বেঙ্গালুরু, 1 এপ্রিল: 2023-24 আর্থিক বছরে রেকর্ড আয় করল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড(এইচএএল) ৷ 31 মার্চ পর্যন্ত এই আয়ের পরিমাণ 29 হাজার 810 কোটি ৷ 2022-23 আর্থিক বছরে এই টাকার অংকটা ছিল 26 হাজার 928 কোটি। এবার তা অনেকটাই বাড়ল। এইচএএলের একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক সমস্যার কারণে সাপ্লাই চেনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও কোম্পানিটি পুরো বছরে উন্নত কর্মক্ষমতা-সহ প্রত্যাশিত রাজস্ব বৃদ্ধির প্রত্যাশা পূরণ করেছে ৷
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত চার্জ) সিবি অনন্তকৃষ্ণান বলেছেন, "31 মার্চ 2024 পর্যন্ত কোম্পানি 94000 কোটি টাকার বেশি বরাত পেয়েছে এবং 2024-25 আর্থিক বছরে আরও বড় বরাত আসবে বলে মনে করা হচ্ছে ৷"
বিবৃতি অনুসারে, 2023-24 অর্থবর্ষে এইচএএল 19000 কোটি টাকারও বেশি নতুন উৎপাদন চুক্তি এবং 16000 কোটি টাকার বেশি আরওএইচ চুক্তি হয়েছে । গায়ানার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে 2 এনওএস হিন্দুস্তান ও 228 বিমান সরবরাহের জন্য একটি রফতানি চুক্তি 2023-24 আর্থিক বছরে স্বাক্ষরিত হয়েছিল এবং কোম্পানি সক্রিয়তার কারণে চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে রেকর্ড সময়ে উভয় বিমান সরবরাহ করা হয়েছে ।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ফাইটার জেট LCA Mk1A-এর প্রথম প্রোডাকশন সিরিজ 28 মার্চ শেষ করেছিল ৷ এর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করে এইচএএল ৷ এক বছরের মধ্যে এইচএএল এবং আমেরিকার জেনারেল ইলেকট্রিক জিই-414 এরো-ইঞ্জিনের টিওটি এবং LCA MK2 বিমান ভারত উৎপাদনের জন্য মৌ চুক্তি স্বাক্ষর করেছে । কোম্পানি এই প্রকল্পের আওতায় 80 শতাংশ প্রযুক্তি স্থানান্তর করতে পারবে, যা ভারতীয় অ্যারো ইঞ্জিন উৎপাদন ইকোসিস্টেমকে স্বনির্ভর হতে সাহায্য করবে ৷
আরও পড়ুন: