায়ী সু পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন মণীশ রাজ সিংহানিয়া ৷

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের (FADA) সভাপতি জানান, জুন মাসে দু'-চাকার (টু-হুইলার) গাড়ির রেজিস্ট্রেশন বার্ষিক 5 শতাংশ বেড়ে 13,75,889 ইউনিট হয়েছে । তবে তার পরেও প্রচণ্ড গরমের জেরে শোরুমে গ্রাহকরা 13 শতাংশ কম এসেছে ৷ বর্ষার দেরি এবং ভোট-সম্পর্কিত বাজারের মন্দা বিশেষত দেশের গ্রামীণ বাজারের বিক্রিকে প্রভাবিত করেছে ৷ এর ফলে মে মাসে গাড়ির বিক্রি 59.8 শতাংশ থেকে জুনে 58.6 শতাংশে নেমে এসেছে ।

বাণিজ্যিক গাড়ির বিক্রি গত মাসে 5 শতাংশ কমে 72,747 ইউনিট হয়েছে, যা 2023 সালের জুনে 76,364 ইউনিট ছিল। জুন মাসে ট্রাক্টরের বিক্রি গত বছরের তুলনায় 28 শতাংশ কমে 71,029 ইউনিট হয়েছে। জুন মাসে তিন চাকার গাড়ির (থ্রি-হুইলার) রেজিস্ট্রেশন 5 শতাংশ বেড়ে 94,321 ইউনিট হয়েছে, যা গত বছরের জুন মাসে 89,743 ইউনিট ছিল। জুন, 2024-এ গাড়ির সামগ্রিক খুচরো বিক্রি গত বছরের তুলনায় সামান্য বেড়ে 18,95,552 ইউনিট হয়েছে ।

Last Updated : Jul 5, 2024, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.