ETV Bharat / bharat

আইএএস রইলেন না পূজা, বড় সিদ্ধান্ত মোদি সরকারের - Puja Khedkar Controversy - PUJA KHEDKAR CONTROVERSY

Centre Discharges Puja Khedkar: পূজা খেড়কারের ঘটনায় অবশেষে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটল মোদি সরকার। এতদিন সাসপেন্ড থাকার পর এবার তাঁর আইএএস পদই খারিজ করে দেওয়া হল।

Centre Discharges Puja Khedkar
পূজা খেড়কার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 7:04 PM IST

Updated : Sep 7, 2024, 7:40 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: আইএএস অফিসার রইলেন না পূজা খেড়কর । তাঁর আইএএস পদ খারিজ হয়ে গেল । শনিবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । 1954 সালের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 12 নম্বর ধারা অনুযায়ী তাঁর আইএএস পদ খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় সরকারে এক উচ্চপদস্থ আমলা জানান, নির্দিষ্ট আইন মেনে মহারাষ্ট্র ক্যাডারের শিক্ষানবিশ আইইএস পূজা মনোরমা দিলীপ খাণ্ডেকরের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এর আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করের অস্থায়ী প্রার্থীপদ বাতিল করেছিল ৷ একইসঙ্গে, ভবিষ্যতে তিনি কোনও পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল ইউপিএসসি ৷ এবার তাঁর আইএএস পদই খারিজ করে দেওয়া হল ।

নিজের পরিচয় জাল করে পরীক্ষায় বসেছেন পূজা । এমনই অভিযোগ ওঠে । পরে জানা য়ায় ওবিসির সংরক্ষণের আওতায় আসতে বাবা-মায়ের পরিচয়ও জাল করেন তিনি । অভিযোগ ওঠায় তদন্ত শুরু হয় । তাঁর বিরুদ্ধে কেন এমন অভিযোগ উঠেছে সেটা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয় । সেই জবাব দিতেও বেশ টালবাহানা করেন তিনি । কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া সময়ের মধ্যে জবাব দিতে না পারায় অতিরিক্ত সময় চান । তা দিতে রাজি হয়নি সরকার ।

পরে নিজের বক্তব্য জানান পূজা । তাতে খুশি হতে পারেনি সরকার । সবমিলিয়ে 31 জুলাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইউপিএসসি । তাঁর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয় । সে সময় থেকে অনেকের মনে করছিলেন, আইএএস থাকা তাঁর পক্ষে আইএএস থাকা কার্যত অসম্ভব। এবার তাই হল । আইএএস রইলেন না পূজা মনোরমা দিলীপ খাণ্ডেকরের বিরুদ্ধে ব্যবস্থা হল ।

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: আইএএস অফিসার রইলেন না পূজা খেড়কর । তাঁর আইএএস পদ খারিজ হয়ে গেল । শনিবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । 1954 সালের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 12 নম্বর ধারা অনুযায়ী তাঁর আইএএস পদ খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় সরকারে এক উচ্চপদস্থ আমলা জানান, নির্দিষ্ট আইন মেনে মহারাষ্ট্র ক্যাডারের শিক্ষানবিশ আইইএস পূজা মনোরমা দিলীপ খাণ্ডেকরের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এর আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করের অস্থায়ী প্রার্থীপদ বাতিল করেছিল ৷ একইসঙ্গে, ভবিষ্যতে তিনি কোনও পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল ইউপিএসসি ৷ এবার তাঁর আইএএস পদই খারিজ করে দেওয়া হল ।

নিজের পরিচয় জাল করে পরীক্ষায় বসেছেন পূজা । এমনই অভিযোগ ওঠে । পরে জানা য়ায় ওবিসির সংরক্ষণের আওতায় আসতে বাবা-মায়ের পরিচয়ও জাল করেন তিনি । অভিযোগ ওঠায় তদন্ত শুরু হয় । তাঁর বিরুদ্ধে কেন এমন অভিযোগ উঠেছে সেটা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয় । সেই জবাব দিতেও বেশ টালবাহানা করেন তিনি । কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া সময়ের মধ্যে জবাব দিতে না পারায় অতিরিক্ত সময় চান । তা দিতে রাজি হয়নি সরকার ।

পরে নিজের বক্তব্য জানান পূজা । তাতে খুশি হতে পারেনি সরকার । সবমিলিয়ে 31 জুলাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইউপিএসসি । তাঁর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয় । সে সময় থেকে অনেকের মনে করছিলেন, আইএএস থাকা তাঁর পক্ষে আইএএস থাকা কার্যত অসম্ভব। এবার তাই হল । আইএএস রইলেন না পূজা মনোরমা দিলীপ খাণ্ডেকরের বিরুদ্ধে ব্যবস্থা হল ।

Last Updated : Sep 7, 2024, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.