নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: আইএএস অফিসার রইলেন না পূজা খেড়কর । তাঁর আইএএস পদ খারিজ হয়ে গেল । শনিবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । 1954 সালের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 12 নম্বর ধারা অনুযায়ী তাঁর আইএএস পদ খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় সরকারে এক উচ্চপদস্থ আমলা জানান, নির্দিষ্ট আইন মেনে মহারাষ্ট্র ক্যাডারের শিক্ষানবিশ আইইএস পূজা মনোরমা দিলীপ খাণ্ডেকরের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যবস্থা নেওয়া হয়েছে ।
এর আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়করের অস্থায়ী প্রার্থীপদ বাতিল করেছিল ৷ একইসঙ্গে, ভবিষ্যতে তিনি কোনও পরীক্ষায় বসতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছিল ইউপিএসসি ৷ এবার তাঁর আইএএস পদই খারিজ করে দেওয়া হল ।
নিজের পরিচয় জাল করে পরীক্ষায় বসেছেন পূজা । এমনই অভিযোগ ওঠে । পরে জানা য়ায় ওবিসির সংরক্ষণের আওতায় আসতে বাবা-মায়ের পরিচয়ও জাল করেন তিনি । অভিযোগ ওঠায় তদন্ত শুরু হয় । তাঁর বিরুদ্ধে কেন এমন অভিযোগ উঠেছে সেটা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয় । সেই জবাব দিতেও বেশ টালবাহানা করেন তিনি । কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া সময়ের মধ্যে জবাব দিতে না পারায় অতিরিক্ত সময় চান । তা দিতে রাজি হয়নি সরকার ।
পরে নিজের বক্তব্য জানান পূজা । তাতে খুশি হতে পারেনি সরকার । সবমিলিয়ে 31 জুলাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইউপিএসসি । তাঁর প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয় । সে সময় থেকে অনেকের মনে করছিলেন, আইএএস থাকা তাঁর পক্ষে আইএএস থাকা কার্যত অসম্ভব। এবার তাই হল । আইএএস রইলেন না পূজা মনোরমা দিলীপ খাণ্ডেকরের বিরুদ্ধে ব্যবস্থা হল ।