ETV Bharat / business

ধামাকা রিচার্জ প্ল্যান ! 105 দিনের মেয়াদে 213 জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে BSNL

BSNL প্ল্যানগুলি বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা। বিএসএনএলের এই প্রিপেইড প্ল্যানে প্রচুর হাইস্পিড ইন্টারনেট ডেটা, বিনামূল্যে কলিং-এর সুবিধা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

BSNL Prepaid Recharge Plan
BSNL-এর ধামাকা রিচার্জ প্ল্যান (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 10 অক্টোবর: বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলি ব্যয়বহুল হওয়ার পরে, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর চাহিদা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। সবার মুখেই এখন বিএসএনএলের নাম শোনা যাচ্ছে। BSNL প্ল্যানগুলি বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা। কিন্তু, দুর্বল কভারেজের কারণে, দেশের অধিকাংশ সাধারণ মানুষ প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির নেটওয়ার্কই বেশি ব্যবহার করেন। কারণ, রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোনের নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায়।

তবে, বর্তমানে বেশিরভাগ মানুষ একটি নয় দুটি সিম কার্ড ব্যবহার করে। এই পরিস্থিতিতে, আপনি যদি ফোনের দ্বিতীয় সিম স্লটে BSNL সিম ব্যবহার করেন এবং বর্ধিত মেয়াদের কোনও রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, তাহলে আজ এই প্রতিবেদনে এমনই একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের হদিস মিলবে।

BSNL-এর 666 টাকার প্রিপেড প্ল্যান:

বিএসএনএলের 105 দিনের প্রিপেইড প্ল্যানের দাম 666 টাকা ৷ এই 666 টাকার রিচার্জ প্ল্যানটি বিভিন্ন ধরনের গ্রাহকের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যাতে একাধিক আকর্ষণীয় সুবিধা দেওয়া হয়েছে। বিএসএনএলের 666 টাকার এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রচুর হাইস্পিড ইন্টারনেট ডেটা, বিনামূল্যে কলিং, প্রচুর এসএমএস-এর সুবিধা এবং মোট 105 দিনের বৈধতা বা ভ্যালিডিটি ৷

এই 666 টাকার রিচার্জ প্ল্যানটি স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বা বাড়ি থেকে কাজ করা পেশাদারদের জন্য বা দেশের গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য বিশেষভাবে উপকারী ৷ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাবেন ৷ এছাড়াও, অতিরিক্ত 3 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা পাবেন গ্রাহকরা ৷

BSNL-এর 197 টাকার প্রিপেড প্ল্যান:

BSNL-এর 197 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের (লোকাল এবং STD) সুবিধা পান। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাচ্ছে। কিন্তু, এই প্ল্যানের সুবিধা পেতে পারেন মাত্র 15 দিনের জন্য। দৈনিক ডেটার সীমা শেষ হওয়ার পরে, গ্রাহকরা 40 Kbps গতিতে ডেটা ব্যবহার করতে পারবেন। 15 দিন পরে, গ্রাহকরা ভয়েস, ডেটা এবং এসএমএসের জন্য আলাদাভাবে রিচার্জ করতে পারবেন।

নয়াদিল্লি, 10 অক্টোবর: বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলি ব্যয়বহুল হওয়ার পরে, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর চাহিদা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। সবার মুখেই এখন বিএসএনএলের নাম শোনা যাচ্ছে। BSNL প্ল্যানগুলি বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা। কিন্তু, দুর্বল কভারেজের কারণে, দেশের অধিকাংশ সাধারণ মানুষ প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির নেটওয়ার্কই বেশি ব্যবহার করেন। কারণ, রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোনের নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায়।

তবে, বর্তমানে বেশিরভাগ মানুষ একটি নয় দুটি সিম কার্ড ব্যবহার করে। এই পরিস্থিতিতে, আপনি যদি ফোনের দ্বিতীয় সিম স্লটে BSNL সিম ব্যবহার করেন এবং বর্ধিত মেয়াদের কোনও রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন, তাহলে আজ এই প্রতিবেদনে এমনই একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের হদিস মিলবে।

BSNL-এর 666 টাকার প্রিপেড প্ল্যান:

বিএসএনএলের 105 দিনের প্রিপেইড প্ল্যানের দাম 666 টাকা ৷ এই 666 টাকার রিচার্জ প্ল্যানটি বিভিন্ন ধরনের গ্রাহকের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যাতে একাধিক আকর্ষণীয় সুবিধা দেওয়া হয়েছে। বিএসএনএলের 666 টাকার এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রচুর হাইস্পিড ইন্টারনেট ডেটা, বিনামূল্যে কলিং, প্রচুর এসএমএস-এর সুবিধা এবং মোট 105 দিনের বৈধতা বা ভ্যালিডিটি ৷

এই 666 টাকার রিচার্জ প্ল্যানটি স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বা বাড়ি থেকে কাজ করা পেশাদারদের জন্য বা দেশের গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য বিশেষভাবে উপকারী ৷ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাবেন ৷ এছাড়াও, অতিরিক্ত 3 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা পাবেন গ্রাহকরা ৷

BSNL-এর 197 টাকার প্রিপেড প্ল্যান:

BSNL-এর 197 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের (লোকাল এবং STD) সুবিধা পান। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাচ্ছে। কিন্তু, এই প্ল্যানের সুবিধা পেতে পারেন মাত্র 15 দিনের জন্য। দৈনিক ডেটার সীমা শেষ হওয়ার পরে, গ্রাহকরা 40 Kbps গতিতে ডেটা ব্যবহার করতে পারবেন। 15 দিন পরে, গ্রাহকরা ভয়েস, ডেটা এবং এসএমএসের জন্য আলাদাভাবে রিচার্জ করতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.