ETV Bharat / bharat

মধ্যযুগীয় বর্বরতা, জল নেওয়ার ‘অপরাধে’ ট্র্যাক্টরের তলায় আদিবাসী মহিলাকে পিষল চালক! - YSRCP Village Sarpanch Aide

Man Crushes Tribal Woman To Death: গ্রামে পানীয় জল সরবরাহ করে ওয়াইএসআরসিপি ৷ এক টিডিপি অনুগামীর ওই জল নেওয়ার পছন্দ হয়নি গ্রাম প্রধানের অনুগামীর ৷ উত্তপ্ত বাদানুবাদের পরে তাঁর উপর ট্র্যাক্টর চালিয়ে দেয় ওই ব্যক্তি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 4:41 PM IST

নারাসা রাওপেট (অন্ধ্রপ্রদেশ), 2 মার্চ: জল আনতে এসেছিলেন আদিবাসী এক মহিলা ৷ বানাওয়াত সামুনিবয় নামের বছর পঞ্চাশের ওই মহিলার জল নেওয়া ‘না-পসন্দ’ ওয়াইএসআরসিপি পরিচালিত গ্রাম প্রধানের অনুগামীর ৷ বচসার পর মহিলার উপর ট্র্যাক্টর চালিয়ে দেয় ওই ব্যক্তি ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অনগ্রসর শ্রেণির ওই মহিলার ৷ নৃশংস ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নারাসা রাওপেটের মল্লভরামে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জল নিতে এসেছিলেন ওই মহিলা ৷ তা দেখেই ওই ব্যক্তি বলেন, এটি ওয়াইএসআরসিপির ট্যাঙ্ক ৷ আমাদের দলের সদস্যদের পানীয় জল নেওয়ার জন্য ৷ অন্য কেউ এটি ধরতে পারবে না । ওই মহিলাকে ‘টিডিপি অনুগামী’ বলেও সম্বোধন করেন ওই মহিলা ৷ তারপরেই তাঁর উপর ট্র্যাক্টর চালিয়ে দেন ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে মল্লভরাম তাণ্ডায় পানীয় জলের সংকট রয়েছে । ওয়াইএসআরসিপির গ্রাম প্রধান শেখ নান্নে সাহেব চারদিন ধরে ট্র্যাক্টর দিয়ে পানীয় জল সরবরাহ করছেন ।

ঠিক কী ঘটনা ?

শুক্রবার সকাল 8টা নাগাদ একটি ট্র্যাক্টর মল্লভরম তাণ্ডা কলোনিতে আসে । সমস্ত মহিলারা জলের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন । তখনই ওই মহিলাকে গ্রাম প্রধান শেখ নান্নের অনুগামী ও ট্র্যাক্টর চালক মণিকান্ত নায়েক বলে, ‘‘আপনি টিডিপি করেন ৷ আমাদের দলের দেওয়া জল কেন নিচ্ছেন ?’’ বিন্দে (জল নেওয়ার পাত্র) নিয়ে দাঁড়িয়ে থাকা বানাওয়াত প্রত্তুত্যরে বলেন, ‘‘আমাদের বাড়িতে খাওয়ার জল নেই । রাজনৈতিক দলের সঙ্গে জলের কী সম্পর্ক ?’’ বাদানুবাদ বাড়তে শুরু হওয়ার পরেই ট্র্যাক্টর চালিয়ে দেয় মণিকান্ত ৷ ট্র্যাক্টরের সামনের বাম্পারটি তাঁর পেটে সজোরে আঘাত করে । গুরুতর আহত হন বানাওয়াত । সঙ্গে সঙ্গে তাঁকে মাছেরলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান । মৃতার স্বামী প্রতিবন্ধী, রয়েছে দুই ছেলে ও এক মেয়ে ।

পুলিশের রিপোর্ট কী বলছে ?

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছেন, পঞ্চায়েতের ট্যাঙ্কে একটি মোটর বসানো হয়েছে ৷ জল ধরে রাখার জন্য একটি সুইচবোর্ড রয়েছে । ট্র্যাক্টরটি ঘুরাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে । এসএসআই নারায়ণ রেড্ডি বলেন, ‘‘চালক সঠিকভাবে গাড়ি চালাতে জানতেন না ৷ তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনাটির তদন্ত করা হচ্ছে । "

আরও পড়ুন:

নারাসা রাওপেট (অন্ধ্রপ্রদেশ), 2 মার্চ: জল আনতে এসেছিলেন আদিবাসী এক মহিলা ৷ বানাওয়াত সামুনিবয় নামের বছর পঞ্চাশের ওই মহিলার জল নেওয়া ‘না-পসন্দ’ ওয়াইএসআরসিপি পরিচালিত গ্রাম প্রধানের অনুগামীর ৷ বচসার পর মহিলার উপর ট্র্যাক্টর চালিয়ে দেয় ওই ব্যক্তি ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অনগ্রসর শ্রেণির ওই মহিলার ৷ নৃশংস ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নারাসা রাওপেটের মল্লভরামে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জল নিতে এসেছিলেন ওই মহিলা ৷ তা দেখেই ওই ব্যক্তি বলেন, এটি ওয়াইএসআরসিপির ট্যাঙ্ক ৷ আমাদের দলের সদস্যদের পানীয় জল নেওয়ার জন্য ৷ অন্য কেউ এটি ধরতে পারবে না । ওই মহিলাকে ‘টিডিপি অনুগামী’ বলেও সম্বোধন করেন ওই মহিলা ৷ তারপরেই তাঁর উপর ট্র্যাক্টর চালিয়ে দেন ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে মল্লভরাম তাণ্ডায় পানীয় জলের সংকট রয়েছে । ওয়াইএসআরসিপির গ্রাম প্রধান শেখ নান্নে সাহেব চারদিন ধরে ট্র্যাক্টর দিয়ে পানীয় জল সরবরাহ করছেন ।

ঠিক কী ঘটনা ?

শুক্রবার সকাল 8টা নাগাদ একটি ট্র্যাক্টর মল্লভরম তাণ্ডা কলোনিতে আসে । সমস্ত মহিলারা জলের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন । তখনই ওই মহিলাকে গ্রাম প্রধান শেখ নান্নের অনুগামী ও ট্র্যাক্টর চালক মণিকান্ত নায়েক বলে, ‘‘আপনি টিডিপি করেন ৷ আমাদের দলের দেওয়া জল কেন নিচ্ছেন ?’’ বিন্দে (জল নেওয়ার পাত্র) নিয়ে দাঁড়িয়ে থাকা বানাওয়াত প্রত্তুত্যরে বলেন, ‘‘আমাদের বাড়িতে খাওয়ার জল নেই । রাজনৈতিক দলের সঙ্গে জলের কী সম্পর্ক ?’’ বাদানুবাদ বাড়তে শুরু হওয়ার পরেই ট্র্যাক্টর চালিয়ে দেয় মণিকান্ত ৷ ট্র্যাক্টরের সামনের বাম্পারটি তাঁর পেটে সজোরে আঘাত করে । গুরুতর আহত হন বানাওয়াত । সঙ্গে সঙ্গে তাঁকে মাছেরলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান । মৃতার স্বামী প্রতিবন্ধী, রয়েছে দুই ছেলে ও এক মেয়ে ।

পুলিশের রিপোর্ট কী বলছে ?

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানিয়েছেন, পঞ্চায়েতের ট্যাঙ্কে একটি মোটর বসানো হয়েছে ৷ জল ধরে রাখার জন্য একটি সুইচবোর্ড রয়েছে । ট্র্যাক্টরটি ঘুরাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে । এসএসআই নারায়ণ রেড্ডি বলেন, ‘‘চালক সঠিকভাবে গাড়ি চালাতে জানতেন না ৷ তার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনাটির তদন্ত করা হচ্ছে । "

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.