ETV Bharat / business

পুজোর মধ্যেই সুখবর ! মহার্ঘ ভাতা বাবদ অনেকটা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের - DA Hike Update

DA Hike in October 2024: মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কবে এবং কতটা বাড়বে? জেনে নিন সবিস্তারে...

DA Hike in October 2024
মহার্ঘ ভাতা বাবদ অনেকটা বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 4:49 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যার মাধ্যমে তাঁদের বেতন বৃদ্ধি পাবে । তবে অক্টোবর মাসেই এই ঘোষণা করতে পারে কেন্দ্র। তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বাড়ানো হয়েছিল।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার দীপাবলির আগে অক্টোবরে 3-4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। সরকার যদি অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করে, তাহলে প্রতি মাসে প্রায় 18,000 টাকা মূল বেতনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন প্রতি মাসে 540 টাকা থেকে 720 টাকা বেড়ে যেতে পারে।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ কত বাড়বে?

যদি কারও বেতন প্রতি মাসে 30,000 টাকা হয় এবং তার মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে তিনি এখন 9,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন, যা মূল বেতনের 50 শতাংশ। তবে, 3 শতাংশ বৃদ্ধির পরে, কর্মচারী প্রতি মাসে 9,540 টাকা পাবেন, যা আগের চেয়ে 540 টাকা বেশি। 4 শতাংশ ডিএ বৃদ্ধির ক্ষেত্রে, ওই কর্মচারী প্রতি মাসে 9,720 টাকা সংশোধিত হারে ডিএ পাবেন। সুতরাং, যদি কারও বেতন প্রতি মাসে 30,000 টাকা হয় এবং তার মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে তার বেতন প্রতি মাসে 540-720 টাকা বৃদ্ধি পাবে।

কাদের ডিএ দেওয়া হয়?

ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। ডিএ এবং ডিআর বছরে দুবার বৃদ্ধি করা হয় – জানুয়ারি এবং জুলাই মাসে। বর্তমানে এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা 50 শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। 2024 সালের মার্চ মাসে শেষ বৃদ্ধিতে, কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4 শতাংশ বাড়িয়ে মহার্ঘ ভাতা 50 শতাংশে বাড়িয়েছিল।

DA এবং DR কী?

সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) দেওয়া হয়, পেনশনভোগীরা যে মহার্ঘ ভাতা (DR) পান। উভয় ভাতাই বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধিত হয়। বর্তমানে 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 50 শতাংশ নির্দিষ্ট মহার্ঘ ভাতা থেকে উপকৃত হচ্ছেন।

কলকাতা, 30 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যার মাধ্যমে তাঁদের বেতন বৃদ্ধি পাবে । তবে অক্টোবর মাসেই এই ঘোষণা করতে পারে কেন্দ্র। তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বাড়ানো হয়েছিল।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার দীপাবলির আগে অক্টোবরে 3-4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। সরকার যদি অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করে, তাহলে প্রতি মাসে প্রায় 18,000 টাকা মূল বেতনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন প্রতি মাসে 540 টাকা থেকে 720 টাকা বেড়ে যেতে পারে।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ কত বাড়বে?

যদি কারও বেতন প্রতি মাসে 30,000 টাকা হয় এবং তার মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে তিনি এখন 9,000 টাকা মহার্ঘ ভাতা পাবেন, যা মূল বেতনের 50 শতাংশ। তবে, 3 শতাংশ বৃদ্ধির পরে, কর্মচারী প্রতি মাসে 9,540 টাকা পাবেন, যা আগের চেয়ে 540 টাকা বেশি। 4 শতাংশ ডিএ বৃদ্ধির ক্ষেত্রে, ওই কর্মচারী প্রতি মাসে 9,720 টাকা সংশোধিত হারে ডিএ পাবেন। সুতরাং, যদি কারও বেতন প্রতি মাসে 30,000 টাকা হয় এবং তার মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে তার বেতন প্রতি মাসে 540-720 টাকা বৃদ্ধি পাবে।

কাদের ডিএ দেওয়া হয়?

ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। ডিএ এবং ডিআর বছরে দুবার বৃদ্ধি করা হয় – জানুয়ারি এবং জুলাই মাসে। বর্তমানে এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা 50 শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। 2024 সালের মার্চ মাসে শেষ বৃদ্ধিতে, কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4 শতাংশ বাড়িয়ে মহার্ঘ ভাতা 50 শতাংশে বাড়িয়েছিল।

DA এবং DR কী?

সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) দেওয়া হয়, পেনশনভোগীরা যে মহার্ঘ ভাতা (DR) পান। উভয় ভাতাই বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধিত হয়। বর্তমানে 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 50 শতাংশ নির্দিষ্ট মহার্ঘ ভাতা থেকে উপকৃত হচ্ছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.