ETV Bharat / bharat

হিন্দুদের সংখ্যা ‘কমে’ যাওয়ার রিপোর্ট উদ্বেগজনক, মন্তব্য প্রহ্লাদ যোশীর - Pralhad Joshi

Pralhad Joshi: হিন্দুদের জনসংখ্যা কমা নিয়ে যে রিপোর্ট সামনে এসেছে, তা উদ্বেগজনক বলে শুক্রবার মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ এই সরকারের তরফে পদক্ষেপ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন ৷

Pralhad Joshi
প্রহ্লাদ যোশী (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : May 10, 2024, 8:02 PM IST

হুবলি (কর্ণাটক), 10 মে: ‘শেয়ার অফ রিলিজিয়াস: একটি ক্রস-কান্ট্রি অ্যানালিসিস'-এর রিপোর্টে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ এই নিয়ে শুক্রবার তিনি জানান, এই নিয়ে সরকারকে পদক্ষেপ করতে হবে ৷ তবে এই রিপোর্ট তিনি নিজে পড়ে দেখেননি বলে জানিয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ তাঁর বক্তব্য, তিনি সংবাদমাধ্যম থেকে এই রিপোর্ট সম্পর্কে জেনেছেন ৷

তিনি জানিয়েছেন, জনসংখ্যার পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন এসেছে । সমাজ ও সরকারকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখতে হবে । সমস্ত সংবাদমাধ্যম যেহেতু বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশিত করেছে বিষয়টি, তাই এটিকে ব্যতিক্রম বলে উড়িয়ে দেওয়া যাবে না ৷ একই সঙ্গে তিনি জানান, এর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে এই নিয়ে বিস্তারিত সমীক্ষার প্রয়োজন রয়েছে ৷

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, 1950 থেকে 2015 সালের মধ্যে দেশের মোট জনসংখ্যাতে হিন্দুদের অংশ 7.82 শতাংশ কমেছে, যেখানে মুসলমানদের সংখ্যা 43.15 শতাংশ বেড়েছে ৷ এই পরিসংখ্যানকে বৈচিত্র্য পালন করার জন্য একটি অনুকূল পরিবেশের পরামর্শ দেয় বলে সেখানে জানানো হয় ৷

সেখানে অবশ্য সঠিক সংখ্যা দেওয়া হয়নি । দেশে শেষ আদমশুমারি 2011 সালে করা হয়েছিল ৷ 2021 সালে পরবর্তী আদমশুমারি করার কথা ছিল ৷ কিন্তু তা হয়নি ৷ তার পরও 2015 সালের হিসেবে এই পরিসংখ্যান কিভাবে পাওয়া গেল, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ 'শেয়ার অফ রিলিজিয়াস মাইনরিটিজ: এ ক্রস-কান্ট্রি অ্যানালাইসিস (1950-2015)' শিরোনামের গবেষণাপত্রে আরও বলা হয়েছে যে ভারতের জনসংখ্যায় জৈনদের অংশ 1950 সালে 0.45 শতাংশ থেকে 2015 সালে 0.36 শতাংশে নেমে এসেছে ।

(পিটিআই)

আরও পড়ুন:

  1. মুসলিমদের সংরক্ষণ এসসি-এসটি-ওবিসিদের দেবে বিজেপি, দাবি অমিত শাহের
  2. গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির
  3. দাবায় সেরা রাহুল! 'আগে তো জিতুন, তারপর...', রায়বরেলি নিয়ে 'ছোট্ট মজা' কাসপারভের

হুবলি (কর্ণাটক), 10 মে: ‘শেয়ার অফ রিলিজিয়াস: একটি ক্রস-কান্ট্রি অ্যানালিসিস'-এর রিপোর্টে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ এই নিয়ে শুক্রবার তিনি জানান, এই নিয়ে সরকারকে পদক্ষেপ করতে হবে ৷ তবে এই রিপোর্ট তিনি নিজে পড়ে দেখেননি বলে জানিয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ তাঁর বক্তব্য, তিনি সংবাদমাধ্যম থেকে এই রিপোর্ট সম্পর্কে জেনেছেন ৷

তিনি জানিয়েছেন, জনসংখ্যার পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন এসেছে । সমাজ ও সরকারকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখতে হবে । সমস্ত সংবাদমাধ্যম যেহেতু বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশিত করেছে বিষয়টি, তাই এটিকে ব্যতিক্রম বলে উড়িয়ে দেওয়া যাবে না ৷ একই সঙ্গে তিনি জানান, এর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে এই নিয়ে বিস্তারিত সমীক্ষার প্রয়োজন রয়েছে ৷

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, 1950 থেকে 2015 সালের মধ্যে দেশের মোট জনসংখ্যাতে হিন্দুদের অংশ 7.82 শতাংশ কমেছে, যেখানে মুসলমানদের সংখ্যা 43.15 শতাংশ বেড়েছে ৷ এই পরিসংখ্যানকে বৈচিত্র্য পালন করার জন্য একটি অনুকূল পরিবেশের পরামর্শ দেয় বলে সেখানে জানানো হয় ৷

সেখানে অবশ্য সঠিক সংখ্যা দেওয়া হয়নি । দেশে শেষ আদমশুমারি 2011 সালে করা হয়েছিল ৷ 2021 সালে পরবর্তী আদমশুমারি করার কথা ছিল ৷ কিন্তু তা হয়নি ৷ তার পরও 2015 সালের হিসেবে এই পরিসংখ্যান কিভাবে পাওয়া গেল, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ 'শেয়ার অফ রিলিজিয়াস মাইনরিটিজ: এ ক্রস-কান্ট্রি অ্যানালাইসিস (1950-2015)' শিরোনামের গবেষণাপত্রে আরও বলা হয়েছে যে ভারতের জনসংখ্যায় জৈনদের অংশ 1950 সালে 0.45 শতাংশ থেকে 2015 সালে 0.36 শতাংশে নেমে এসেছে ।

(পিটিআই)

আরও পড়ুন:

  1. মুসলিমদের সংরক্ষণ এসসি-এসটি-ওবিসিদের দেবে বিজেপি, দাবি অমিত শাহের
  2. গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির
  3. দাবায় সেরা রাহুল! 'আগে তো জিতুন, তারপর...', রায়বরেলি নিয়ে 'ছোট্ট মজা' কাসপারভের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.