ETV Bharat / business

অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকত - নির্মলা সীতারামন

Budget 2024: কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 12:21 PM IST

Updated : Feb 1, 2024, 5:52 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: অন্তর্বর্তী বাজেটে করকাঠামোর কোনও পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷

নির্মলা সীতারামন এ দিন স্পষ্ট ঘোষণা করেছেন যে, কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না । তিনি আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের জন্য একই হার বজায় রাখার প্রস্তাব করেছেন ৷

এ দিন করের কথা বলতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, "কর প্রস্তাবের ক্ষেত্রে, আগের সঙ্গে সঙ্গতি রেখে আমি কর সংক্রান্ত কোনও পরিবর্তন করার প্রস্তাব করছি না এবং আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি । সার্বভৌম সম্পদ বা পেনশন তহবিলের স্টার্ট-আপ এবং বিনিয়োগের জন্য কিছু কর সুবিধা এবং কিছু আইএফএসসি ইউনিটের নির্দিষ্ট আয়ের উপর কর ছাড় চলতি বছরের 31 মার্চ শেষ হচ্ছে ৷ করের ধারাবাহিকতা প্রদানের জন্য আমি সেই সময়সীমা 31.03.2025 তারিখ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি ৷"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে জানান, করদাতার সংখ্যা 2.4 গুণ বেড়েছে এবং 2014 সাল থেকে প্রত্যক্ষ কর আদায় তিনগুণ বেড়েছে । ট্যাক্স রিটার্ন প্রক্রিয়াকরণের সময় 2014 আর্থিক বছর থেকে 93 দিন থেকে কমিয়ে 10 দিনে করা হয়েছে; এবং রিটার্নের প্রক্রিয়া অনেক দ্রুত করা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকার 2025-26 সালে রাজস্ব ঘাটতি 4.5 শতাংশে নামিয়ে আনতে রাজস্ব একত্র করার পথে হাঁটছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন । 2014 আর্থিক বছর থেকে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) ট্যাক্স বেস দ্বিগুণেরও বেশি হয়েছে বলেও জানিয়েছেন তিনি । (পিটিআই)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. সরাসরি: অন্তর্বর্তী বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা সীতারামনের
  2. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা
  3. বাজেট পেশের আগেই বড় ধাক্কা, বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: অন্তর্বর্তী বাজেটে করকাঠামোর কোনও পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷

নির্মলা সীতারামন এ দিন স্পষ্ট ঘোষণা করেছেন যে, কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না । তিনি আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের জন্য একই হার বজায় রাখার প্রস্তাব করেছেন ৷

এ দিন করের কথা বলতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, "কর প্রস্তাবের ক্ষেত্রে, আগের সঙ্গে সঙ্গতি রেখে আমি কর সংক্রান্ত কোনও পরিবর্তন করার প্রস্তাব করছি না এবং আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি । সার্বভৌম সম্পদ বা পেনশন তহবিলের স্টার্ট-আপ এবং বিনিয়োগের জন্য কিছু কর সুবিধা এবং কিছু আইএফএসসি ইউনিটের নির্দিষ্ট আয়ের উপর কর ছাড় চলতি বছরের 31 মার্চ শেষ হচ্ছে ৷ করের ধারাবাহিকতা প্রদানের জন্য আমি সেই সময়সীমা 31.03.2025 তারিখ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি ৷"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে জানান, করদাতার সংখ্যা 2.4 গুণ বেড়েছে এবং 2014 সাল থেকে প্রত্যক্ষ কর আদায় তিনগুণ বেড়েছে । ট্যাক্স রিটার্ন প্রক্রিয়াকরণের সময় 2014 আর্থিক বছর থেকে 93 দিন থেকে কমিয়ে 10 দিনে করা হয়েছে; এবং রিটার্নের প্রক্রিয়া অনেক দ্রুত করা হয়েছে ৷

কেন্দ্রীয় সরকার 2025-26 সালে রাজস্ব ঘাটতি 4.5 শতাংশে নামিয়ে আনতে রাজস্ব একত্র করার পথে হাঁটছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন । 2014 আর্থিক বছর থেকে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) ট্যাক্স বেস দ্বিগুণেরও বেশি হয়েছে বলেও জানিয়েছেন তিনি । (পিটিআই)

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. সরাসরি: অন্তর্বর্তী বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা সীতারামনের
  2. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা
  3. বাজেট পেশের আগেই বড় ধাক্কা, বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
Last Updated : Feb 1, 2024, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.