ETV Bharat / business

বাজেটে 9 ক্ষেত্রে অগ্রাধিকার নির্মলার, সেগুলি কী কী ? - Budget 2024 - BUDGET 2024

Priorities in Budget 2024-25: কেন্দ্রীয় বাজেটে নয়টি অগ্রাধিকারের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । নয়টি ক্ষেত্রে অগ্রাধিকারের মধ্যে কী কী রয়েছে দেখে নিন ৷

ETV BHARAT
বাজেটে 9 ক্ষেত্রে অগ্রাধিকার নির্মলার (ছবি: সংসদ টিভি)
author img

By PTI

Published : Jul 23, 2024, 12:00 PM IST

Updated : Jul 23, 2024, 12:25 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: অর্থনীতিতে পর্যাপ্ত সুযোগ তৈরির জন্য 2024-25 কেন্দ্রীয় বাজেটে নয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । নয়টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে উৎপাদনশীলতা, চাকরি, সামাজিক ন্যায়বিচার, নগরোন্নয়ন, জ্বালানি সুরক্ষা, পরিকাঠামো, উদ্ভাবন এবং সংস্কার ।

মঙ্গলবার টানা সপ্তমবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারামন ৷ এদিন বাজেটের নয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সরকারের চারটি স্তম্ভের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "অন্তবর্তীকালীন বাজেটে উল্লেখ করা হয়েছিল যে, আমাদের চারটি ভিন্ন বিভাগে ফোকাস করতে হবে ৷ সেগুলি হল দারিদ্র্য, নারী, যুব সম্প্রদায় ও কৃষক ৷"

নির্মলা সীতারামন এদিন বলেন, জলবায়ু-সহনশীল বীজ বিকাশের জন্য যে গবেষণা হয়েছে তার ব্যাপক পর্যালোচনা করেছে সরকার । আগামী দুই বছরে এক কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উদ্বুদ্ধ করা হবে বলে জানান তিনি ।

তিনি বলেন, আউটপুট বাড়ানোর জন্য বড় আকারের সবজি উৎপাদন ক্লাস্টারগুলিকে উন্নীত করা হবে । সরকার 32টি উদ্যান ফসলের জন্য নতুন 109টি উচ্চ-ফলনশীল, জলবায়ু-সহনশীল বীজ প্রকাশ করবে । তাঁর মতে, গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে যে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়ন এখনও চলছে ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বলেন, ভারতকে শক্তিশালী উন্নয়ন এবং সর্বাঙ্গীণ সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারকে একটি অনন্য সুযোগ দিয়েছে জনগণ । তিনি জানান, সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা পাঁচ বছরের জন্য বাড়িয়েছে, যার ফলে দেশের 80 কোটি মানুষ উপকৃত হচ্ছে । (পিটিআই)

নয়াদিল্লি, 23 জুলাই: অর্থনীতিতে পর্যাপ্ত সুযোগ তৈরির জন্য 2024-25 কেন্দ্রীয় বাজেটে নয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । নয়টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে উৎপাদনশীলতা, চাকরি, সামাজিক ন্যায়বিচার, নগরোন্নয়ন, জ্বালানি সুরক্ষা, পরিকাঠামো, উদ্ভাবন এবং সংস্কার ।

মঙ্গলবার টানা সপ্তমবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারামন ৷ এদিন বাজেটের নয়টি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সরকারের চারটি স্তম্ভের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "অন্তবর্তীকালীন বাজেটে উল্লেখ করা হয়েছিল যে, আমাদের চারটি ভিন্ন বিভাগে ফোকাস করতে হবে ৷ সেগুলি হল দারিদ্র্য, নারী, যুব সম্প্রদায় ও কৃষক ৷"

নির্মলা সীতারামন এদিন বলেন, জলবায়ু-সহনশীল বীজ বিকাশের জন্য যে গবেষণা হয়েছে তার ব্যাপক পর্যালোচনা করেছে সরকার । আগামী দুই বছরে এক কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উদ্বুদ্ধ করা হবে বলে জানান তিনি ।

তিনি বলেন, আউটপুট বাড়ানোর জন্য বড় আকারের সবজি উৎপাদন ক্লাস্টারগুলিকে উন্নীত করা হবে । সরকার 32টি উদ্যান ফসলের জন্য নতুন 109টি উচ্চ-ফলনশীল, জলবায়ু-সহনশীল বীজ প্রকাশ করবে । তাঁর মতে, গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে যে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়ন এখনও চলছে ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বলেন, ভারতকে শক্তিশালী উন্নয়ন এবং সর্বাঙ্গীণ সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারকে একটি অনন্য সুযোগ দিয়েছে জনগণ । তিনি জানান, সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা পাঁচ বছরের জন্য বাড়িয়েছে, যার ফলে দেশের 80 কোটি মানুষ উপকৃত হচ্ছে । (পিটিআই)

Last Updated : Jul 23, 2024, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.