পুনে, 23 জুন: শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ পুনে-নাসিক হাইওয়েতে বাইক আরোহী তুরুণকে সামনে থেকে ধাক্কা মারল একটি ফরচুনার গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 19 বছরের ওম ভালেরাও নামে ওই তরুণের ৷ আর এই ঘটনায় অভিযুক্তের পরিচয়, মহারাষ্ট্রের খেড় আলান্দির বিধায়ক দিলীপ মোহিতে পাতিলের ভাইপো ময়ূর মোহিতে ৷ পুলিশের তরফে জানান হয়েছে, রাস্তা রং-সাইড দিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন ময়ূর ৷ শনিবার রাতের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন এনসিপি বিধায়ক দিলীপ মোহিতে পাতিল ৷ সেই সঙ্গে তিনি কোনও ভুল কাজকে সমর্থন করবেন না, বলেও জানিয়েছেন ৷ শনিবার রাত সাড়ে ন’টার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ ওভার-স্পিডে পুনে-নাসিক হাইওয়েতে রাস্তার উল্টো সাইড দিয়ে এসে বাইক চালক ওম ভালেরাওকে ধাক্কা মারেন ময়ূর ৷ দুর্ঘটনার অভিঘাতে রাস্তার একপাশে ছিটকে পড়েন ওই তরুণ ৷
এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, "অভিযুক্ত পুনে-নাসিক হাইওয়েতে একটি ফরচুনার গাড়ি চালাচ্ছিলেন ৷ তিনি রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালিয়ে মানচার গ্রামে যাচ্ছিলেন ৷ সেই সময় একটি বাইককে সামনে থেকে ধাক্কা মারে তাঁর গাড়ি ৷ বাইক চালক তরুণ দুর্ঘটনায় সাংঘাতিক আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি ৷ এই দুর্ঘটনায় দু’টি গাড়ির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ আমরা এই ঘটনায় পরবর্তী পর্যায়ে তদন্ত শুরু করেছি ৷"
তবে, 304এ ধারা যুক্ত করা হয়েছে অভিযুক্ত ময়ূর মোহিতের বিরুদ্ধে ৷ তবে, এটি অপরাধমূলক বা জামিন অযোগ্য ধারা নয় ৷ এর অর্থ, অবহেলার কারণে একজন ব্যক্তির মৃত্যু ৷ ফলে এই ধারায় সহজেই জামিন পেয়ে যাবেন অভিযুক্ত ময়ূর মোহিতে ৷ কিন্তু, যেখানে আইন ভেঙে পুনে-নাসিক হাইওয়েতে উল্টোদিক থেকে গাড়ি চালিয়ে আসছিলেন অভিযুক্ত ৷ সেখানে কেন ভারতীয় দণ্ডবিধির 304এ ধারা লাগু হল ? সেই প্রশ্ন উঠছে ৷
মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা