নয়াদিল্লি, 27 জানুয়ারি: খুব দ্রুত ভারতীয় স্টক বিক্রি করতে ব্যস্ত বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) ৷ এর ফলে 2024 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতাতে পরিণত হয়েছে তারা ৷ যেখানে গত দু'মাস নভেম্বর এবং ডিসেম্বরে দেশীয় স্টক জমা করার পরিমাণ ছিল অনেক কম ৷ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এফপিআইগুলি জানুয়ারিতে 24 হাজার 734 কোটি টাকার ভারতীয় স্টক বিক্রি করেছে ।
কেয়ার রেটিং একটি রিপোর্টে বলেছে, জানুয়ারিতে এখনও পর্যন্ত ইক্যুইটিগুলি এফপিআই বহিঃপ্রবাহ বা আউটফ্লো'র সম্মুখীন হয়েছে ৷ কারণ আংশিকভাবে মার্কিন ফলন বৃদ্ধির প্রতিক্রিয়া হিসাবে বিনিয়োগকারীরা ইএমএস (উদীয়মান বাজারগুলিতে) বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলছে ৷ তবে ঋণের এফপিআই প্রবাহ বা ইনফ্লো টিকে আছে ৷ জেপি মরগান বন্ড সূচকে ভারতের অন্তর্ভুক্তি এবং ব্লুমবার্গ ইএম স্থানীয় মুদ্রা সূচকে সম্ভাব্য অন্তর্ভুক্তি দ্বারা সমর্থিত এবং ইক্যুইটি বহিঃপ্রবাহকে অনেকাংশে অফসেট করেছে ।
এনএসডিএল'র তথ্য অনুযায়ী, সম্প্রতি এফপিআইগুলির স্টক বিক্রি ভারতীয় বেঞ্চমার্ক স্টক সূচককে কিছু সংশোধনের দিকে পরিচালিত করেছে । ডিসেম্বরে বিশেষ করে তারা ভারতীয় স্টক মার্কেটে কম বিনিয়োগ করেছে, যার ফলে ক্রমবর্ধমান সঞ্চয় হয়েছে 66 হাজার 135 কোটি টাকা । এর ফলে 2023 সালে সারা বছরে প্রায় 171 হাজার 107 কোটি টাকার ইনফ্লো দেখা গিয়েছে ৷ উল্লেখযোগ্যভাবে এর এক-তৃতীয়াংশের বেশি শুধু ডিসেম্বরে এসেছে । বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের থেকে তহবিলের শক্তিশালী প্রবাহ তখন বেঞ্চমার্ক স্টক সূচকগুলিকে সর্বকালের উচ্চতার দিকে অগ্রসর হতে সহায়তা করেছিল । নভেম্বরে এফপিআই ইনফ্লো ছিল 9 হাজার এক কোটি টাকা ।
নভেম্বরের আগে ভারতীয় স্টকগুলিতে এফপিআই সক্রিয় অংশগ্রহণ ছিল ৷ এর ফলে তারা নেট বিক্রেতা হয়ে গিয়েছিল । তারা সেপ্টেম্বর এবং অক্টোবরে যথাক্রমে 14 হাজার 768 কোটি ও 24 হাজার 548 কোটি টাকা ভারতীয় স্টকগুলি বিক্রি করেছে । তার আগে এফপিআইগুলি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এবং অগস্টে যথাক্রমে 7 হাজার 936 কোটি, 11 হাজার 631 কোটি, 43 হাজার 838 কোটি, 47 হাজার 148 কোটি, 46 হাজার 618 কোটি এবং 12 হাজার 262 কোটি টাকার ভারতীয় স্টক কিনেছিল ।
আরও পড়ুন: