নয়াদিল্লি, 14 ডিসেম্বর: ফের হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ৷ তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ শনিবার সূত্র মারফত জানা গিয়য়েছে, তাঁকে দু'দিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
আদবানিকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। লালকৃষ্ণ আদবানিকে নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক বিনীত সুরির অধীনে ভর্তি করানো হয়েছে। প্রায় দুই দিন আগে 96 বছর বয়সি ভারতরত্ন আদবানিকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরের শুরুতেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও এবার তাঁকে হাসপাতালে ভর্তির কারণ, প্রাথমিকভাবে জানা যায়নি।
আদবানি বেশ কিছুদিন ধরেই স্মৃতিশক্তি এবং বার্ধক্যজনিত অন্যান্য সমস্যায় ভুগছেন। তাঁর মেয়ে প্রতিভা আদবানি বাড়িতে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছিলেন। চলতি বছরের অগস্ট মাসেও আদবানিকে রুটিন চেকআপের জন্য অ্যাপোলোতে ভর্তি করা হয় ৷ কয়েকদিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। এর আগে জুন মাসেও, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কারণে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে দিল্লির এইমস এবং পরে অ্যাপোলোতে ভর্তি করা হয়েছিল।
লালকৃষ্ণ আদবানি ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। তিনি দেশের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ৷ 1998 থেকে 2004 সাল পর্যন্ত দীর্ঘতম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আদবানি বিজেপি'র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ৷ দলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গান্ধিনগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব ৷ তিনি নয়দিল্লি থেকেও সাংসদ হয়েছিলেন ৷ সম্প্রতি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে দেখতে যান ৷ তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়।