ETV Bharat / bharat

ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার মা ও মেয়ের - Kanpur Accident - KANPUR ACCIDENT

Lucknow-Agra Expressway Accident: লখনউ-আগ্রা এক্সপ্রেসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 2 সদস্যের ৷ গুরুতর আহত বাকি 2 জন ৷ জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পরিবার পশ্চিমবঙ্গেরর পানাগড়ের বাসিন্দা ৷

Lucknow-Agra Expressway Accident
লখনউ-আগ্রা এক্সপ্রেসের উপর পথ দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 8:09 PM IST

Updated : Apr 11, 2024, 8:22 PM IST

কানপুর, 11 এপ্রিল : লখনউ-আগ্রা এক্সপ্রেসে ওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ভিন রাজ্যে মৃত্যু বাংলার মা ও মেয়ের ৷ গুরুতর আহত আরও 2 জন ৷ ঘটনাটি ঘটেছে কানপুরের কাছে আরাউল এলাকায় ৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বুধবার রাত 10টায় স্বপরিবারে লখনউ-আগ্রা এক্সপ্রেসে ওয়ের উপর দিয়ে যাচ্ছিলেন গুরলিন সিং নামে এক ব্যক্তি ৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাজপাল কউর, তাঁদের 3 বছরের ছেলে এবং 5 বছরের মেয়ে ৷ একটি সূত্রের দাবি, 218 কিলোমিটার বেগে চলছিল গাড়ি ৷ সেই সময় অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের ৷

আরাউল থানার পুলিশ ইন-চার্জ অখিলেশ পাল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ 4 জনকে গাড়ি থেকে বের করা হয় ৷ কিন্তু তাঁরা পৌঁছনোর আগেই মৃত্যু হয় মা রাজপাল এবং তাঁর 5 বছরের মেয়ের ৷ আশঙ্কাজনক অবস্থায় বাবা গুরলিন এবং তাঁর ছেলেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে গুরলিনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ৷ এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, গুরলিনের পরিবার পশ্চিমবঙ্গের পানাগড়ের বাসিন্দা ৷ তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে হল ? কোথায় যাচ্ছিল এই পরিবার ? আর ধাক্কা দেওয়ার পর অপর গাড়িটাই বা কোথায় গেল ? এই ধরনর কোনও প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি এখনও ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন অখিলেশ ৷

সম্প্রতি মাদুরাইয়ের তিরুমঙ্গলমে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে ছিল একটি শিশুও ৷ পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে থালাভাইপুরম থেকে গাড়ি করে পরিবার নিয়ে মাদুরাই ফিরছিলেন কানাগাভেল ৷ তিনি মাদুরাইয়ের ভিল্লাপুরমের বাসিন্দা ৷ জানা যায়, পরিবারের সবাইকে নিয়ে মারিয়াম্মান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কৃষ্ণাকুমারি, ভাই নাগাজ্যোতি এবং একটি শিশু ৷ পুলিশের প্রাথমিক অনুমান. থিরুমঙ্গলমের কাছে সিভারাকোট্টাই রাস্তা দিয়ে যাওয়ার সময় কানাগাভেলের গাড়ির সামনে একটি মোটরবাইক চলে আসে ৷ তাঁকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷ তার জেরে প্রাণ যায় 5 জনের।

আরও পড়ুন:

কানপুর, 11 এপ্রিল : লখনউ-আগ্রা এক্সপ্রেসে ওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ভিন রাজ্যে মৃত্যু বাংলার মা ও মেয়ের ৷ গুরুতর আহত আরও 2 জন ৷ ঘটনাটি ঘটেছে কানপুরের কাছে আরাউল এলাকায় ৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বুধবার রাত 10টায় স্বপরিবারে লখনউ-আগ্রা এক্সপ্রেসে ওয়ের উপর দিয়ে যাচ্ছিলেন গুরলিন সিং নামে এক ব্যক্তি ৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাজপাল কউর, তাঁদের 3 বছরের ছেলে এবং 5 বছরের মেয়ে ৷ একটি সূত্রের দাবি, 218 কিলোমিটার বেগে চলছিল গাড়ি ৷ সেই সময় অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের ৷

আরাউল থানার পুলিশ ইন-চার্জ অখিলেশ পাল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ 4 জনকে গাড়ি থেকে বের করা হয় ৷ কিন্তু তাঁরা পৌঁছনোর আগেই মৃত্যু হয় মা রাজপাল এবং তাঁর 5 বছরের মেয়ের ৷ আশঙ্কাজনক অবস্থায় বাবা গুরলিন এবং তাঁর ছেলেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে গুরলিনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ৷ এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, গুরলিনের পরিবার পশ্চিমবঙ্গের পানাগড়ের বাসিন্দা ৷ তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে হল ? কোথায় যাচ্ছিল এই পরিবার ? আর ধাক্কা দেওয়ার পর অপর গাড়িটাই বা কোথায় গেল ? এই ধরনর কোনও প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি এখনও ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন অখিলেশ ৷

সম্প্রতি মাদুরাইয়ের তিরুমঙ্গলমে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে ছিল একটি শিশুও ৷ পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে থালাভাইপুরম থেকে গাড়ি করে পরিবার নিয়ে মাদুরাই ফিরছিলেন কানাগাভেল ৷ তিনি মাদুরাইয়ের ভিল্লাপুরমের বাসিন্দা ৷ জানা যায়, পরিবারের সবাইকে নিয়ে মারিয়াম্মান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কৃষ্ণাকুমারি, ভাই নাগাজ্যোতি এবং একটি শিশু ৷ পুলিশের প্রাথমিক অনুমান. থিরুমঙ্গলমের কাছে সিভারাকোট্টাই রাস্তা দিয়ে যাওয়ার সময় কানাগাভেলের গাড়ির সামনে একটি মোটরবাইক চলে আসে ৷ তাঁকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷ তার জেরে প্রাণ যায় 5 জনের।

আরও পড়ুন:

Last Updated : Apr 11, 2024, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.