ETV Bharat / business

সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ! মাত্র 6 মাসেই পাবেন 6.75% রিটার্ন - High Return Investment Plan

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

High Return Diposit Plan: ফিক্সড ডিপোজিটের চেয়ে কম সময়ে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পেতে চাইলে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়ে দেখা উচিত ৷ কারণ, 7 দিন থেকে 180 দিনের আমানতে 6.75 শতাংশ সুদ পাওয়ার হদিস পেতে পারেন এই প্রতিবেদনে ৷

High Return Diposit Plan
মাত্র 6 মাসেই পাবেন 6.75% রিটার্ন (ইটিভি ভারত)

কলকাতা, 22 সেপ্টেম্বর: সঞ্চয়ের ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ মানুষের ভরসার জায়গায় রয়েছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত ৷ সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে তাতে সাড়ে 3 থেকে 4 শতাংশের বেশি সুদ পাওয়া যায় না ৷ পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মেয়াদ অন্তত 5 বছর ৷ ফলে কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার একমাত্র ভরসা ফিক্সড ডিপোজিট ৷

কিন্তু, ফিক্সড ডিপোজিটের চেয়ে কম সময়ে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পেতে চাইলে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়ে দেখা উচিত ৷ জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটি নতুন ফিক্সড ডিপোজিট এনেছে। স্বল্পমেয়াদী চাহিদা মেটাতে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই নতুন ফিক্সড ডিপোজিটের নাম লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিট, যা 7 দিন থেকে 180 দিনের আমানতে 6.75 শতাংশ সুদ দিচ্ছে। আপনি যদি অল্প সময়ের জন্য টাকা ব্যাঙ্কে রেখে চড়া সুদ পাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই স্কিমটি আপনার জন্য উপকারী হতে পারে ।

ব্যাঙ্ক জানিয়েছে যে এই সুদের হার কমপক্ষে 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পাওয়া যাবে। অর্থাৎ, আপনি যদি এটিতে বিনিয়োগ করতে চান তবে শর্ত থাকবে আপনাকে কমপক্ষে 10 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিটের অধীনে সর্বাধিক 3 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি যদি বাল্ক ডিপোজিট করেন তাহলে আপনি 3 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন৷

ব্যাঙ্ক জানিয়েছে, এই লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিট চালু করার উদ্দেশ্য হল স্বল্প মেয়াদের জন্য গ্রাহকদের একটি আকর্ষণীয় বিকল্প দেওয়া। গ্রাহকরা তাৎক্ষণিক ওভারড্রাফ্টের সুবিধা পেতে পারেন। একই দিনে রিডেম্পশন এবং আংশিক টাকা তোলারও সুবিধা এতে পাওয়া যায়। ব্যাঙ্ক জানিয়েছে, এই লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিটের মাধ্যমে সাধারণ মানুষ, ধনী এবং কর্পোরেটদের স্বল্পমেয়াদী বিনিয়োগ লক্ষ্য পূরণ করা যেতে পারে।

কলকাতা, 22 সেপ্টেম্বর: সঞ্চয়ের ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ মানুষের ভরসার জায়গায় রয়েছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত ৷ সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে তাতে সাড়ে 3 থেকে 4 শতাংশের বেশি সুদ পাওয়া যায় না ৷ পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মেয়াদ অন্তত 5 বছর ৷ ফলে কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার একমাত্র ভরসা ফিক্সড ডিপোজিট ৷

কিন্তু, ফিক্সড ডিপোজিটের চেয়ে কম সময়ে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পেতে চাইলে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়ে দেখা উচিত ৷ জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটি নতুন ফিক্সড ডিপোজিট এনেছে। স্বল্পমেয়াদী চাহিদা মেটাতে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই নতুন ফিক্সড ডিপোজিটের নাম লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিট, যা 7 দিন থেকে 180 দিনের আমানতে 6.75 শতাংশ সুদ দিচ্ছে। আপনি যদি অল্প সময়ের জন্য টাকা ব্যাঙ্কে রেখে চড়া সুদ পাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই স্কিমটি আপনার জন্য উপকারী হতে পারে ।

ব্যাঙ্ক জানিয়েছে যে এই সুদের হার কমপক্ষে 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পাওয়া যাবে। অর্থাৎ, আপনি যদি এটিতে বিনিয়োগ করতে চান তবে শর্ত থাকবে আপনাকে কমপক্ষে 10 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিটের অধীনে সর্বাধিক 3 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি যদি বাল্ক ডিপোজিট করেন তাহলে আপনি 3 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন৷

ব্যাঙ্ক জানিয়েছে, এই লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিট চালু করার উদ্দেশ্য হল স্বল্প মেয়াদের জন্য গ্রাহকদের একটি আকর্ষণীয় বিকল্প দেওয়া। গ্রাহকরা তাৎক্ষণিক ওভারড্রাফ্টের সুবিধা পেতে পারেন। একই দিনে রিডেম্পশন এবং আংশিক টাকা তোলারও সুবিধা এতে পাওয়া যায়। ব্যাঙ্ক জানিয়েছে, এই লিকুইড প্লাস ফিক্সড ডিপোজিটের মাধ্যমে সাধারণ মানুষ, ধনী এবং কর্পোরেটদের স্বল্পমেয়াদী বিনিয়োগ লক্ষ্য পূরণ করা যেতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.