ETV Bharat / business

ভোটের প্রাথমিক ফল প্রকাশ্য়ে আসতেই নেতিবাচক প্রভাব, অনেকটা পড়ল শেয়ার বাজার - Stock Market - STOCK MARKET

Stock Market: সোমবার শেয়ার বাজারে সর্বকালীন রেকর্ড হয়েছিল ৷ তার পর মঙ্গলবার ভোটের প্রাথমিক ফল প্রকাশ্যে আসতেই নেতিবাচক প্রভাব পড়ল শেয়ার বাজারে ৷

Stock Market
শেয়ার বাজারের প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 11:41 AM IST

Updated : Jun 4, 2024, 12:04 PM IST

মুম্বই, 4 জুন: লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মেলা শুরু হতেই মঙ্গলবার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে ৷ সোমবার শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়েছিল ৷ অথচ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স 1 হাজার 135.48 কমে হয় 75 হাজার 333.30 ৷ আর নিফটি 408.35 পয়েন্ট কমে হয় 22 হাজার 855.55 ৷ নিফটি সংস্থাগুলির মধ্যে ছ’টিতে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে ৷ আর 44টির শেয়ারের দর ক্রমশ কমেছে ৷

নিফটি সূচকে সান ফার্মা, ডিভি'স ল্যাব, নেসলে ইন্ডিয়া, সিপ্লা এবং ব্রিটানিয়ার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে শেয়ারের দর কমেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো (এলটি), কোল ইন্ডিয়া এবং ওএনজিসি-র ৷

কোটাক সিকিউরিটিজের ইক্যুইটি রিসার্চের প্রধান শ্রীকান্ত চৌহান বলেন, "প্রযুক্তিগতভাবে, যতক্ষণ পর্যন্ত সূচক 23 হাজারের উপরে ট্রেড করছে, ততক্ষণ বুলিশ মোমেন্টাম অব্যাহত থাকবে । সূচক 23 হাজার 500, 23 হাজার 800 ও 22 হাজার 800 পর্যন্ত উঠতে পারে । অন্যদিকে যদি সূচক 23 হাজারের নিচে নেমে যায়, তাহলে তা 22 হাজার 800-তে নেমে আসতে পারে ৷"

তিনি বিনিয়োগকারীদের 23 হাজার 800 লেভেলের আশেপাশে লং পজিশনে আংশিক মুনাফা নেওয়ার পরামর্শ দেন । তিনি ব্যাঙ্ক নিফটির কর্মক্ষমতাও তুলে ধরেন, যা সম্প্রতি 51 হাজার পয়েন্ট অতিক্রম করেছে ৷ তা 52 হাজারে পৌঁছাতে পারে ৷

ব্যাঙ্কিং ও বাজার বিশেষজ্ঞ অজয় ​​বাগ্গা বাজারের গতিশীলতার উপর গুরুত্ব দিয়ে নির্বাচনী ফলাফলের গুরুত্বের উপর জোর দিয়েছেন ৷ তিনি সোমবার বাজারের পরিস্থিতিকে প্রশংসনীয় বলে বর্ণনা করেছেন ৷ তাঁর আশা, চূড়ান্ত গণনা শেষে রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বাজারের অবস্থা আরও ভালো হবে ৷ তারপর মন্ত্রিপরিষদ গঠন ও কেন্দ্রীয় বাজেটের প্রত্যাশা অনুযায়ীও কিছু অদলবদল হবে ৷ দুপুরের পর চিত্রটা স্পষ্ট হবে বলে তাঁর দাবি ৷

(এএনআই)

মুম্বই, 4 জুন: লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মেলা শুরু হতেই মঙ্গলবার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে ৷ সোমবার শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়েছিল ৷ অথচ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স 1 হাজার 135.48 কমে হয় 75 হাজার 333.30 ৷ আর নিফটি 408.35 পয়েন্ট কমে হয় 22 হাজার 855.55 ৷ নিফটি সংস্থাগুলির মধ্যে ছ’টিতে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে ৷ আর 44টির শেয়ারের দর ক্রমশ কমেছে ৷

নিফটি সূচকে সান ফার্মা, ডিভি'স ল্যাব, নেসলে ইন্ডিয়া, সিপ্লা এবং ব্রিটানিয়ার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে শেয়ারের দর কমেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো (এলটি), কোল ইন্ডিয়া এবং ওএনজিসি-র ৷

কোটাক সিকিউরিটিজের ইক্যুইটি রিসার্চের প্রধান শ্রীকান্ত চৌহান বলেন, "প্রযুক্তিগতভাবে, যতক্ষণ পর্যন্ত সূচক 23 হাজারের উপরে ট্রেড করছে, ততক্ষণ বুলিশ মোমেন্টাম অব্যাহত থাকবে । সূচক 23 হাজার 500, 23 হাজার 800 ও 22 হাজার 800 পর্যন্ত উঠতে পারে । অন্যদিকে যদি সূচক 23 হাজারের নিচে নেমে যায়, তাহলে তা 22 হাজার 800-তে নেমে আসতে পারে ৷"

তিনি বিনিয়োগকারীদের 23 হাজার 800 লেভেলের আশেপাশে লং পজিশনে আংশিক মুনাফা নেওয়ার পরামর্শ দেন । তিনি ব্যাঙ্ক নিফটির কর্মক্ষমতাও তুলে ধরেন, যা সম্প্রতি 51 হাজার পয়েন্ট অতিক্রম করেছে ৷ তা 52 হাজারে পৌঁছাতে পারে ৷

ব্যাঙ্কিং ও বাজার বিশেষজ্ঞ অজয় ​​বাগ্গা বাজারের গতিশীলতার উপর গুরুত্ব দিয়ে নির্বাচনী ফলাফলের গুরুত্বের উপর জোর দিয়েছেন ৷ তিনি সোমবার বাজারের পরিস্থিতিকে প্রশংসনীয় বলে বর্ণনা করেছেন ৷ তাঁর আশা, চূড়ান্ত গণনা শেষে রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে বাজারের অবস্থা আরও ভালো হবে ৷ তারপর মন্ত্রিপরিষদ গঠন ও কেন্দ্রীয় বাজেটের প্রত্যাশা অনুযায়ীও কিছু অদলবদল হবে ৷ দুপুরের পর চিত্রটা স্পষ্ট হবে বলে তাঁর দাবি ৷

(এএনআই)

Last Updated : Jun 4, 2024, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.