নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রীর দেখানো পথেই পর্যটন শিল্পে আরও জোর দিতে লাক্ষাদ্বীপে একাধিক প্রকল্পের কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার অন্তবর্তীকালীন বাজেট পেশে লাক্ষাদ্বীপ-সহ ভারতের অনান্য দ্বীপে পর্যটনের ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন এবং বন্দর সংযোগ প্রকল্পের কথা জানালেন অর্থমন্ত্রী ৷
নিম্নকক্ষে চলতিবছরের অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করার সময়, অর্থমন্ত্রী সীতারমন বলেছেন যে অভ্যন্তরীণ পর্যটনের উদীয়মান উত্সাহকে মোকাবেলা করার জন্য লাক্ষাদ্বীপ-সহ দেশের অনান্য দ্বীপগুলিতে বন্দর সংযোগ, পর্যটন অবকাঠামো এবং সুযোগ-সুবিধা বাড়াতে নানা প্রকল্প নেওয়া হবে। দেশের পর্যটন ব্যবস্থাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য তার ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের উপরেও জোর দেওয়া হবে ৷ পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করার কথা বলতে গিয়েই অর্থমন্ত্রী এদিন বাজেট অধিবেশনে টেনে আনেন লাক্ষাদ্বীপ প্রসঙ্গ ৷
তিনি নানা সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, "এলাকার পর্যটন শিল্পের পরিকাঠামো মজবুত করতে রাজ্যকে লং-টার্ম ক্ষেত্রে ইন্টারেস্ট রেট ছাড়াই ঋণ দেওয়া হবে ৷ লাক্ষাদ্বীপ-সহ আমাদের দ্বীপগুলিতে বন্দর সংযোগ, পর্যটন অবকাঠামো এবং সুযোগ-সুবিধার জন্য এই ধরনের প্রকল্পগুলি গ্রহণ করা হবে ৷"
তিনি আরও বলেন, "ইতিমধ্যেই ভারতে জি-20 সামিট বিশ্ব দরবারে সকলের নজর কেড়েছে ৷ ব্যবসার প্রসার বাড়ানো ও পর্যটন শিল্পকে বৃদ্ধি করতে আমাদের দেশ আর্থিকভাবে সক্ষম ও শক্তিশালী ৷ এমনকী, মধ্যবিত্ত পরিবারের মধ্যেও ভ্রমণের ইচ্ছা বেড়েছে ৷ পর্যটকদের হাত ধরে স্থানীয় পর্যটনশিল্পকে আরও মজবুত করা সম্ভব ৷ পর্যটনের ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করছে আধ্যাত্মিক পর্যটনও ৷"
প্রসঙ্গত, মলদ্বীপের তিন মন্ত্রী মারিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজুম মাজিদ মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশজুড়ে শুরু হয় চর্চা ৷ 2 জানুয়ারি প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ ভ্রমণে যান ৷ সেখানকার একাধিক ছবি তিনি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ তারপর তিনি লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে বলেন, "যাঁরা অ্যাডভেঞ্চার প্রিয়, তাঁরা তালিকায় লাক্ষাদ্বীপ আসতে পারেন ৷" পাশাপাশি তিনি লাক্ষাদ্বীপের আগত্তিতে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন ৷ জানান, এলাকার উন্নতিকল্পে 1 হাজার 150 কোটি টাকা খরচ করা হবে এখানে ৷ এরপর সেই পথেই হেঁটেই পর্যটনশিল্পে খাতে জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ৷
আরও পড়ুন:
1. 'বিকশিত ভারত' থেকে 'নারী শক্তি' - একনজরে নির্মলার অন্তর্বর্তী বাজেট
2. উন্নত ভারতের ভিত্তি মজবুত করার ‘গ্যারান্টি’ দিল বাজেট, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
3. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত