ETV Bharat / bharat

'রেলে কবচ প্রযুক্তি বাস্তবায়নের চেষ্টায় কোনও ত্রুটি হবে না', অঙ্গীকার রেলমন্ত্রীর - Kavach System Implementation - KAVACH SYSTEM IMPLEMENTATION

Railways Minister on Kavach System: লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিরোধীদের অভিযোগের কড়া জবাব দেন। কংগ্রেসের 58 বছরের শাসনকালে রেল-সুরক্ষা নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

ASHWINI VAISHNAW
লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Aug 1, 2024, 7:07 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: একের পর এক রেল দুর্ঘটনায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে রেল মন্ত্রক ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইউপিএ সরকারকেই আক্রমণ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তাঁর অভিযোগ, বিগত 58 বছরে স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা কার্যকর করেনি কংগ্রেস সরকার ৷

এর পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব সংসদের দুই কক্ষেই আশ্বাসও দেন যে, রেলের সুরক্ষায় স্বয়ংক্রিয় রেল-সুরক্ষা পদ্ধতি বা কবচ কার্যকর করা হবে ৷ এদিন লোকসভায় 7.89 লক্ষ কোটি টাকা রেলের জন্য মঞ্জুর করা হয় ৷

এদিন সংসদে অনুদানের দাবি বিতর্কে বিরোধীদের হট্টগোল এবং বিতর্কের জবাব দেওয়ার সময়, ইউপিএ সরকারকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "দুর্ভাগ্যবশত, কংগ্রেসের 58 বছরের শাসনকালে, 2014 সাল পর্যন্ত ভারতীয় রেলের এক কিলোমিটারেও স্বয়ংক্রিয় রেল-সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হয়নি ।"

রেলমন্ত্রী রেলওয়ে নেটওয়ার্কে স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং ব্যবস্থাকে নিরাপদ করতে এবং ট্রেন চলাচলের আরও ভালো ব্যবস্থাপনার জন্য রেলওয়ে স্টেশনগুলিতে ইলেকট্রনিক ইন্টার-লকিং কার্যকর করার জন্য তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলি তুলে ধরেন। গৃহীত পদক্ষেপের কথা জানান ৷

তিনি বলেন, "ইউপিএ এবং আমাদের সরকারের কাজের ধরন আলাদা। এর আগে, রেলওয়ের মতো একটি অত্যাবশ্যক সিস্টেমের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কৌশল বা উপায় ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের এখন একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা রয়েছে।"

তবে রেলমন্ত্রী গোটা রেল নেটওয়ার্কে কবচ প্রযুক্তি বাস্তবায়নের কোনও সময়সীমা দেননি। তিনি জানান, খুব ছোট রেল নেটওয়ার্কের ছোট দেশগুলিতেও স্বয়ংক্রিয় ট্রেন-সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করতে 20 বছরেরও বেশি সময় লেগেছে । তিনি বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কবচ বাস্তবায়নের চেষ্টার কোনও ত্রুটি হবে না । আমরা দিনরাত পরিশ্রম করব এবং প্রতি কিলোমিটারে সুরক্ষিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব।"

অশ্বিনী বৈষ্ণব বিরোধী কংগ্রেস এবং তার 'সোশ্যাল মিডিয়া ট্রল আর্মি'কে রেল নেটওয়ার্কের প্রতিটি ছোট ঘটনাকে অতিরঞ্জিত করার জন্য দায়ি করেছেন ৷ রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের 2 কোটিরও বেশি মানুষ যাতায়াত করেন ৷ রেলমন্ত্রীর অভিযোগ, বিরোধীদের অতিরঞ্জিত প্রচারে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিতে পারে । তাঁর বিশ্বাস, বিরোধীরা ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টায় সফল হবে না । তাঁর অভিযোগ, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি অযোধ্যা রেলস্টেশনের ঘটনাগুলি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ।

নয়াদিল্লি, 1 অগস্ট: একের পর এক রেল দুর্ঘটনায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে রেল মন্ত্রক ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইউপিএ সরকারকেই আক্রমণ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তাঁর অভিযোগ, বিগত 58 বছরে স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা কার্যকর করেনি কংগ্রেস সরকার ৷

এর পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব সংসদের দুই কক্ষেই আশ্বাসও দেন যে, রেলের সুরক্ষায় স্বয়ংক্রিয় রেল-সুরক্ষা পদ্ধতি বা কবচ কার্যকর করা হবে ৷ এদিন লোকসভায় 7.89 লক্ষ কোটি টাকা রেলের জন্য মঞ্জুর করা হয় ৷

এদিন সংসদে অনুদানের দাবি বিতর্কে বিরোধীদের হট্টগোল এবং বিতর্কের জবাব দেওয়ার সময়, ইউপিএ সরকারকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "দুর্ভাগ্যবশত, কংগ্রেসের 58 বছরের শাসনকালে, 2014 সাল পর্যন্ত ভারতীয় রেলের এক কিলোমিটারেও স্বয়ংক্রিয় রেল-সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হয়নি ।"

রেলমন্ত্রী রেলওয়ে নেটওয়ার্কে স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং ব্যবস্থাকে নিরাপদ করতে এবং ট্রেন চলাচলের আরও ভালো ব্যবস্থাপনার জন্য রেলওয়ে স্টেশনগুলিতে ইলেকট্রনিক ইন্টার-লকিং কার্যকর করার জন্য তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলি তুলে ধরেন। গৃহীত পদক্ষেপের কথা জানান ৷

তিনি বলেন, "ইউপিএ এবং আমাদের সরকারের কাজের ধরন আলাদা। এর আগে, রেলওয়ের মতো একটি অত্যাবশ্যক সিস্টেমের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কৌশল বা উপায় ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের এখন একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা রয়েছে।"

তবে রেলমন্ত্রী গোটা রেল নেটওয়ার্কে কবচ প্রযুক্তি বাস্তবায়নের কোনও সময়সীমা দেননি। তিনি জানান, খুব ছোট রেল নেটওয়ার্কের ছোট দেশগুলিতেও স্বয়ংক্রিয় ট্রেন-সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করতে 20 বছরেরও বেশি সময় লেগেছে । তিনি বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কবচ বাস্তবায়নের চেষ্টার কোনও ত্রুটি হবে না । আমরা দিনরাত পরিশ্রম করব এবং প্রতি কিলোমিটারে সুরক্ষিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব।"

অশ্বিনী বৈষ্ণব বিরোধী কংগ্রেস এবং তার 'সোশ্যাল মিডিয়া ট্রল আর্মি'কে রেল নেটওয়ার্কের প্রতিটি ছোট ঘটনাকে অতিরঞ্জিত করার জন্য দায়ি করেছেন ৷ রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের 2 কোটিরও বেশি মানুষ যাতায়াত করেন ৷ রেলমন্ত্রীর অভিযোগ, বিরোধীদের অতিরঞ্জিত প্রচারে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিতে পারে । তাঁর বিশ্বাস, বিরোধীরা ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টায় সফল হবে না । তাঁর অভিযোগ, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি অযোধ্যা রেলস্টেশনের ঘটনাগুলি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.